ETV Bharat / sports

'ফুটবলের জন্যই আমার সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা': সুব্রত পাল - ভারতীয় ফুটবল

Former Indian Goalkeeper Subrata Pal: ভারতীয় ফুটবলের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে অন্যতম সুব্রত পাল ৷ দু’দশক ধরে ভারতীয় ফুটবল মূল্যবামন অবদান রেখেছেন তিনি ৷ সম্প্রতি তিনি অবসর ঘোষণা করেছেন ৷ জানালেন, ফুটবল তাঁকে সবকিছু দিয়েছে ৷ এবার তাঁর পালা দেশের ফুটবলের জন্য কিছু করার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 1:15 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: সিদ্ধান্তটা তিনি অনেকদিন ধরেই নেবেন ভাবছিলেন ৷ অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলেন ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল ৷ অবসর ঘোষণার পরেরদিন সকালে এমনটাই জানালেন মিষ্টু ৷ ভারতীয় ফুটবলের ‘স্পাইডারম্যান’ তাঁর বাইশ বছরের ফুটবলার জীবনে বর্ণময় চরিত্র হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন ৷ সোদপুরের মিষ্টুর এই সিদ্ধান্তের উপচারিতা ঘোষণা হল সদ্য ৷

সুব্রত বলেন, “সিদ্ধান্তটা অনেক দিন ধরেই নেব ভাবছিলাম ৷ অবশেষে সরকারিভাবে ঘোষণা করলাম ৷” তবে ফুটবল থেকে সরে দাঁড়িয়েছিলেন বছর দু’য়েক আগেই ৷ স্থানীয় মাঠে ফিটনেস ধরে রাখতে অনুশীলন করতেন, ব্যস ওইটুকুই ৷ কলকাতার দুই প্রধানে খেলা ছাড়াও, ভারতের একাধিক ক্লাবে খেলেছেন ৷ জাতীয় দলেও তেকাঠির নিচে তিনি দিয়েছিলেন নির্ভরতা ৷

গুরপ্রীত সিং, অমরিন্দর সিংদের আইডল সুব্রত পাল গোলরক্ষক হিসেবে বাংলার ফুটবলের সম্ভবত শেষ উজ্জ্বল জ্যোতিষ্ক ৷ ভারতীয় ফুটবল দলের তরফে সুব্রতর অবসর ঘোষণার পর লেখা হয়েছে, “ধন্যবাদ স্পাইডারম্যান ৷ ব্লু টাইগার্সদের অভিভাবক সুব্রত পাল তাঁর গ্লাভস তুলে রাখছেন ৷” সুব্রত নিজেও তাঁর স্মরণীয় সেভের একটি ভিডিয়ো কোলাজ বিদায়বেলায় সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেখানে তিনি বলেছেন, “দেখ আমার সমসাময়িক সিনিয়র ফুটবলাররা প্রায় সবাই বুট তুলে রেখেছে ৷ আমিও সেভাবে খেলছিলাম না ৷ সিদ্ধান্তটা নিতামই ৷ সময়ের অভাবে ঘোষণা করা হচ্ছিল না ৷ সবাইকেই সরে যেতে হয় ৷ আমার সিনিয়ররা সরে যাওয়ার পরে আমি এসেছিলাম ৷ আমি চলে যাওয়ার পরে পরবর্তীরা আসবে ৷ এটাই বাস্তব ৷ আমি বাস্তবে পা রেখে চলতে ভালোবাসি ৷ বাস্তবকে মেনে নিয়ে সিদ্ধান্তটা নিয়ে নিলাম ৷ ঘোষণা করলাম ৷”

আরও পড়ুন:

  1. এক সপ্তাহের মধ্যে দু'টো জয় তুলে নেওয়া সহজ নয়: কুয়াদ্রাত
  2. গুরুতর চোটে সম্ভবত চলতি আইএসএল শেষ খাবরার, লাল-হলুদের পথে ডেভিড
  3. "মানুষের দুর্দশা দূর করার লক্ষ্যেই রাজনীতিতে", নির্বাচনে জয়লাভ করে বলছেন জেজে

কলকাতা, 9 ডিসেম্বর: সিদ্ধান্তটা তিনি অনেকদিন ধরেই নেবেন ভাবছিলেন ৷ অবশেষে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলেন ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল ৷ অবসর ঘোষণার পরেরদিন সকালে এমনটাই জানালেন মিষ্টু ৷ ভারতীয় ফুটবলের ‘স্পাইডারম্যান’ তাঁর বাইশ বছরের ফুটবলার জীবনে বর্ণময় চরিত্র হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন ৷ সোদপুরের মিষ্টুর এই সিদ্ধান্তের উপচারিতা ঘোষণা হল সদ্য ৷

সুব্রত বলেন, “সিদ্ধান্তটা অনেক দিন ধরেই নেব ভাবছিলাম ৷ অবশেষে সরকারিভাবে ঘোষণা করলাম ৷” তবে ফুটবল থেকে সরে দাঁড়িয়েছিলেন বছর দু’য়েক আগেই ৷ স্থানীয় মাঠে ফিটনেস ধরে রাখতে অনুশীলন করতেন, ব্যস ওইটুকুই ৷ কলকাতার দুই প্রধানে খেলা ছাড়াও, ভারতের একাধিক ক্লাবে খেলেছেন ৷ জাতীয় দলেও তেকাঠির নিচে তিনি দিয়েছিলেন নির্ভরতা ৷

গুরপ্রীত সিং, অমরিন্দর সিংদের আইডল সুব্রত পাল গোলরক্ষক হিসেবে বাংলার ফুটবলের সম্ভবত শেষ উজ্জ্বল জ্যোতিষ্ক ৷ ভারতীয় ফুটবল দলের তরফে সুব্রতর অবসর ঘোষণার পর লেখা হয়েছে, “ধন্যবাদ স্পাইডারম্যান ৷ ব্লু টাইগার্সদের অভিভাবক সুব্রত পাল তাঁর গ্লাভস তুলে রাখছেন ৷” সুব্রত নিজেও তাঁর স্মরণীয় সেভের একটি ভিডিয়ো কোলাজ বিদায়বেলায় সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সেখানে তিনি বলেছেন, “দেখ আমার সমসাময়িক সিনিয়র ফুটবলাররা প্রায় সবাই বুট তুলে রেখেছে ৷ আমিও সেভাবে খেলছিলাম না ৷ সিদ্ধান্তটা নিতামই ৷ সময়ের অভাবে ঘোষণা করা হচ্ছিল না ৷ সবাইকেই সরে যেতে হয় ৷ আমার সিনিয়ররা সরে যাওয়ার পরে আমি এসেছিলাম ৷ আমি চলে যাওয়ার পরে পরবর্তীরা আসবে ৷ এটাই বাস্তব ৷ আমি বাস্তবে পা রেখে চলতে ভালোবাসি ৷ বাস্তবকে মেনে নিয়ে সিদ্ধান্তটা নিয়ে নিলাম ৷ ঘোষণা করলাম ৷”

আরও পড়ুন:

  1. এক সপ্তাহের মধ্যে দু'টো জয় তুলে নেওয়া সহজ নয়: কুয়াদ্রাত
  2. গুরুতর চোটে সম্ভবত চলতি আইএসএল শেষ খাবরার, লাল-হলুদের পথে ডেভিড
  3. "মানুষের দুর্দশা দূর করার লক্ষ্যেই রাজনীতিতে", নির্বাচনে জয়লাভ করে বলছেন জেজে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.