ETV Bharat / sports

Commonwealth Games 2022 : নীরজের কাঁধেই নেতৃত্বের ভার সঁপে কমনওয়েলথের দল ঘোষণা ভারতের

author img

By

Published : Jun 17, 2022, 7:30 AM IST

বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথের জন্য ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 37-সদস্যের যে দল ঘোষণা করেছে, সেখানে 'নেতা' হিসেবে নির্বাচিত করা হয়েছে পানিপথের সোনার ছেলেকে (Neeraj Chopra to lead Indian athletics contingent in CWG 2022) । বার্মিংহ্যামগামী 37-সদস্যের ভারতীয় দলে 18 জন মহিলা অ্যাথলেটিক্স জায়গা পেয়েছেন ফেডারেশনের বিচারে ।

Commonwealth Games 2022
কমনওয়েলথের দল ঘোষণা ভারতের

নয়াদিল্লি, 17 জুন : দিনকয়েক আগেই ফিনল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিজেরই তৈরি জাতীয় রেকর্ড ভেঙেছেন তিনি । টোকিয়োর রেকর্ড ভেঙে স্বর্নপদক গলায় ঝোলাতে না-পারলেও আসন্ন 2022 কমনওয়েলথ গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন 'সোনার ছেলে' নীরজ চোপড়াই । বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথের জন্য ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 37-সদস্যের যে দল ঘোষণা করেছে, সেখানে দেশের পতাকাবাহক হিসেবে নির্বাচিত করা হয়েছে পানিপথের সোনার ছেলেকে (Neeraj Chopra to lead Indian athletics contingent in CWG 2022) ।

বার্মিংহ্যামগামী 37-সদস্যের ভারতীয় দলে 18 জন মহিলা অ্যাথলেটিক্স জায়গা পেয়েছেন ফেডারেশনের বিচারে । পুরুষ বিভাগে বর্শা ছোড়ায় নীরজ ছাড়া ভারতের বাকি দুই প্রতিনিধি রোহিত যাদব এবং ডিপি মানু । কমনওয়েলথ গেমসের ভারতীয় দলে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হাই-জাম্পার তেজস্বিন শঙ্করের ছিটকে যাওয়া ।

2022 এনসিএএ আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনাজয়ী, যুক্তরাজ্যে গত সপ্তাহে মরশুমের সেরা পারফরম্যান্স করেও ছিটকে যেতে হল দিল্লির হাই-জাম্পারকে । জাতীয় ইন্টার-স্টেটে অব্যাহতি না-চেয়েই অংশগ্রহণের খেসারত এক্ষেত্রে দিতে হল তেজস্বিনকে । 4X100 মিটার রিলের মধ্যে দিয়ে মাল্টি-স্পোর্টিং ইভেন্টে প্রত্যাবর্তন হচ্ছে দ্যুতি চাঁদ এবং হিমা দাসের ।

প্রাথমিকভাবে 36-সদস্যের দল পাঠানোর কথা থাকলেও জাতীয় অ্যাথলেটিক্স বডি অলিম্পিকস অ্যাসোসিয়েশনের থেকে একটি বাড়তি টিকিটের অনুরোধ করে । আগামী 28 জুলাই-8 অগাস্ট অনুষ্ঠিত হবে 2022 কমনওয়েলথ গেমস ।

একনজরে ভারতীয় স্কোয়াড :

পুরুষ : অবিনাশ সাবলে (3000 মিটার স্টিপলচেস), নীতেন্দর রাওয়াত (ম্যারাথন), এম শ্রীশঙ্কর, মহম্মদ আনীস ইয়াহিয়া (লং-জাম্প), আবদুল্লা আবুবাকর, প্রবীণ চিত্রবেল, এলধোসে পল (ট্রিপল-জাম্প), তাজিন্দর পাল সিং তুর (শট-পাট), নীরজ চোপড়া, ডিপি মানু, রোহিত যাদব (জ্যাভলিন-থ্রো), সন্দীপ কুমার, অমিত খাতরি (রেস-ওয়াকিং), আমোজ জ্যাকব, নোয়াহ নির্মল তম, আরোকিয়া রাজীব, মহম্মদ আজমল, নাগানাথন পাণ্ডি এবং রাজেশ রমেশ (৪X৪০০ রিলে) ।

