ETV Bharat / sports

প্রথমবার ভার্চুয়ালি 74 জন ক্রীড়াবিদকে জাতীয় পুরস্কার - President Ram Nath Kovind honours 74 athletes in virtual event

আজ রাষ্ট্রপতি ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের 74 জন অ্যাথলিটের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

প্রথমবার ভার্চুয়ালি 74 জন অ্যাথলিটকে জাতীয় পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি
প্রথমবার ভার্চুয়ালি 74 জন অ্যাথলিটকে জাতীয় পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি
author img

By

Published : Aug 29, 2020, 4:46 PM IST

দিল্লি, 29 অগাস্ট: ভারতের ইতিহাসে প্রথমবার ৷ প্রতিবছর 29 অগাস্টে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশের সফল ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া সম্মান তুলে দেন রাষ্ট্রপতি ৷ তার মধ্যে থাকে রাজীব গান্ধি খেলরত্ন, অর্জুন, ধ্যানচাঁদ, দ্রোণাচার্য পুরস্কারের মতো সম্মান ৷ কিন্তু কোরোনার কারণে এই প্রথমবার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল ভার্চুয়ালি ৷ শনিবার সকালে কোচ ও ক্রীড়াবিদ সহ 74 জন ক্রীড়াবিদকে পুরস্কার দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ যদিও তাঁদের মধ্যে 14 জন বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলেন ৷

29 অগাস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়াদিবস পালিত হয় ৷ আর এই দিনই রাষ্ট্রপতি ভবনে ঐতিহ্যবাহী জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান সকলের নজর কেড়ে নেয় ৷ ক্রীড়া জগতের হুজ হু'রা ছাড়াও এক ছাদের তলায় উপস্থিত থাকেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ৷ তবে কোরোনার কারণে এ-বছর সেসব কিছুই দেখা যায়নি ৷ রাষ্ট্রপতি ভবনের দুর্বার হলের লাল কার্পেটে পুরস্কার প্রাপকদের প্রথাগত পদচারণা দেখা যায়নি ৷ রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সেন্টার ও অন্যান্য ভেনু থেকে অনুষ্ঠান করা হয় ৷ বেঙ্গালুরু, পুনে, সোনেপত, চণ্ডীগড়, কলকাতা, লখনউ, দিল্লি, মুম্বই, ভোপাল, হায়দরাবাদ এবং ইটানগর থেকে অ্যাথলটরা অনুষ্ঠানে অংশ নেন ৷ সেখান থেকেই ভার্চুয়ালি পুরস্কার দেওয়া হয় ৷

পুরস্কার পাচ্ছেন সন্দেশ ঝিঙ্গান
পুরস্কার পাচ্ছেন সন্দেশ ঝিঙ্গান
পুরস্কার পাচ্ছেন দ্যুতি চাঁদ
পুরস্কার পাচ্ছেন দ্যুতি চাঁদ

ক্রীড়াদিবসের দিন সকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতে পুরস্কারের অর্থ বৃদ্ধি করার কথা ঘোষণা করেন ৷ রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের অর্থ 7.5 লাখ থেকে বাড়িয়ে 25 লাখ করা হয় ৷ আগে অর্জুন পুরস্কারের সঙ্গে 5 লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হত ৷ সেই টাকা বাড়িয়ে 15 লাখ করা হয়েছে ৷ দ্রোণাচার্য (জীবনকৃতি) পুরস্কারের অর্থও 5 লাখ থেকে বাড়িয়ে 15 লাখ করা হয়েছে ৷ অন্যদিকে দ্রোণাচার্য(রেগুলার) পুরস্কারের টাকা বেড়ে হয়েছে 10 লাখ ৷ যা আগে ছিল 5 লাখ টাকা ৷ ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডিদের পাঁচ লাখের পরিবর্তে 10 লাখ টাকা দেওয়া হবে ৷

মণিকা বাত্রাকে খেলরত্ন সম্মানে ভূষিত করছেন রাষ্ট্রপতি
মণিকা বাত্রাকে খেলরত্ন সম্মানে ভূষিত করছেন রাষ্ট্রপতি

দিল্লি, 29 অগাস্ট: ভারতের ইতিহাসে প্রথমবার ৷ প্রতিবছর 29 অগাস্টে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশের সফল ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া সম্মান তুলে দেন রাষ্ট্রপতি ৷ তার মধ্যে থাকে রাজীব গান্ধি খেলরত্ন, অর্জুন, ধ্যানচাঁদ, দ্রোণাচার্য পুরস্কারের মতো সম্মান ৷ কিন্তু কোরোনার কারণে এই প্রথমবার ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল ভার্চুয়ালি ৷ শনিবার সকালে কোচ ও ক্রীড়াবিদ সহ 74 জন ক্রীড়াবিদকে পুরস্কার দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ যদিও তাঁদের মধ্যে 14 জন বিভিন্ন কারণে অনুপস্থিত ছিলেন ৷

29 অগাস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়াদিবস পালিত হয় ৷ আর এই দিনই রাষ্ট্রপতি ভবনে ঐতিহ্যবাহী জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান সকলের নজর কেড়ে নেয় ৷ ক্রীড়া জগতের হুজ হু'রা ছাড়াও এক ছাদের তলায় উপস্থিত থাকেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ৷ তবে কোরোনার কারণে এ-বছর সেসব কিছুই দেখা যায়নি ৷ রাষ্ট্রপতি ভবনের দুর্বার হলের লাল কার্পেটে পুরস্কার প্রাপকদের প্রথাগত পদচারণা দেখা যায়নি ৷ রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সেন্টার ও অন্যান্য ভেনু থেকে অনুষ্ঠান করা হয় ৷ বেঙ্গালুরু, পুনে, সোনেপত, চণ্ডীগড়, কলকাতা, লখনউ, দিল্লি, মুম্বই, ভোপাল, হায়দরাবাদ এবং ইটানগর থেকে অ্যাথলটরা অনুষ্ঠানে অংশ নেন ৷ সেখান থেকেই ভার্চুয়ালি পুরস্কার দেওয়া হয় ৷

পুরস্কার পাচ্ছেন সন্দেশ ঝিঙ্গান
পুরস্কার পাচ্ছেন সন্দেশ ঝিঙ্গান
পুরস্কার পাচ্ছেন দ্যুতি চাঁদ
পুরস্কার পাচ্ছেন দ্যুতি চাঁদ

ক্রীড়াদিবসের দিন সকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতে পুরস্কারের অর্থ বৃদ্ধি করার কথা ঘোষণা করেন ৷ রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের অর্থ 7.5 লাখ থেকে বাড়িয়ে 25 লাখ করা হয় ৷ আগে অর্জুন পুরস্কারের সঙ্গে 5 লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হত ৷ সেই টাকা বাড়িয়ে 15 লাখ করা হয়েছে ৷ দ্রোণাচার্য (জীবনকৃতি) পুরস্কারের অর্থও 5 লাখ থেকে বাড়িয়ে 15 লাখ করা হয়েছে ৷ অন্যদিকে দ্রোণাচার্য(রেগুলার) পুরস্কারের টাকা বেড়ে হয়েছে 10 লাখ ৷ যা আগে ছিল 5 লাখ টাকা ৷ ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডিদের পাঁচ লাখের পরিবর্তে 10 লাখ টাকা দেওয়া হবে ৷

মণিকা বাত্রাকে খেলরত্ন সম্মানে ভূষিত করছেন রাষ্ট্রপতি
মণিকা বাত্রাকে খেলরত্ন সম্মানে ভূষিত করছেন রাষ্ট্রপতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.