ETV Bharat / sports

AFC Champions League: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ভারতে আসছেন নেইমার - Match against Mumbai City FC

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র’তে একই গ্রুপে পড়েছে আল হিলাল ও মুম্বই সিটি এফসি ৷ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে ৷ ফলে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে আসবেন নেইমার ৷

AFC Champions League
ভারতে আসছেন নেইমার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:18 PM IST

মুম্বই, 24 অগস্ট: সবকিছু ঠিক থাকলে আর কয়েকমাসের মধ্যেই ভারতে আসবেন নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র ৷ কোনও প্রদর্শনী ম্যাচ বা কোনও আমন্ত্রণে নয় ৷ ব্রাজিলিয়ান তারকা ভারতে আসবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ৷ শুধু নেইমারই নয়, ওই ম্যাচ খেলতে আসবেন একগুচ্ছ তারকা ৷

এই মুহূর্তে সৌদি আরবের ক্লাব আল-হিলালে খেলছেন নেইমার ৷ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র’তে একই গ্রুপে পড়েছে আল হিলাল ও মুম্বই সিটি এফসি ৷ ওই গ্রুপেই রয়েছে ইরানের এফসি নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের পিএফসি নফবাহর নামানগান ৷ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে ৷ ফলে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে আসবেন নেইমার ৷ মুম্বই সিটি এফসি এই নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার প্রিমিয়র ক্লাব প্রতিযোগিতায় খেলতে নামবে । গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই । 2022-23 মরশুমে আইএসএল লিগ পর্যায়ে বিজয়ী হয়ে ওঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জামশেদপুর এফসিকে হারিয়ে মূলপর্বে উঠেছে ।

আল হিলাল গ্রুপ ডি’র সবচেয়ে শক্তিশালী দল ৷ গতবারে ফাইনালিস্ট সৌদির এই দলটি ৷ চারবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা ৷ আল হিলাল কিছু দিন আগে সই করিয়েছে নেমারকে । যদিও শুধু নেইমারই নয়, একাধিক তারকার সমারোহ এই দলে ৷ কালিডো কৌলিবালি, রুবেন নেভেস, সার্জেজ মিলিনকোভিক-সাভিচ, ইয়াসিন বাউনো এবং আলেকসান্ডার মিত্রোভিচ-সহ একাধিক খেলোয়াড় রয়েছে দলে ৷ সৌদি আরবের জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছে দলে ৷ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্তিনার বিরুদ্ধে যে দু’জন গোল করেছিলেন, সেই আল-সেহরি এবং আল-দাওয়াসারি রয়েছেন আল হিলালে ।

আরও পড়ুন: পিছিয়ে পড়ে দুরন্ত জয়, এএফসি কাপের মূলপর্বে মোহনবাগান

তবে মুম্বই এই মরশুমে ঘরের মাঠে খেলবে না ৷ বিপিন, রাহুল ভেকে’রা খেলবেন পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে । ওই স্টেডিয়ামের দর্শকসংখ্যা 11 হাজারের কিছু বেশি । ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না ।

মুম্বই, 24 অগস্ট: সবকিছু ঠিক থাকলে আর কয়েকমাসের মধ্যেই ভারতে আসবেন নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র ৷ কোনও প্রদর্শনী ম্যাচ বা কোনও আমন্ত্রণে নয় ৷ ব্রাজিলিয়ান তারকা ভারতে আসবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ৷ শুধু নেইমারই নয়, ওই ম্যাচ খেলতে আসবেন একগুচ্ছ তারকা ৷

এই মুহূর্তে সৌদি আরবের ক্লাব আল-হিলালে খেলছেন নেইমার ৷ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র’তে একই গ্রুপে পড়েছে আল হিলাল ও মুম্বই সিটি এফসি ৷ ওই গ্রুপেই রয়েছে ইরানের এফসি নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের পিএফসি নফবাহর নামানগান ৷ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে ৷ ফলে অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতে আসবেন নেইমার ৷ মুম্বই সিটি এফসি এই নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার প্রিমিয়র ক্লাব প্রতিযোগিতায় খেলতে নামবে । গত আইএসএলের লিগ শিল্ড জেতার সুবাদে এ বার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বই । 2022-23 মরশুমে আইএসএল লিগ পর্যায়ে বিজয়ী হয়ে ওঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জামশেদপুর এফসিকে হারিয়ে মূলপর্বে উঠেছে ।

আল হিলাল গ্রুপ ডি’র সবচেয়ে শক্তিশালী দল ৷ গতবারে ফাইনালিস্ট সৌদির এই দলটি ৷ চারবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা ৷ আল হিলাল কিছু দিন আগে সই করিয়েছে নেমারকে । যদিও শুধু নেইমারই নয়, একাধিক তারকার সমারোহ এই দলে ৷ কালিডো কৌলিবালি, রুবেন নেভেস, সার্জেজ মিলিনকোভিক-সাভিচ, ইয়াসিন বাউনো এবং আলেকসান্ডার মিত্রোভিচ-সহ একাধিক খেলোয়াড় রয়েছে দলে ৷ সৌদি আরবের জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছে দলে ৷ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্তিনার বিরুদ্ধে যে দু’জন গোল করেছিলেন, সেই আল-সেহরি এবং আল-দাওয়াসারি রয়েছেন আল হিলালে ।

আরও পড়ুন: পিছিয়ে পড়ে দুরন্ত জয়, এএফসি কাপের মূলপর্বে মোহনবাগান

তবে মুম্বই এই মরশুমে ঘরের মাঠে খেলবে না ৷ বিপিন, রাহুল ভেকে’রা খেলবেন পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে । ওই স্টেডিয়ামের দর্শকসংখ্যা 11 হাজারের কিছু বেশি । ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.