ETV Bharat / sports

National Ice Skating Games: সর্বোচ্চ ও দীর্ঘতম ট্র্যাকে জাতীয় আইস স্কেটিং প্রতিযোগিতা - সর্বোচ্চ এবং দীর্ঘতম ট্র্যাকে জাতীয় আইস স্কেটিং

বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম ট্র্যাকে জাতীয় আইস স্কেটিং প্রতিযোগিতার (National Ice Skating Games) আয়োজন করল আইস স্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ৷ সেই সঙ্গে এটি নতুন বিশ্বরেকর্ড তৈরি হল ৷

National Ice Skating Games
National Ice Skating Games
author img

By

Published : Feb 4, 2023, 10:35 PM IST

জাতীয় আইস স্কেটিং প্রতিযোগিতা

কিন্নর (হিমাচলপ্রদেশ), 4 ফেব্রুয়ারি: হিমাচলের কিন্নর জেলার নাকো লেকে নতুন বিশ্ব রেকর্ড তৈরি হল (National Ice Skating Competition in Kinnaur Nako lake) ৷ 12 হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই লেকে আজ থেকে জাতীয় স্তরের আইস স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়েছে (Ice Skating Games at 12 Thousand Feet Height in Nako lake) ৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের 15টি রাজ্য থেকে আসা 70 জন খেলোয়াড় ৷ এমন পরিস্থিতিতে এখানে শূন্যের নীচে ৷ আর হিমাঙ্কের নীচের এই তাপমাত্রায় আইস স্কেটিং উপভোগ করছেন প্রতিযোগীরা ৷

সর্বোচ্চ এবং দীর্ঘতম ট্র্যাকের জন্য বিশ্ব রেকর্ড

নাকো লেকটি 12 হাজার ফুট উচ্চতায় অবস্থিত ৷ এই লেকে বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম আইস স্কেটিং ট্র্যাকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ৷ আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতার প্যারামিটারের অধীনে এই ট্র্যাকটি তৈরি করা হয়েছে ৷ এমন পরিস্থিতিতে প্রথমবারের জন্য নাকো লেকে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা ৷ নাকো লেকে বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম আইস স্কেটিং ট্র্যাক তৈরির জন্য রেকর্ড তৈরি হয়েছে ৷

আইএসএআই আইস স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করেছে

এই চ্যাম্পিয়নশিপটি হিমাচল আইস স্কেটিং অ্যাসোসিয়েশন এবং পুরগিউল আইস স্কেটিং অ্যাসোসিয়েশন নাকোর যৌথ উদ্যোগে আইস স্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজন করেছে ৷ এই নাকো লেকে তাপমাত্রা মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ হিমাঙ্কের নীচের এই তাপমাত্রায় আইস স্কেটাররা তাঁদের প্রতিভা দেখাচ্ছেন ৷

National Ice Skating Games ETYV BHARTA
নাকো লেকের মনোরম শোভা

রবিবার প্রতিযোগিতা শেষ হবে

ইন্ডিয়ান আইস স্কেটিং অ্যাসোসিয়েশন এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাওয়া সমস্ত খেলোয়াড়দের থাকার এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করেছে ৷ 2 দিন ধরে চলা এই প্রতিযোগিতা আগামিকাল অর্থাৎ, 5 ফেব্রুয়ারি শেষ হবে ৷ প্রতিযোগিতার সেরাদের পুরস্কৃত করা হবে ৷

খেলাধূলা এবং পর্যটনের উন্নয়ন

এই প্রতিযোগিতা থেকে একদিকে যেখানে কিন্নরের যুবকরা একটি ভাল প্লাটফর্ম পাচ্ছে ৷ পাশাপাশি, স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে ৷ হিমাচল আইস স্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি রোশন লাল জানান, আজ থেকে নাকো-তে আইস স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়েছে ৷ সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছেন ৷ আইস স্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি ৷

জাতীয় আইস স্কেটিং প্রতিযোগিতা

কিন্নর (হিমাচলপ্রদেশ), 4 ফেব্রুয়ারি: হিমাচলের কিন্নর জেলার নাকো লেকে নতুন বিশ্ব রেকর্ড তৈরি হল (National Ice Skating Competition in Kinnaur Nako lake) ৷ 12 হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই লেকে আজ থেকে জাতীয় স্তরের আইস স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়েছে (Ice Skating Games at 12 Thousand Feet Height in Nako lake) ৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের 15টি রাজ্য থেকে আসা 70 জন খেলোয়াড় ৷ এমন পরিস্থিতিতে এখানে শূন্যের নীচে ৷ আর হিমাঙ্কের নীচের এই তাপমাত্রায় আইস স্কেটিং উপভোগ করছেন প্রতিযোগীরা ৷

সর্বোচ্চ এবং দীর্ঘতম ট্র্যাকের জন্য বিশ্ব রেকর্ড

নাকো লেকটি 12 হাজার ফুট উচ্চতায় অবস্থিত ৷ এই লেকে বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম আইস স্কেটিং ট্র্যাকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ৷ আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতার প্যারামিটারের অধীনে এই ট্র্যাকটি তৈরি করা হয়েছে ৷ এমন পরিস্থিতিতে প্রথমবারের জন্য নাকো লেকে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা ৷ নাকো লেকে বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম আইস স্কেটিং ট্র্যাক তৈরির জন্য রেকর্ড তৈরি হয়েছে ৷

আইএসএআই আইস স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করেছে

এই চ্যাম্পিয়নশিপটি হিমাচল আইস স্কেটিং অ্যাসোসিয়েশন এবং পুরগিউল আইস স্কেটিং অ্যাসোসিয়েশন নাকোর যৌথ উদ্যোগে আইস স্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজন করেছে ৷ এই নাকো লেকে তাপমাত্রা মাইনাস 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ হিমাঙ্কের নীচের এই তাপমাত্রায় আইস স্কেটাররা তাঁদের প্রতিভা দেখাচ্ছেন ৷

National Ice Skating Games ETYV BHARTA
নাকো লেকের মনোরম শোভা

রবিবার প্রতিযোগিতা শেষ হবে

ইন্ডিয়ান আইস স্কেটিং অ্যাসোসিয়েশন এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাওয়া সমস্ত খেলোয়াড়দের থাকার এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করেছে ৷ 2 দিন ধরে চলা এই প্রতিযোগিতা আগামিকাল অর্থাৎ, 5 ফেব্রুয়ারি শেষ হবে ৷ প্রতিযোগিতার সেরাদের পুরস্কৃত করা হবে ৷

খেলাধূলা এবং পর্যটনের উন্নয়ন

এই প্রতিযোগিতা থেকে একদিকে যেখানে কিন্নরের যুবকরা একটি ভাল প্লাটফর্ম পাচ্ছে ৷ পাশাপাশি, স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে ৷ হিমাচল আইস স্কেটিং অ্যাসোসিয়েশনের সভাপতি রোশন লাল জানান, আজ থেকে নাকো-তে আইস স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়েছে ৷ সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছেন ৷ আইস স্কেটিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.