ETV Bharat / sports

জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা হুগলির পয়মন্তীর, লক্ষ্য জাতীয় দল

Poymantee Baisya National Women's Table Tennis Championship Winner: রেলে হয়ে মেয়েদের 85 তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন হুগলির হিন্দ মোটরের মেয়ে পয়মন্তী বৈশ্য ৷ আর প্রথম বছরেই জোড়া খেতাব ৷ সিঙ্গলসের ফাইনালে ঐহিকা মুখোপাধ্যায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন 21 বছরের পয়মন্তী ৷ আর সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে ডাবলস চ্যাম্পিয়ন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:39 PM IST

Updated : Dec 28, 2023, 11:22 AM IST

জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা পয়মন্তীর

হিন্দ মোটর, 27 ডিসেম্বর: মনিকা বাত্রা, ঐহিকা মুখোপাধ্যায়দের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় টেবিল টেনিসে নতুন মুখ পয়মন্তী বৈশ্য ৷ হুগলির হিন্দমোটর থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেতাবের দৌড় কখনও মসৃণ, তো কখনও বাধার কাটায় ভরপুর ৷ সব ছাপিয়ে বাংলার টেবিল টেনিসে ফের জাতীয় খেতাবের আলো ৷ কোনও সন্দেহ নেই বাংলার টেবিল টেনিসে যে ক’জন মেয়ের নাম ধারাবাহিকভাবে সাফল্যের সরণিতে, তাঁদের মধ্যে পয়মন্তী বৈশ্য অন্যতম ৷ ট্রফি ওর পায়ে পায়ে হাঁটে বলা যাবে না ৷ তবে খেতাবের দৌড়ে সবসময়ই বছর একুশের মেয়েটি ছিলেনই ৷

প্রথমবার ন্যাশানাল চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন পয়মন্তী ৷ তার সলতে পাকানোর কাজটা চলতি বছরে রাজ্য চ্যাম্পিয়নশিপেই শুরু হয়েছিল ৷ এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপেও খেতাব পয়মন্তীর নামের পাশে ৷ তবে, রাজ্য চ্যাম্পিয়ন হওয়া প্রথম নয় ৷ দু’বছর আগে 2021 সালে পয়মন্তী রাজ্য থেকে সেরা হয়েছিলেন ৷ এছাড়াও সাবজুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগে রাজ্য পর্যায়ে নিয়মিত খেতাব জিতেছেন তিনি ৷ এমনকি দেশের হয়ে জুনিয়র পর্যায়ে সার্বিয়ান ওপেনে সাফল্য পেয়েছেন বাংলার এই মেয়ে ৷

সেদিক থেকে হিন্দ মোটরের নিম্নমধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প টেবিল টেনিসকে কেন্দ্র করেই ৷ তিনি টেবিল টেনিসে জুনিয়র থেকে সিনিয়র একাধিক পুরস্কার পেয়েছেন ৷ বর্তমানে 85 তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস ছাড়াও ডাবলসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন পয়মন্তী ৷ তিনি বলেন, “আমি যে চ্যাম্পিয়ন হব তা ভাবিনি ৷ শুধুমাত্র নিজের খেলাটা খেলতে চেয়েছিলাম ৷ আমি এর আগে কোনদিন জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে সেমিফাইনালে খেলিনি ৷ জাতীয় ক্রমতালিকায় রয়েছি নয় নম্বরে ৷ এটা পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ৷”

দ্বিমুকুট জয়ী সিঙ্গলসের ফাইনালে সদ্য অর্জুন পুরস্কার পাওয়া ঐহিকা মুখোপাধ্যায়কে হারিয়েছেন ৷ তার আগে কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনালে অর্চনা কামাথ এবং শ্রীজা আকুলাকে উড়িয়ে দিয়েছিলেন ৷ মাত্র 21 বছরে জুনিয়র বিভাগে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে মেডেল ও ট্রফি জয় করেছেন তিনি ৷ শরথ কমলকে আর্দশ মানা পয়মন্তী ইতিমধ্যে নিজের লক্ষ্য স্থির করেছেন ৷ লক্ষ্যপূরণে ধাপে ধাপে এগোতে চান ৷ আগামী বছরেও খেতাব ধরে রাখা তাঁর লক্ষ্য ৷ পয়মন্তী বলেন, “ক্রমতালিকায় প্রথম চারে ঢুকে পড়া প্রথম লক্ষ্য ৷ তারপর জাতীয় দলে জায়গা করে নিতে হবে ৷ ফের জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করতে চাই, এই খেতাবটা ফ্লুকে আসেনি ৷”

এবারই প্রথম রেলের হয়ে সিনিয়র টিমে খেলার সুযোগ পেয়েছিলেন পয়মন্তী ৷ আর প্রথমবারেই সোনা জয় করেছেন তিনি ৷ এ বছর হরিয়ানায় 85 তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অর্জুন পুরস্কার প্রাপক-সহ একাধিক খেলোয়াড়কে হারিয়েছেন হিন্দমোটরের বাসিন্দা পয়মন্তী ৷ রেলের হয়ে পুরস্কার জিতেছেন ৷ আগামীদিনে তাঁর লক্ষ্য এশিয়ান গেমস ও অলিম্পিকে সোনা জয় ৷ পরিবার বিশেষত, মা ভারতী বৈশ্যর ইচ্ছে, মেয়ে 'পয়মন্তী' হোক ভারতের জন্য ৷

আরও পড়ুন:

