ETV Bharat / sports

National Sports Awards : জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান পিছিয়ে দিল ক্রীড়া মন্ত্রক

author img

By

Published : Aug 12, 2021, 6:08 PM IST

প্যারাঅলিম্পিকসের পারফরমেন্সকে যুক্ত করতে পিছিয়ে দেওয়া হল জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ৷ প্রতি বছর 29 অগস্ট রাষ্ট্রপতি ভবনে ক্রীড়া ক্ষেত্রে খেলোয়াড় এবং কোচদের সম্মানিত করা হয় ৷ সেই অনুষ্ঠানই এবার প্যারাঅলিম্পিকসের প্রতিযোগীদের সামিল করার জন্য পিছিয়ে দিল কেন্দ্র ৷

national-sports-awards-function-delayed-to-include-performers-at-tokyo-paralympics
National Sports Awards : জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান পিছিয়ে দিল ক্রীড়া মন্ত্রক

নয়াদিল্লি, 12 অগস্ট : পিছিয়ে দেওয়া হল জাতীয় ক্রীড়া পুরস্কার (National Sports Awards) অনুষ্ঠান ৷ প্রতি বছর 29 অগস্ট জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রের তরফে ৷ কিন্তু, অলিম্পিক শেষ হয়ে গেলেও, টোকিয়োতে প্যারাঅলিম্পিকসে (Paralympics) অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা ৷ তাই জাতীয় ক্রীড়া সম্মানে প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের পারফরমেন্স যুক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক ৷ আগামী 24 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত প্যারাঅলিম্পিকস আয়োজিত হবে টোকিয়োতে ৷

এ নিয়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম বাছাইয়ের জন্য প্যানেল গঠন সম্পন্ন হয়েছে ৷ কিন্তু, সরকার এই বাছাই পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে আরও একটু অপেক্ষা করার পক্ষপাতি ৷ জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এ বছরের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি গঠন করা হয়ে গিয়েছে ৷ কিন্তু, প্যারাঅলিম্পিকস এখনও হওয়া বাকি রয়েছে ৷ তাই আমরা প্যারাঅলিম্পিকসে জয়ীদের নামও সেখানে যোগ করতে চাই ৷ আমি আশা করছি এবং প্রার্থনা করছি তাঁরা যেন খুব ভাল পারফর্ম করেন ৷’’

প্রসঙ্গত, প্রতি বছর 29 অগস্ট ভারতের রাষ্ট্রপতির হাত দিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রে সেরাদের খেলরত্ন সম্মান, অর্জুন সম্মান, দ্রোণাচার্য সম্মান এবং আজীবন কীর্তি সম্মান বা মেজর ধ্যানচাঁদ সম্মান প্রদান করা হয় ৷ উল্লেখ্য 29 অগস্ট ভারতীয় হকির কিংবদন্তী মেজর ধ্যানচাঁদের জন্মদিন ৷ অন্যদিকে, এ বছর খেলরত্ন সম্মান পুরস্কারের নাম রাজীব গান্ধি থেকে বদলে মেজর ধ্যাঁনচাদের নামে করে দেওয়া হয়েছে ৷ তবে, 29 অগস্ট জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান না হলেও, পরবর্তী দিন এখনও ঘোষণা করা হয়নি ৷ করোনা পরিস্থিতির কারণে গতবারের মত এবারও জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভার্চুয়ালি পালন করা হবে ৷ ক্রীড়া মন্ত্রকের এক বিশেষ সূত্র মারফত এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : শুরু হচ্ছে প্যারালিম্পিকস, পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেবেন্দ্র-সাকিনারা

দু’বার সময় বাড়ানোর পর জাতীয় ক্রীড়া সম্মানে নাম মনোনয়ন করার প্রক্রিয়া গত 5 জুলাই শেষ হয়ে গিয়েছে ৷ অতিমারিকে মাথায় রেখে অনলাইনে নিজের থেকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল আবেদনকারীদের জন্য ৷ কিন্তু, দেশের প্রতিটি ক্রীড়া সংস্থা আলাদাভাবে তাদের পছন্দের তালিকা কেন্দ্রের কাছে জমা দিতে পারে ৷ এ বছর ভারতীয় প্রতিযোগীরা অলিম্পিকসের ইতিহাসে তাঁদের সেরা পারফরমেন্স করেছেন ৷ যার ফলস্বরূপ একটি সোনা, দু’টি রুপো এবং 4 টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা ৷

