ETV Bharat / sports

Neymar Junior: ফুটবল সম্রাটের রেকর্ড ভেঙে ব্রাজিলের শীর্ষ গোলদাতা এখন নেইমার - 2026 FIFA World Cup

Neymar Junior Becomes Brazil All-time Top Goal Scorer: ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন নেইমার জুনিয়র ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গোল করে পেলের রেকর্ডকে ছাপিয়ে গেলেন তিনি ৷

Neymar Junior
Neymar Junior
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 3:29 PM IST

সাও পাওলো, 9 সেপ্টেম্বর: ব্রাজিল সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার জুনিয়র ৷ ভারতীয় সময় শনিবার ভোরের ম্যাচে তিনবারের বিশ্বকাপ জয়ী প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলেকে ছাপিয়ে গেলেন তিনি ৷ 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের 61 মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারে 78 নম্বর গোলটি করে পেলেকে টপকে যান নেইমার ৷ সাও পাওলোতে আয়োজিত ম্যাচে ব্রাজিল 5-1 গোলে বলিভিয়াকে হারিয়েছে ৷

ম্যাচে ব্রাজিলের চতুর্থ গোলটি করেন নেইমার জুনিয়র ৷ পেনাল্টি বক্সের ভিতরে ক্রস থেকে কেরিয়ারের 78 তম আন্তর্জাতিক গোলটি করেন নেইমার ৷ পেলেকে টপকে যাওয়া গোলের সেলিব্রেশন প্রয়াত ফুটবল সম্রাটের ভঙ্গিতেই করেন তাঁর উত্তরসূরী ৷ গোলের পর লাফ দিয়ে হাওয়া মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দেন নেইমার ৷ পরে আরও একটি গোল করেন নেইমার ৷ একদা দেশের 'ওন্ডার কিড'-এর 79 নম্বর গোলের সঙ্গেই 5-1 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল ৷ তবে, এদিন হ্যাটট্রিক করতে পারতেন নেইমার ৷ পেনাল্টি মিস করে সেই সহজ সুযোগ মাঠেই ফেলে আসেন তিনি ৷

ব্রাজিলিয়ান সুপারস্টার ম্যাচের 17 মিনিটে পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ মিস করেন তিনি ৷ বলিভিয়ার গোলকিপার বিলি ভিসকারা নেইমারের শট বাঁচিয়ে দেন ৷ এদিন ব্রাজিলের হয়ে বাকি তিনটি গোলের দু’টি করেন লেফট উইঙ্গার রদ্রিগো ৷ তিনি ম্যাচের 24 মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন ৷ এর পর দ্বিতীয়ার্ধে 47 মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা ৷ 53 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন রদ্রিগো ৷

আরও পড়ুন: কেরিয়ারের দশম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি জোকার

এর পর শুরু হয় নেইমার শো ৷ সেন্টার ব্যাক পজিশনে খেলা নেইমার 61 মিনিটে রেকর্ড ব্রেকিং গোলটি করেন ৷ ম্যাচের 78 মিনিটে বলিভিয়া মানরক্ষা করার সুযোগ পায় ৷ বলিভিয়ার 18 নম্বর জার্সি ভিক্টোর আবরেগো একমাত্র গোলটি করেন ৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের 3 মিনিটে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন নেইমার ৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ফিরতি ম্যাচে আগামী 14 তারিখ বলিভিয়ার বিরুদ্ধে নামবে ব্রাজিল ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

সাও পাওলো, 9 সেপ্টেম্বর: ব্রাজিল সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার জুনিয়র ৷ ভারতীয় সময় শনিবার ভোরের ম্যাচে তিনবারের বিশ্বকাপ জয়ী প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলেকে ছাপিয়ে গেলেন তিনি ৷ 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের 61 মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারে 78 নম্বর গোলটি করে পেলেকে টপকে যান নেইমার ৷ সাও পাওলোতে আয়োজিত ম্যাচে ব্রাজিল 5-1 গোলে বলিভিয়াকে হারিয়েছে ৷

ম্যাচে ব্রাজিলের চতুর্থ গোলটি করেন নেইমার জুনিয়র ৷ পেনাল্টি বক্সের ভিতরে ক্রস থেকে কেরিয়ারের 78 তম আন্তর্জাতিক গোলটি করেন নেইমার ৷ পেলেকে টপকে যাওয়া গোলের সেলিব্রেশন প্রয়াত ফুটবল সম্রাটের ভঙ্গিতেই করেন তাঁর উত্তরসূরী ৷ গোলের পর লাফ দিয়ে হাওয়া মুষ্টিবদ্ধ হাত ছুড়ে দেন নেইমার ৷ পরে আরও একটি গোল করেন নেইমার ৷ একদা দেশের 'ওন্ডার কিড'-এর 79 নম্বর গোলের সঙ্গেই 5-1 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল ৷ তবে, এদিন হ্যাটট্রিক করতে পারতেন নেইমার ৷ পেনাল্টি মিস করে সেই সহজ সুযোগ মাঠেই ফেলে আসেন তিনি ৷

ব্রাজিলিয়ান সুপারস্টার ম্যাচের 17 মিনিটে পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ মিস করেন তিনি ৷ বলিভিয়ার গোলকিপার বিলি ভিসকারা নেইমারের শট বাঁচিয়ে দেন ৷ এদিন ব্রাজিলের হয়ে বাকি তিনটি গোলের দু’টি করেন লেফট উইঙ্গার রদ্রিগো ৷ তিনি ম্যাচের 24 মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন ৷ এর পর দ্বিতীয়ার্ধে 47 মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা ৷ 53 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন রদ্রিগো ৷

আরও পড়ুন: কেরিয়ারের দশম যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি জোকার

এর পর শুরু হয় নেইমার শো ৷ সেন্টার ব্যাক পজিশনে খেলা নেইমার 61 মিনিটে রেকর্ড ব্রেকিং গোলটি করেন ৷ ম্যাচের 78 মিনিটে বলিভিয়া মানরক্ষা করার সুযোগ পায় ৷ বলিভিয়ার 18 নম্বর জার্সি ভিক্টোর আবরেগো একমাত্র গোলটি করেন ৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের 3 মিনিটে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন নেইমার ৷ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ফিরতি ম্যাচে আগামী 14 তারিখ বলিভিয়ার বিরুদ্ধে নামবে ব্রাজিল ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.