ETV Bharat / sports

Neymar Injury: মুচকে গেল গোড়ালি, ফের গুরুতর চোটে মাঠ ছাড়লেন নেইমার

author img

By

Published : Feb 20, 2023, 8:25 AM IST

Updated : Feb 20, 2023, 10:09 AM IST

বেশ কিছুদিন নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না-ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে গতকালের ম্যাচে যেই না-গোল পেয়েছেন তেমনই শিকার হলেন ভয়ঙ্কর চোটের। গতকাল পিএসজির লিগ ওয়ানের একটি ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমারের ডান পায়ের গোড়ালিতে চোট লাগে । আঘাত এতটাই গুরুতর যে মাঠের মধ্যে কেঁদে ফেলেন তিনি ৷ পরে তাঁকে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে দেখা যায় (Neymar Injured During Match) ৷ তাই দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও দুশ্চিন্তা ভর করছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের কপালে।

Neymar Injury
পায়ের আঘাতে স্ট্রেচারে মাঠ ছাড়লেন নেইমার

প্যারিস, 20 ফেব্রুয়ারি: শেষের কয়েক মিনিটে জোড়া গোল ৷ হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে এল পিএসজি ৷ তবে রুদ্ধশ্বাস জয়েও কাঁটা হয়ে রইল তারকা ফুটবলার নেইমারের চোট ৷ রবিবার লিগা ওয়ানের একটি ম্য়াচের দ্বিতীয়ার্ধের শুরুতে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। আঘাতের অভিঘাতে গোড়ালিটি কার্যত বেঁকে যায়। স্বভাবতই স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে ৷ কাতার বিশ্বকাপেওে একই জায়গায় চোট পেয়েছিলেন নেইমার। চোট কাটিয়ে পিএসজি দলে ফেরার কয়েক মাসের মধ্যেই গতকাল আবারও চোট পেলেন তিনি (Neymar Injured in French League) ৷

সব প্রতিযোগিতা মিলে টানা তিনটি হার। চতুর্থ হারটাও এক সময় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা মাত্র। 86 মিনিট পর্যন্ত 3-2 ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষ লিল। কিন্তু পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটিতে তখনও গল্প লেখা বাকি কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির। 87 মিনিটে সমতা এনে দেন এমবাপে, 95 মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে জয় নিশ্চিত করেন মেসি। লিলকে 4-3 ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের রাস্তায় ফিরল পিএসজি। তবে শুরুতে দুর্দান্ত গোলের উপহার দিয়ে দলকে দুই গোলের লিড এনে দিয়েছিলেন নেইমার। এমবাপেকে দিয়ে একটি করিয়েছিলেন, অপরটি করেছিলেন নিজে। পরে এমবাপে আরও একটি গোল করেন। গোলের তালিকায় নাম তোলেন মেসিও ।

এদিন ম্যাচের 48তম মিনিটে প্রতিপক্ষ সীমানায় বল বাড়ানোর সময় পিছন থেকে এসে বিপজ্জনকভাবে নেইমারের পায়ে আঘাত করেন বেঞ্জামিন আন্দ্রে। অনেকটা পা দিয়ে মারিয়ে দেন তিনি। শুরুতে রেফারি ফাউলের আবেদনে সাড়া না-দিলেও পরে দেখা যায় নেইমার মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছেন। বাধ্য হয়েই খেলা বন্ধ করতে হয় রেফারিকে। এরপর পিএসজির মেডিক্যালের তত্বাবধানে নেইমারের প্রাথমিক চিকিৎসা হয়। তবে চোট গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান নেইমার।

আরও পড়ুন: মহমেডান মাঠে খণ্ডযুদ্ধ ইস্ট-মোহন সমর্থকদের, হকি লিগে রক্তাক্ত বড় ম্যাচ

নেইমারের আঘাত যে কতটা গুরুতর তা নিয়ে ম্যাচ শেষে স্পষ্ট ধারনা দিতে পারেননি কোচ গালতিয়েও। ধারণা করা হচ্ছে, লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্লাব সতীর্থ এমবাপে ৷ তিনি জানান, আশা করছি, নেইমারের চোট ততটা গুরুতর নয়, সে দ্রুতই ফিরে আসবে। আমাদের তাঁকে প্রয়োজন। গতকালের আগের ম্যাচে 30তম মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মেন্দেস।

নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করার সময় পিছন থেকে তাঁর পায়ে আঘাত করেন জোনাথান বাম্বা। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি পর্তুগিজ ডিফেন্ডার মেন্দেস। সেই সংঘর্ষে আঘাত পান বাম্বাও। এছাড়া, আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন আশরাফ হাকিমি, মার্কুইনহোস, নর্দি মুকিয়েলে ও রেনাতো সানচেজ। উল্লেখ্য, লিগ টেবিলে 24টি ম্যাচে 18 বার জয় ও 3 বার ড্রয়ে 57 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে 49 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেই।

প্যারিস, 20 ফেব্রুয়ারি: শেষের কয়েক মিনিটে জোড়া গোল ৷ হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে এল পিএসজি ৷ তবে রুদ্ধশ্বাস জয়েও কাঁটা হয়ে রইল তারকা ফুটবলার নেইমারের চোট ৷ রবিবার লিগা ওয়ানের একটি ম্য়াচের দ্বিতীয়ার্ধের শুরুতে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। আঘাতের অভিঘাতে গোড়ালিটি কার্যত বেঁকে যায়। স্বভাবতই স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে ৷ কাতার বিশ্বকাপেওে একই জায়গায় চোট পেয়েছিলেন নেইমার। চোট কাটিয়ে পিএসজি দলে ফেরার কয়েক মাসের মধ্যেই গতকাল আবারও চোট পেলেন তিনি (Neymar Injured in French League) ৷

সব প্রতিযোগিতা মিলে টানা তিনটি হার। চতুর্থ হারটাও এক সময় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা মাত্র। 86 মিনিট পর্যন্ত 3-2 ব্যবধানে এগিয়ে প্রতিপক্ষ লিল। কিন্তু পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটিতে তখনও গল্প লেখা বাকি কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির। 87 মিনিটে সমতা এনে দেন এমবাপে, 95 মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে জয় নিশ্চিত করেন মেসি। লিলকে 4-3 ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের রাস্তায় ফিরল পিএসজি। তবে শুরুতে দুর্দান্ত গোলের উপহার দিয়ে দলকে দুই গোলের লিড এনে দিয়েছিলেন নেইমার। এমবাপেকে দিয়ে একটি করিয়েছিলেন, অপরটি করেছিলেন নিজে। পরে এমবাপে আরও একটি গোল করেন। গোলের তালিকায় নাম তোলেন মেসিও ।

এদিন ম্যাচের 48তম মিনিটে প্রতিপক্ষ সীমানায় বল বাড়ানোর সময় পিছন থেকে এসে বিপজ্জনকভাবে নেইমারের পায়ে আঘাত করেন বেঞ্জামিন আন্দ্রে। অনেকটা পা দিয়ে মারিয়ে দেন তিনি। শুরুতে রেফারি ফাউলের আবেদনে সাড়া না-দিলেও পরে দেখা যায় নেইমার মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছেন। বাধ্য হয়েই খেলা বন্ধ করতে হয় রেফারিকে। এরপর পিএসজির মেডিক্যালের তত্বাবধানে নেইমারের প্রাথমিক চিকিৎসা হয়। তবে চোট গুরুতর হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান নেইমার।

আরও পড়ুন: মহমেডান মাঠে খণ্ডযুদ্ধ ইস্ট-মোহন সমর্থকদের, হকি লিগে রক্তাক্ত বড় ম্যাচ

নেইমারের আঘাত যে কতটা গুরুতর তা নিয়ে ম্যাচ শেষে স্পষ্ট ধারনা দিতে পারেননি কোচ গালতিয়েও। ধারণা করা হচ্ছে, লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্লাব সতীর্থ এমবাপে ৷ তিনি জানান, আশা করছি, নেইমারের চোট ততটা গুরুতর নয়, সে দ্রুতই ফিরে আসবে। আমাদের তাঁকে প্রয়োজন। গতকালের আগের ম্যাচে 30তম মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মেন্দেস।

নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করার সময় পিছন থেকে তাঁর পায়ে আঘাত করেন জোনাথান বাম্বা। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি পর্তুগিজ ডিফেন্ডার মেন্দেস। সেই সংঘর্ষে আঘাত পান বাম্বাও। এছাড়া, আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন আশরাফ হাকিমি, মার্কুইনহোস, নর্দি মুকিয়েলে ও রেনাতো সানচেজ। উল্লেখ্য, লিগ টেবিলে 24টি ম্যাচে 18 বার জয় ও 3 বার ড্রয়ে 57 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে 49 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেই।

Last Updated : Feb 20, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.