ETV Bharat / sports

Nikhat Zareen wins Gold : মেরি কমের পর ফের ভারতীয়র বিশ্বজয়, বিশ্ব বক্সিংয়ে সোনা জারিনের

তাইল্যান্ডের জিতপং জুতামাসকে 5-0 ব্যবধানে হারিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত জারিন (Nikhat Zareen clinches gold) ।

Nikhat Zareen
বিশ্ব বক্সিংয়ে সোনা জারিনের
author img

By

Published : May 19, 2022, 10:57 PM IST

ইস্তাম্বুল, 19 মে : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত । 52 কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন । তাইল্যান্ডের জিতপং জুতামাসকে 5-0 ব্যবধানে হারিয়ে বিশ্বসেরার তাজ মাথায় পড়লেন তিনি (Nikhat Zareen clinches gold) ।

সেমিফাইনালে ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে 5-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন জারিন । এদিন প্রত্যেক রাউন্ডেই এগিয়ে ছিলেন তিনি ৷ সোনা জিতে নিখাত ছ'বারের চ্যাম্পিয়ন মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি'র ক্লাবে যোগ দিলেন তিনি ৷ পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ঘরে তুললেন জারিন ।

আরও পড়ুন : চিলড্রেন্স কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা মেখলিগঞ্জের নবস্মিতার

মেরি কমের পর জারিনই প্রথম ভারতীয় যিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন । টুর্নামেন্টে এটা ভারতের দশম সোনা । 18 বছর আগে সালে এই প্রতিযোগিতায় আটটি পদক জিতেছিল ভারত। সেটাই দেশের সেরা সাফল্য। চারটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিল সেবার।

ইস্তাম্বুল, 19 মে : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত । 52 কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন । তাইল্যান্ডের জিতপং জুতামাসকে 5-0 ব্যবধানে হারিয়ে বিশ্বসেরার তাজ মাথায় পড়লেন তিনি (Nikhat Zareen clinches gold) ।

সেমিফাইনালে ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে 5-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন জারিন । এদিন প্রত্যেক রাউন্ডেই এগিয়ে ছিলেন তিনি ৷ সোনা জিতে নিখাত ছ'বারের চ্যাম্পিয়ন মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি'র ক্লাবে যোগ দিলেন তিনি ৷ পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ঘরে তুললেন জারিন ।

আরও পড়ুন : চিলড্রেন্স কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা মেখলিগঞ্জের নবস্মিতার

মেরি কমের পর জারিনই প্রথম ভারতীয় যিনি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন । টুর্নামেন্টে এটা ভারতের দশম সোনা । 18 বছর আগে সালে এই প্রতিযোগিতায় আটটি পদক জিতেছিল ভারত। সেটাই দেশের সেরা সাফল্য। চারটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জিতেছিল সেবার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.