মহিলা : এস ধনলক্ষ্মী (100 মিটার এবং 4X100 রিলে), জ্যোতি যারাজি (100 মিটার হার্ডলস), ঐশ্বর্য বি (লং-জাম্প এবং ট্রিপল জাম্প), অ্যান্সি সোজান (লং-জাম্প), মনপ্রীত কর (শট-পাট), নভজিৎ কর ধীলন, সীমা পুনিয়া (ডিসকাস থ্রো), অণু রানি, শিল্পা রানি (জ্যাভলিন-থ্রো), মঞ্জু বালা সিং, সরিতা রোমিত সিং (হ্যামার-থ্রো), ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী (রেস-ওয়াকিং), হিমা দাস, দ্যুতি চাঁদ, শ্রাবণী নন্দা, এমভি জিলনা এবং এন এস সিমি (4X400 রিলে) ।

নয়াদিল্লি, 17 জুন : দিনকয়েক আগেই ফিনল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিজেরই তৈরি জাতীয় রেকর্ড ভেঙেছেন তিনি । টোকিয়োর রেকর্ড ভেঙে স্বর্নপদক গলায় ঝোলাতে না-পারলেও আসন্ন 2022 কমনওয়েলথ গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন 'সোনার ছেলে' নীরজ চোপড়াই । বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথের জন্য ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 37-সদস্যের যে দল ঘোষণা করেছে, সেখানে দেশের পতাকাবাহক হিসেবে নির্বাচিত করা হয়েছে পানিপথের সোনার ছেলেকে (Neeraj Chopra to lead Indian athletics contingent in CWG 2022) ।

বার্মিংহ্যামগামী 37-সদস্যের ভারতীয় দলে 18 জন মহিলা অ্যাথলেটিক্স জায়গা পেয়েছেন ফেডারেশনের বিচারে । পুরুষ বিভাগে বর্শা ছোড়ায় নীরজ ছাড়া ভারতের বাকি দুই প্রতিনিধি রোহিত যাদব এবং ডিপি মানু । কমনওয়েলথ গেমসের ভারতীয় দলে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হাই-জাম্পার তেজস্বিন শঙ্করের ছিটকে যাওয়া ।

2022 এনসিএএ আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনাজয়ী, যুক্তরাজ্যে গত সপ্তাহে মরশুমের সেরা পারফরম্যান্স করেও ছিটকে যেতে হল দিল্লির হাই-জাম্পারকে । জাতীয় ইন্টার-স্টেটে অব্যাহতি না-চেয়েই অংশগ্রহণের খেসারত এক্ষেত্রে দিতে হল তেজস্বিনকে । 4X100 মিটার রিলের মধ্যে দিয়ে মাল্টি-স্পোর্টিং ইভেন্টে প্রত্যাবর্তন হচ্ছে দ্যুতি চাঁদ এবং হিমা দাসের ।

প্রাথমিকভাবে 36-সদস্যের দল পাঠানোর কথা থাকলেও জাতীয় অ্যাথলেটিক্স বডি অলিম্পিকস অ্যাসোসিয়েশনের থেকে একটি বাড়তি টিকিটের অনুরোধ করে । আগামী 28 জুলাই-8 অগাস্ট অনুষ্ঠিত হবে 2022 কমনওয়েলথ গেমস ।

একনজরে ভারতীয় স্কোয়াড :

পুরুষ : অবিনাশ সাবলে (3000 মিটার স্টিপলচেস), নীতেন্দর রাওয়াত (ম্যারাথন), এম শ্রীশঙ্কর, মহম্মদ আনীস ইয়াহিয়া (লং-জাম্প), আবদুল্লা আবুবাকর, প্রবীণ চিত্রবেল, এলধোসে পল (ট্রিপল-জাম্প), তাজিন্দর পাল সিং তুর (শট-পাট), নীরজ চোপড়া, ডিপি মানু, রোহিত যাদব (জ্যাভলিন-থ্রো), সন্দীপ কুমার, অমিত খাতরি (রেস-ওয়াকিং), আমোজ জ্যাকব, নোয়াহ নির্মল তম, আরোকিয়া রাজীব, মহম্মদ আজমল, নাগানাথন পাণ্ডি এবং রাজেশ রমেশ (৪X৪০০ রিলে) ।

মহিলা : এস ধনলক্ষ্মী (100 মিটার এবং 4X100 রিলে), জ্যোতি যারাজি (100 মিটার হার্ডলস), ঐশ্বর্য বি (লং-জাম্প এবং ট্রিপল জাম্প), অ্যান্সি সোজান (লং-জাম্প), মনপ্রীত কর (শট-পাট), নভজিৎ কর ধীলন, সীমা পুনিয়া (ডিসকাস থ্রো), অণু রানি, শিল্পা রানি (জ্যাভলিন-থ্রো), মঞ্জু বালা সিং, সরিতা রোমিত সিং (হ্যামার-থ্রো), ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী (রেস-ওয়াকিং), হিমা দাস, দ্যুতি চাঁদ, শ্রাবণী নন্দা, এমভি জিলনা এবং এন এস সিমি (4X400 রিলে) ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.