ETV Bharat / sports

Neeraj Chopra : নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নীরজ চোপড়া, গড়লেন নয়া জাতীয় রেকর্ড - Neeraj Chopra new National Record

ফের নীরজ চোপড়া (Neeraj Chopra)-র নয়া রেকর্ড ৷ বৃহস্পতিবার সুইডেনে স্টকহোমে ডায়মন্ড লিগে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি (Neeraj Chopra new National Record) ৷

Neeraj Chopra
নীরজ চোপড়ার নয়া রেকর্ড
author img

By

Published : Jul 1, 2022, 6:57 AM IST

Updated : Jul 1, 2022, 8:00 AM IST

কলকাতা, 1 জুলাই: ফের রেকর্ড গড়লেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ বৃহস্পতিবার সুইডেনে স্টকহোমে ডায়মন্ড লিগে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন নীরজ (Neeraj Chopra new National Record at Stockholm Diamond League) ৷ এদিন তিনি 89.94 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ৷ এরফলে নয়া জাতীয় রেকর্ড গড়লেন নীরজ ৷ এর আগে 89.30 মিটার দূরে বর্শা ছুড়েছিলেন তিনি ৷

এদিন প্রথম চেষ্টাতেই এই রেকর্ড গড়েন অলিম্পিকে সোনার পদক জয়ী 24 বছর বয়সি নীরজ চোপড়া ৷ তবে নয়া রেকর্ড গড়লেও ডায়মন্ড লিগে সোনা জিততে পারেননি নীরজ চোপড়া ৷ রুপো পেয়েছেন তিনি ৷ 90.31 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতায় সোনা পেয়েছেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটারস ৷

  • Olympic gold medallist Neeraj Chopra set a new national record with a throw of 89.94m as he finished 2nd at Stockholm Diamond League

    Neeraj's meet record was broken by Peters Anderson with a throw of 90.31m, as per Sports Authority of India

    (Source: Chopra's Twitter handle) pic.twitter.com/fLRPrtjdHE

    — ANI (@ANI) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিদেশ সফরে অশোভন আচরণ, বরখাস্ত ভারতীয় অনূর্ধ্ব-17 মহিলা দলের সহকারী কোচ

এই নিয়ে মোট 7 বার ডায়মন্ড লিগে অংশ নিলেন নীরজ চোপড়া ৷ 2018 সালে তিনি এই প্রতিয়োগিতায় চতুর্থ হন ৷ সেবার তিনি বর্শা ছুড়েছিলেন 87.43 মিটার দূরত্বে ৷ তবে এবারই প্রথম এই প্রতিযোগিতায় পদক পেলেন নীরজ চোপড়া ৷

কলকাতা, 1 জুলাই: ফের রেকর্ড গড়লেন ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া ৷ বৃহস্পতিবার সুইডেনে স্টকহোমে ডায়মন্ড লিগে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন নীরজ (Neeraj Chopra new National Record at Stockholm Diamond League) ৷ এদিন তিনি 89.94 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ৷ এরফলে নয়া জাতীয় রেকর্ড গড়লেন নীরজ ৷ এর আগে 89.30 মিটার দূরে বর্শা ছুড়েছিলেন তিনি ৷

এদিন প্রথম চেষ্টাতেই এই রেকর্ড গড়েন অলিম্পিকে সোনার পদক জয়ী 24 বছর বয়সি নীরজ চোপড়া ৷ তবে নয়া রেকর্ড গড়লেও ডায়মন্ড লিগে সোনা জিততে পারেননি নীরজ চোপড়া ৷ রুপো পেয়েছেন তিনি ৷ 90.31 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতায় সোনা পেয়েছেন গ্রেনেডার অ্যান্ডারসন পিটারস ৷

  • Olympic gold medallist Neeraj Chopra set a new national record with a throw of 89.94m as he finished 2nd at Stockholm Diamond League

    Neeraj's meet record was broken by Peters Anderson with a throw of 90.31m, as per Sports Authority of India

    (Source: Chopra's Twitter handle) pic.twitter.com/fLRPrtjdHE

    — ANI (@ANI) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিদেশ সফরে অশোভন আচরণ, বরখাস্ত ভারতীয় অনূর্ধ্ব-17 মহিলা দলের সহকারী কোচ

এই নিয়ে মোট 7 বার ডায়মন্ড লিগে অংশ নিলেন নীরজ চোপড়া ৷ 2018 সালে তিনি এই প্রতিয়োগিতায় চতুর্থ হন ৷ সেবার তিনি বর্শা ছুড়েছিলেন 87.43 মিটার দূরত্বে ৷ তবে এবারই প্রথম এই প্রতিযোগিতায় পদক পেলেন নীরজ চোপড়া ৷

Last Updated : Jul 1, 2022, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.