ETV Bharat / sports

Asian Games 2023: জ্যাভলিনে খেতাব ধরে রাখলেন 'সোনার ছেলে', রুপোও এল ভারতের ঘরে; হ্যাংঝাউ মাতাল নীরজ-কিশোর জুটি - এশিয়ান গেমস

নীরজ এবং কিশোরকুমার জেনার জ্যাভলিন ইভেন্ট মাত করল হ্যাংঝাউয়ে ৷ জ্যাভলিনে সোনা ও রুপো পেল ভারত ৷ সেইসঙ্গে অলিম্পিক্সের টিকিট হাতে পেলেন ওড়িশার আঠাশ বছরের কিশোর ৷ 2024-এ নীরজের সঙ্গে সেও যাচ্ছেন প্যারিসে ৷

হ্যাংঝাউ মাতাল নীরজ ও কিশোর জুটি
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 6:07 PM IST

Updated : Oct 4, 2023, 6:52 PM IST

হ্যাংঝাউ, 4 অক্টোবর: নীরজ এবং কিশোরকুমার জেনার জ্যাভলিন ইভেন্ট মাত করল হ্যাংঝাউয়ে ৷ সোনার ছেলে ধরে রাখলেন তাঁর খেতাব ৷ পাশাপাশি ভারতেই এল রুপো ৷ কিশোরকুমার জেনা রুপো এনে দিলেন ভারতকে ৷ এশিয়ান গেমসে জ্যাভলিনে তাঁরা ইতিহাস গড়লেন ৷ এই ইভেন্টে এর আগে কখনও একসঙ্গে সোনা ও রুপো জেতেনি দেশ ৷

বুধবার চতুর্থ প্রচেষ্টায় 88.88 মিটার বর্শা ছুড়ে দেশের হয়ে আরও একটি সোনার পদক ঝুলিতে ভরে নেন পানিপথের নীরজ ৷ পাশাপাশি ওড়িশার কিশোর জেনাও চতুর্থ প্রচেষ্টায় 87.54 মিটার থ্রো করেন। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই চলে আসে ভারতের ঘরে। গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি 80 মিটার পেরলেও দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন তিনি।

2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। পাঁচ বছর পর হ্যাংঝাউয়ে সেই খেতাব ধরে রাখলেন নীরজ চোপড়া। কিশোর জেনার সঙ্গে দুর্দান্ত লড়াই হলেও, শেষপর্যন্ত সতীর্থকে টেক্কা দিলেন নীরজ। গত কয়েক বছর ধরে ভারতের সেরা অ্যাথলিট হিসেবে গণ্য করা হচ্ছে নীরজ চোপড়াকে। টোকিও অলিম্পিক্সে সোনা জয় নীরজের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছে। আজও গোটা ভারতের চোখ ছিল সোনার ছেলের দিকে ৷ তবে এদিন তাঁকে সঙ্গ দেন কিশোর ৷ দু'জনেই দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে ৷

স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের নাম। চার নম্বরে ছিলেন কিশোর। নীরজের প্রথম প্রয়াস ঘিরে বেশ ঝামেলা হয়। প্রযুক্তিগত কারণে সেই প্রয়াসের পরিমাপই করা যায়নি। প্রথম রাউন্ডের শেষে দু'জনেই প্রথম দুই স্থানে ছিলেন। দ্বিতীয় প্রয়াসে নিজেকে ছাপিয়ে যান নীরজ। তবে কিশোরের থ্রো 'ফাউল' ঘোষণা করেন আম্পায়ার। কিন্তু নীরজ এগিয়ে এসে তার প্রতিবাদ করেন। নীরজের তৃতীয় প্রয়াস ফাউল হয়। ভারতের ক্রীড়াবিদ তা নিয়ে কোনও প্রতিবাদ করেননি। কিন্তু তৃতীয় প্রয়াসেই নীরজকে টপকে যান কিশোর। তা দেখেই নীরজ ছুটে আসেন কিশোরের দিকে। জড়িয়ে ধরেন সতীর্থকে।

চতুর্থের প্রয়াসে কিশোরকে টপকে আবার প্রথম স্থানে চলে আসেন নীরজ। পঞ্চম প্রয়াসে নীরজ বর্শা ছুড়লেও কিশোরের প্রয়াস ফাউল হয়। সোনার ছেলের ষষ্ঠ প্রয়াস ফাউল হয়। শেষ প্রয়াস ছিল কিশোরের। সেই থ্রো ফাউল হয়। তবে তা দূরে সরিয়ে রেখে নীরজকে জড়িয়ে ধরেন। দুই ভারতীয় একসঙ্গে একসঙ্গে উল্লাসে মেতে ওঠেন ৷

