ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিদায় ইকুয়েডর, শেষ ষোলোয় নেদারল্যান্ডস-সেনেগাল

এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিল ইকুয়েডর ৷ তাদেরকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করল সেনেগাল(FIFA World Cup 2022)৷ তবে আয়োজক কাতারকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল নেদারল্যান্ডস ৷

ETV Bharat
ফিফা বিশ্বকাপ 2022
author img

By

Published : Nov 29, 2022, 11:00 PM IST

আল খোর (কাতার), 29 নভেম্বর: গাপকো । তারকার ছটা ওর নামের পাশে নেই । তবুও চলতি কাতার বিশ্বকাপ ফুটবলে নিয়মিত গোলকারীদের তালিকায় ওর নাম রয়েছে । আয়োজক কাতারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয় পরের পর্বের দরজা খুলে দিল ।

26 মিনিটে প্রথম গোল ডাচদের । ক্লাসেনের বাড়ানো বল ধরে দলের প্রথম গোলটি করে যান গাপকো । এই নিয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করে গেলেন ডাচ স্ট্রাইকার । প্রতিপক্ষ কাতার চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে । তাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার । লুইস ফান গলের ছেলেদের কাছ ম্যাচটি ছিল পরের পর্বে যাওয়ার পাসওয়ার্ড । যেখানে তিন পয়েন্টই শুধু নয় গোল পার্থক্য ভূমিকা নিয়েছে ।

দুটো কাজই সঠিকভাবে করে পরের পর্বের টিকিট নিশ্চিত করল মেমফিজ ডিপে, ডে জংরা । প্রথম গোলের আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা । কিন্তু কাতার রক্ষণ ভাঙতে পারেনি । যদিও প্রথম থেকেই ম্যাচের রাশ নেদারল্যান্ডস তাদের পায়েই রেখেছিল । দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল ডাচদের । এবার ডি জংয়ের গোলে ফের এগিয়ে যায় তারা । নেদারল্যান্ডসের হয়ে স্টিভেন বারগুইস গোল করলেও তা বাতিল করেন রেফারি । 2-0 গোলে কাতারকে হারিয়ে গ্রুপ-এ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় ডাচরা ।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডরকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল সেনেগাল (Netherlands and Senegal in Last Sixteen)। ইসমাইলা সার পেনাল্টি থেকে সেনেগালকে এগিয়ে দেন । 67 মিনিটে ক্যাসেডো সমতা ফেরালেও দুই মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে ইকুয়েডর । সেনেগালের দ্বিতীয় গোল কালিদাওয়ের ।

আরও পড়ুন : জোড়া গোল করে নায়ক ব্রুনো ফার্নান্দেজ, শেষ ষোলোয় পর্তুগাল

আল খোর (কাতার), 29 নভেম্বর: গাপকো । তারকার ছটা ওর নামের পাশে নেই । তবুও চলতি কাতার বিশ্বকাপ ফুটবলে নিয়মিত গোলকারীদের তালিকায় ওর নাম রয়েছে । আয়োজক কাতারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয় পরের পর্বের দরজা খুলে দিল ।

26 মিনিটে প্রথম গোল ডাচদের । ক্লাসেনের বাড়ানো বল ধরে দলের প্রথম গোলটি করে যান গাপকো । এই নিয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করে গেলেন ডাচ স্ট্রাইকার । প্রতিপক্ষ কাতার চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে । তাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার । লুইস ফান গলের ছেলেদের কাছ ম্যাচটি ছিল পরের পর্বে যাওয়ার পাসওয়ার্ড । যেখানে তিন পয়েন্টই শুধু নয় গোল পার্থক্য ভূমিকা নিয়েছে ।

দুটো কাজই সঠিকভাবে করে পরের পর্বের টিকিট নিশ্চিত করল মেমফিজ ডিপে, ডে জংরা । প্রথম গোলের আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা । কিন্তু কাতার রক্ষণ ভাঙতে পারেনি । যদিও প্রথম থেকেই ম্যাচের রাশ নেদারল্যান্ডস তাদের পায়েই রেখেছিল । দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল ডাচদের । এবার ডি জংয়ের গোলে ফের এগিয়ে যায় তারা । নেদারল্যান্ডসের হয়ে স্টিভেন বারগুইস গোল করলেও তা বাতিল করেন রেফারি । 2-0 গোলে কাতারকে হারিয়ে গ্রুপ-এ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় ডাচরা ।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডরকে 2-1 গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল সেনেগাল (Netherlands and Senegal in Last Sixteen)। ইসমাইলা সার পেনাল্টি থেকে সেনেগালকে এগিয়ে দেন । 67 মিনিটে ক্যাসেডো সমতা ফেরালেও দুই মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে ইকুয়েডর । সেনেগালের দ্বিতীয় গোল কালিদাওয়ের ।

আরও পড়ুন : জোড়া গোল করে নায়ক ব্রুনো ফার্নান্দেজ, শেষ ষোলোয় পর্তুগাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.