নয়াদিল্লি, 12 অগস্ট : পিছিয়ে দেওয়া হল জাতীয় ক্রীড়া পুরস্কার (National Sports Awards) অনুষ্ঠান ৷ প্রতি বছর 29 অগস্ট জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রের তরফে ৷ কিন্তু, অলিম্পিক শেষ হয়ে গেলেও, টোকিয়োতে প্যারাঅলিম্পিকসে (Paralympics) অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা ৷ তাই জাতীয় ক্রীড়া সম্মানে প্যারাঅলিম্পিকসে অংশ নেওয়া অ্যাথলিটদের পারফরমেন্স যুক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক ৷ আগামী 24 অগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত প্যারাঅলিম্পিকস আয়োজিত হবে টোকিয়োতে ৷

এ নিয়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানিয়েছেন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম বাছাইয়ের জন্য প্যানেল গঠন সম্পন্ন হয়েছে ৷ কিন্তু, সরকার এই বাছাই পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার আগে আরও একটু অপেক্ষা করার পক্ষপাতি ৷ জাতীয় যুব পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এ বছরের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার কমিটি গঠন করা হয়ে গিয়েছে ৷ কিন্তু, প্যারাঅলিম্পিকস এখনও হওয়া বাকি রয়েছে ৷ তাই আমরা প্যারাঅলিম্পিকসে জয়ীদের নামও সেখানে যোগ করতে চাই ৷ আমি আশা করছি এবং প্রার্থনা করছি তাঁরা যেন খুব ভাল পারফর্ম করেন ৷’’

প্রসঙ্গত, প্রতি বছর 29 অগস্ট ভারতের রাষ্ট্রপতির হাত দিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রে সেরাদের খেলরত্ন সম্মান, অর্জুন সম্মান, দ্রোণাচার্য সম্মান এবং আজীবন কীর্তি সম্মান বা মেজর ধ্যানচাঁদ সম্মান প্রদান করা হয় ৷ উল্লেখ্য 29 অগস্ট ভারতীয় হকির কিংবদন্তী মেজর ধ্যানচাঁদের জন্মদিন ৷ অন্যদিকে, এ বছর খেলরত্ন সম্মান পুরস্কারের নাম রাজীব গান্ধি থেকে বদলে মেজর ধ্যাঁনচাদের নামে করে দেওয়া হয়েছে ৷ তবে, 29 অগস্ট জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান না হলেও, পরবর্তী দিন এখনও ঘোষণা করা হয়নি ৷ করোনা পরিস্থিতির কারণে গতবারের মত এবারও জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভার্চুয়ালি পালন করা হবে ৷ ক্রীড়া মন্ত্রকের এক বিশেষ সূত্র মারফত এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : শুরু হচ্ছে প্যারালিম্পিকস, পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন দেবেন্দ্র-সাকিনারা

দু’বার সময় বাড়ানোর পর জাতীয় ক্রীড়া সম্মানে নাম মনোনয়ন করার প্রক্রিয়া গত 5 জুলাই শেষ হয়ে গিয়েছে ৷ অতিমারিকে মাথায় রেখে অনলাইনে নিজের থেকে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল আবেদনকারীদের জন্য ৷ কিন্তু, দেশের প্রতিটি ক্রীড়া সংস্থা আলাদাভাবে তাদের পছন্দের তালিকা কেন্দ্রের কাছে জমা দিতে পারে ৷ এ বছর ভারতীয় প্রতিযোগীরা অলিম্পিকসের ইতিহাসে তাঁদের সেরা পারফরমেন্স করেছেন ৷ যার ফলস্বরূপ একটি সোনা, দু’টি রুপো এবং 4 টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.