আরও পড়ুন: তিরন্দাজিতে ইতিহাস, সোনা জিতলেন জ্যোতি সুরেখা-ওজাস দেওতালে; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হ্যাংঝাউ, 4 অক্টোবর: নীরজ এবং কিশোরকুমার জেনার জ্যাভলিন ইভেন্ট মাত করল হ্যাংঝাউয়ে ৷ সোনার ছেলে ধরে রাখলেন তাঁর খেতাব ৷ পাশাপাশি ভারতেই এল রুপো ৷ কিশোরকুমার জেনা রুপো এনে দিলেন ভারতকে ৷ এশিয়ান গেমসে জ্যাভলিনে তাঁরা ইতিহাস গড়লেন ৷ এই ইভেন্টে এর আগে কখনও একসঙ্গে সোনা ও রুপো জেতেনি দেশ ৷

বুধবার চতুর্থ প্রচেষ্টায় 88.88 মিটার বর্শা ছুড়ে দেশের হয়ে আরও একটি সোনার পদক ঝুলিতে ভরে নেন পানিপথের নীরজ ৷ পাশাপাশি ওড়িশার কিশোর জেনাও চতুর্থ প্রচেষ্টায় 87.54 মিটার থ্রো করেন। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই চলে আসে ভারতের ঘরে। গোটা ইভেন্টজুড়েই ভারতের দুই ক্রীড়াবিদকে পাল্লা দেওয়ার মতো কেউ ছিলেন না। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি 80 মিটার পেরলেও দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পাঁচ মিটার পিছনে ছিলেন তিনি।

2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। পাঁচ বছর পর হ্যাংঝাউয়ে সেই খেতাব ধরে রাখলেন নীরজ চোপড়া। কিশোর জেনার সঙ্গে দুর্দান্ত লড়াই হলেও, শেষপর্যন্ত সতীর্থকে টেক্কা দিলেন নীরজ। গত কয়েক বছর ধরে ভারতের সেরা অ্যাথলিট হিসেবে গণ্য করা হচ্ছে নীরজ চোপড়াকে। টোকিও অলিম্পিক্সে সোনা জয় নীরজের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিয়েছে। আজও গোটা ভারতের চোখ ছিল সোনার ছেলের দিকে ৷ তবে এদিন তাঁকে সঙ্গ দেন কিশোর ৷ দু'জনেই দেশের নাম উজ্জ্বল করলেন বিদেশের মাটিতে ৷

স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের নাম। চার নম্বরে ছিলেন কিশোর। নীরজের প্রথম প্রয়াস ঘিরে বেশ ঝামেলা হয়। প্রযুক্তিগত কারণে সেই প্রয়াসের পরিমাপই করা যায়নি। প্রথম রাউন্ডের শেষে দু'জনেই প্রথম দুই স্থানে ছিলেন। দ্বিতীয় প্রয়াসে নিজেকে ছাপিয়ে যান নীরজ। তবে কিশোরের থ্রো 'ফাউল' ঘোষণা করেন আম্পায়ার। কিন্তু নীরজ এগিয়ে এসে তার প্রতিবাদ করেন। নীরজের তৃতীয় প্রয়াস ফাউল হয়। ভারতের ক্রীড়াবিদ তা নিয়ে কোনও প্রতিবাদ করেননি। কিন্তু তৃতীয় প্রয়াসেই নীরজকে টপকে যান কিশোর। তা দেখেই নীরজ ছুটে আসেন কিশোরের দিকে। জড়িয়ে ধরেন সতীর্থকে।

চতুর্থের প্রয়াসে কিশোরকে টপকে আবার প্রথম স্থানে চলে আসেন নীরজ। পঞ্চম প্রয়াসে নীরজ বর্শা ছুড়লেও কিশোরের প্রয়াস ফাউল হয়। সোনার ছেলের ষষ্ঠ প্রয়াস ফাউল হয়। শেষ প্রয়াস ছিল কিশোরের। সেই থ্রো ফাউল হয়। তবে তা দূরে সরিয়ে রেখে নীরজকে জড়িয়ে ধরেন। দুই ভারতীয় একসঙ্গে একসঙ্গে উল্লাসে মেতে ওঠেন ৷

আরও পড়ুন: তিরন্দাজিতে ইতিহাস, সোনা জিতলেন জ্যোতি সুরেখা-ওজাস দেওতালে; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Last Updated : Oct 4, 2023, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.