  1. স্পোর্টস কোড মেনেই 7 ফেব্রুয়ারি নির্বাচন হবে: শর্মি সেনগুপ্ত
  2. বাংলার সিনিয়র দলে অঙ্কুর-শঙ্খদীপ, আট বছর পর কলকাতায় জাতীয় টেবিল টেনিস
  3. নেপালের বিরুদ্ধে 3-0 দাপুটে জয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের

জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা পয়মন্তীর

হিন্দ মোটর, 27 ডিসেম্বর: মনিকা বাত্রা, ঐহিকা মুখোপাধ্যায়দের সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় টেবিল টেনিসে নতুন মুখ পয়মন্তী বৈশ্য ৷ হুগলির হিন্দমোটর থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেতাবের দৌড় কখনও মসৃণ, তো কখনও বাধার কাটায় ভরপুর ৷ সব ছাপিয়ে বাংলার টেবিল টেনিসে ফের জাতীয় খেতাবের আলো ৷ কোনও সন্দেহ নেই বাংলার টেবিল টেনিসে যে ক’জন মেয়ের নাম ধারাবাহিকভাবে সাফল্যের সরণিতে, তাঁদের মধ্যে পয়মন্তী বৈশ্য অন্যতম ৷ ট্রফি ওর পায়ে পায়ে হাঁটে বলা যাবে না ৷ তবে খেতাবের দৌড়ে সবসময়ই বছর একুশের মেয়েটি ছিলেনই ৷

প্রথমবার ন্যাশানাল চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন পয়মন্তী ৷ তার সলতে পাকানোর কাজটা চলতি বছরে রাজ্য চ্যাম্পিয়নশিপেই শুরু হয়েছিল ৷ এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপেও খেতাব পয়মন্তীর নামের পাশে ৷ তবে, রাজ্য চ্যাম্পিয়ন হওয়া প্রথম নয় ৷ দু’বছর আগে 2021 সালে পয়মন্তী রাজ্য থেকে সেরা হয়েছিলেন ৷ এছাড়াও সাবজুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগে রাজ্য পর্যায়ে নিয়মিত খেতাব জিতেছেন তিনি ৷ এমনকি দেশের হয়ে জুনিয়র পর্যায়ে সার্বিয়ান ওপেনে সাফল্য পেয়েছেন বাংলার এই মেয়ে ৷

সেদিক থেকে হিন্দ মোটরের নিম্নমধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প টেবিল টেনিসকে কেন্দ্র করেই ৷ তিনি টেবিল টেনিসে জুনিয়র থেকে সিনিয়র একাধিক পুরস্কার পেয়েছেন ৷ বর্তমানে 85 তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস ছাড়াও ডাবলসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন পয়মন্তী ৷ তিনি বলেন, “আমি যে চ্যাম্পিয়ন হব তা ভাবিনি ৷ শুধুমাত্র নিজের খেলাটা খেলতে চেয়েছিলাম ৷ আমি এর আগে কোনদিন জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে সেমিফাইনালে খেলিনি ৷ জাতীয় ক্রমতালিকায় রয়েছি নয় নম্বরে ৷ এটা পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ৷”

দ্বিমুকুট জয়ী সিঙ্গলসের ফাইনালে সদ্য অর্জুন পুরস্কার পাওয়া ঐহিকা মুখোপাধ্যায়কে হারিয়েছেন ৷ তার আগে কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনালে অর্চনা কামাথ এবং শ্রীজা আকুলাকে উড়িয়ে দিয়েছিলেন ৷ মাত্র 21 বছরে জুনিয়র বিভাগে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে মেডেল ও ট্রফি জয় করেছেন তিনি ৷ শরথ কমলকে আর্দশ মানা পয়মন্তী ইতিমধ্যে নিজের লক্ষ্য স্থির করেছেন ৷ লক্ষ্যপূরণে ধাপে ধাপে এগোতে চান ৷ আগামী বছরেও খেতাব ধরে রাখা তাঁর লক্ষ্য ৷ পয়মন্তী বলেন, “ক্রমতালিকায় প্রথম চারে ঢুকে পড়া প্রথম লক্ষ্য ৷ তারপর জাতীয় দলে জায়গা করে নিতে হবে ৷ ফের জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করতে চাই, এই খেতাবটা ফ্লুকে আসেনি ৷”

এবারই প্রথম রেলের হয়ে সিনিয়র টিমে খেলার সুযোগ পেয়েছিলেন পয়মন্তী ৷ আর প্রথমবারেই সোনা জয় করেছেন তিনি ৷ এ বছর হরিয়ানায় 85 তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অর্জুন পুরস্কার প্রাপক-সহ একাধিক খেলোয়াড়কে হারিয়েছেন হিন্দমোটরের বাসিন্দা পয়মন্তী ৷ রেলের হয়ে পুরস্কার জিতেছেন ৷ আগামীদিনে তাঁর লক্ষ্য এশিয়ান গেমস ও অলিম্পিকে সোনা জয় ৷ পরিবার বিশেষত, মা ভারতী বৈশ্যর ইচ্ছে, মেয়ে 'পয়মন্তী' হোক ভারতের জন্য ৷

আরও পড়ুন:

  1. স্পোর্টস কোড মেনেই 7 ফেব্রুয়ারি নির্বাচন হবে: শর্মি সেনগুপ্ত
  2. বাংলার সিনিয়র দলে অঙ্কুর-শঙ্খদীপ, আট বছর পর কলকাতায় জাতীয় টেবিল টেনিস
  3. নেপালের বিরুদ্ধে 3-0 দাপুটে জয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের
Last Updated : Dec 28, 2023, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.