ETV Bharat / sports

Neymar Jr: সোশাল মিডিয়া পোস্টে অবসর জল্পনা ওড়ালেন নেইমার

ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার রাতেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিতে। অধিনায়ক থিয়াগো সিলভা দেশের হয়ে আর না-খেলার কথা জানিয়ে দিয়েছেন। কাতারে আসার আগে অবসর জল্পনা নিজেই উসকে দিয়েছিলেন নেইমার। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় ব্রাজিল (Brazil) সমর্থকরা ভেঙে পড়েছেন। কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমারও । ক্রোয়েশিয়া ম্যাচের (FIFA World Cup 2022) পরে নেইমার ভক্তরা শঙ্কিত হয়ে পড়েছেন তাঁর অবসর নিয়ে। অবশেষে এই অবসর জল্পনা ওড়ালেন নেইমার।

Neymar
সোশাল মিডিয়া পোস্টে অবসর জল্পনা ওড়ালেন নেইমার
author img

By

Published : Dec 11, 2022, 4:03 PM IST

দোহা, 11 ডিসেম্বর: কাতারই হতে পারে তাঁর শেষ ফুটবল অ্যাসাইনমেন্ট, বিশ্বকাপ শুরুর আগে নিজেই আভাস দিয়ে রেখেছিলেন নেইমার দি স্যান্তোস জুনিয়র ৷ ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর স্বাভাবিকভাবেই নেইমারের অবসর ভ্রুকুটি গ্রাস করেছে অনুরাগীদের ৷ শনিবার সার্বিক অনুরোধে তাই অবসর জল্পনা পরিষ্কার করলেন পিএসজি তারকা স্বয়ং। জানিয়ে দিলেন চারবছর পরের বিশ্বকাপে তিনি নামবেন। চেষ্টা করবেন ব্রাজিলকে বিশ্বকাপের স্বাদ এনে দেওয়ার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এদিন একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন নেইমার। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শনিবার সোশাল মিডিয়া পোস্টে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার পোস্টে লিখেছেন, "আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এই পরাজয় আমাকে দারুণভাবে আঘাত করেছে। মিনিট দশেক কোনও কথাই বলতে পারিনি। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। কারণ সকলেই নিজের সেরাটা দিয়েছে।" যদিও একদা ব্রাজিল ফুটবলে ওন্ডার কিড মনে করেন এবার বিশ্বকাপ জেতা উচিত ছিল তাঁদের। তিনি আরও লেখেন, "এই দলটা বিশ্বকাপ জিততে পারত। কিন্তু ঈশ্বর সহায় ছিলেন না ৷"

এই টুইটে সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন নেইমার। লিখেছেন, "যারা সবসময় আমার পাশে থেকেছেন, সমস্ত সম্মান এবং গৌরব তাঁদের জন্য।" নেইমারকে সমবেদনা জানিয়ে শক্ত থাকতে বলেছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজও। তিনি লিখেছেন, "ভাই এটা ফুটবল। এখানে প্রচন্ড লড়াই করতে হয়। আশা করব তুমি লড়াই করে ফিরে আসবে। শক্ত হও।" হাসপাতালে থেকেও নেইমারকে হাল না-ছাড়ার উপদেশ দিয়েছেন ফুটবল সম্রাট পেলেও। নেইমারের পোস্টে তিনি লিখেছেন, "তুমি অনুপ্রেরণা। এভাবেই অনুপ্রাণিত করে যাও।"

আরও পড়ুন: 'পরাজিত' নায়কের কাঁধে ভরসার হাত, চর্চার শিরোনামে পেরিসিচ-পুত্রের নেইমার-প্রীতি

শুক্রবার ব্রাজিলের হারের পর মাঠেই নেইমারের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য এখনও ভাইরাল সোশাল মিডিয়ায়। অতিরিক্ত সময়ের পর ফল 1-1 থাকায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ টাইব্রেকারে। সেখানে 4-2 ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। 20 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হল। চার বছর পর কানাডা ও আমেরিকায় হবে বিশ্বকাপ। সেই সময় নেইমার 35 বছরে পড়বেন। স্বমহিমায় এই অবস্থায় পরের বিশ্বকাপেও কি দেখা যাবে নেইমারকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ব্রাজিল সমর্থকদের মনে।

দোহা, 11 ডিসেম্বর: কাতারই হতে পারে তাঁর শেষ ফুটবল অ্যাসাইনমেন্ট, বিশ্বকাপ শুরুর আগে নিজেই আভাস দিয়ে রেখেছিলেন নেইমার দি স্যান্তোস জুনিয়র ৷ ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর স্বাভাবিকভাবেই নেইমারের অবসর ভ্রুকুটি গ্রাস করেছে অনুরাগীদের ৷ শনিবার সার্বিক অনুরোধে তাই অবসর জল্পনা পরিষ্কার করলেন পিএসজি তারকা স্বয়ং। জানিয়ে দিলেন চারবছর পরের বিশ্বকাপে তিনি নামবেন। চেষ্টা করবেন ব্রাজিলকে বিশ্বকাপের স্বাদ এনে দেওয়ার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এদিন একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন নেইমার। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শনিবার সোশাল মিডিয়া পোস্টে সে কথা জানিয়েছেন তিনি। নেইমার পোস্টে লিখেছেন, "আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এই পরাজয় আমাকে দারুণভাবে আঘাত করেছে। মিনিট দশেক কোনও কথাই বলতে পারিনি। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। কারণ সকলেই নিজের সেরাটা দিয়েছে।" যদিও একদা ব্রাজিল ফুটবলে ওন্ডার কিড মনে করেন এবার বিশ্বকাপ জেতা উচিত ছিল তাঁদের। তিনি আরও লেখেন, "এই দলটা বিশ্বকাপ জিততে পারত। কিন্তু ঈশ্বর সহায় ছিলেন না ৷"

এই টুইটে সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন নেইমার। লিখেছেন, "যারা সবসময় আমার পাশে থেকেছেন, সমস্ত সম্মান এবং গৌরব তাঁদের জন্য।" নেইমারকে সমবেদনা জানিয়ে শক্ত থাকতে বলেছেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজও। তিনি লিখেছেন, "ভাই এটা ফুটবল। এখানে প্রচন্ড লড়াই করতে হয়। আশা করব তুমি লড়াই করে ফিরে আসবে। শক্ত হও।" হাসপাতালে থেকেও নেইমারকে হাল না-ছাড়ার উপদেশ দিয়েছেন ফুটবল সম্রাট পেলেও। নেইমারের পোস্টে তিনি লিখেছেন, "তুমি অনুপ্রেরণা। এভাবেই অনুপ্রাণিত করে যাও।"

আরও পড়ুন: 'পরাজিত' নায়কের কাঁধে ভরসার হাত, চর্চার শিরোনামে পেরিসিচ-পুত্রের নেইমার-প্রীতি

শুক্রবার ব্রাজিলের হারের পর মাঠেই নেইমারের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য এখনও ভাইরাল সোশাল মিডিয়ায়। অতিরিক্ত সময়ের পর ফল 1-1 থাকায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ টাইব্রেকারে। সেখানে 4-2 ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। 20 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হল। চার বছর পর কানাডা ও আমেরিকায় হবে বিশ্বকাপ। সেই সময় নেইমার 35 বছরে পড়বেন। স্বমহিমায় এই অবস্থায় পরের বিশ্বকাপেও কি দেখা যাবে নেইমারকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ব্রাজিল সমর্থকদের মনে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.