ETV Bharat / sports

AFC Champions League : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জয় মুম্বই সিটি এএফসি’র

author img

By

Published : Apr 12, 2022, 3:07 PM IST

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) প্রথম কোনও ভারতীয় দল হিসেবে জয় মুম্বই সিটি এএফসি’র (Mumbai City FC Become First Indian Club to Win in AFC Champions League) ৷ ইরাকের কঠিন প্রতিপক্ষ এয়ারফোর্স ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ল মুম্বই (Mumbai City FC Beat Air Force Club of Iraq by 2-1 Goal) ৷

Mumbai City FC Become First Indian Club to Win in AFC Champions League
Mumbai City FC Become First Indian Club to Win in AFC Champions League

রিয়াদ, 12 এপ্রিল : ইরাকের এয়ারফোর্স ক্লাবকে হারিয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল মুম্বই সিটি এফসি ৷ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের কোনও ম্যাচ জিতেছে মুম্বই সিটি এফসি ৷ রিয়াদের দ্য কিংস আন্তর্জাতিক স্টেডিয়ামে এয়ারফোর্স ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে আইএসএল’র এই ক্লাবটি (Mumbai City FC Beat Air Force Club of Iraq by 2-1 Goal) ৷

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি’র এই ম্যাচের প্রথম হাফে কোনও দলই গোল করতে পারেননি ৷ দ্বিতীয় হাফের 59 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় এয়ারফোর্স ক্লাব ৷ ইরাকের ক্লাবটির হয়ে গোল করেন হাম্মাদি আহমেদ ৷ তবে, মুম্বই সিটি এফসি 70 মিনিটে সমতা ফেরায় ৷ পেনাল্টিতে গোল করেন দিয়েগো মাউরিসিও ৷

আরও পড়ুন : Investigation Against Ronaldo : ক্ষমা চেয়েও মিলল না রেহাই, সমর্থক হেনস্থার ঘটনায় তদন্ত শুরু ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে

75 মিনিটে জয়সূচক গোলটি করে মুম্বইয়ের ডিফেন্ডার রাহুল ভেকে ৷ তবে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ 0-3 গোলে হারতে হয় মুম্বই সিটি এফসি’কে ৷ আল সাহাব ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারে মুম্বই ৷

রিয়াদ, 12 এপ্রিল : ইরাকের এয়ারফোর্স ক্লাবকে হারিয়ে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ল মুম্বই সিটি এফসি ৷ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের কোনও ম্যাচ জিতেছে মুম্বই সিটি এফসি ৷ রিয়াদের দ্য কিংস আন্তর্জাতিক স্টেডিয়ামে এয়ারফোর্স ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে আইএসএল’র এই ক্লাবটি (Mumbai City FC Beat Air Force Club of Iraq by 2-1 Goal) ৷

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি’র এই ম্যাচের প্রথম হাফে কোনও দলই গোল করতে পারেননি ৷ দ্বিতীয় হাফের 59 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় এয়ারফোর্স ক্লাব ৷ ইরাকের ক্লাবটির হয়ে গোল করেন হাম্মাদি আহমেদ ৷ তবে, মুম্বই সিটি এফসি 70 মিনিটে সমতা ফেরায় ৷ পেনাল্টিতে গোল করেন দিয়েগো মাউরিসিও ৷

আরও পড়ুন : Investigation Against Ronaldo : ক্ষমা চেয়েও মিলল না রেহাই, সমর্থক হেনস্থার ঘটনায় তদন্ত শুরু ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে

75 মিনিটে জয়সূচক গোলটি করে মুম্বইয়ের ডিফেন্ডার রাহুল ভেকে ৷ তবে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ 0-3 গোলে হারতে হয় মুম্বই সিটি এফসি’কে ৷ আল সাহাব ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারে মুম্বই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.