দোহা, 10 ডিসেম্বর: স্বপ্নভঙ্গের তালিকায় নেইমারের পাশে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। পরিবর্ত হিসেবে মাঠে নেমে পাশা পালটাতে ব্যর্থ তিনি। কাতারে ফের জায়ান্ট কিলার মরক্কো। প্রি-কোয়ার্টারে স্পেনকে হারানোর পরে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বধ করলেন হাকিম জিয়েচরা। 42 মিনিটে এন নাসিরির করা গোলেই ইতিহাস গড়ল মরক্কো ৷ আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে তারা (Morocco beat Portugal to reach into the Semi-final)।
ইতিহাস যেন নতুন করে লেখা হচ্ছে বেদুইনের দেশে। অঘটনের কাতারে নতুন সংযোজন পর্তুগাল। জমাট রক্ষণ রেখে দ্রুতগতিতে প্রতি-আক্রমণ। কাতার বিশ্বকাপে সাফল্য়ের নয়া দর্শন। যার সামনে ধরাশায়ী ব্রাজিল, স্পেন, উরুগুয়ের মত ফুটবল বিশ্বের কুলীন গোত্রীয়রা ৷ নয়া দর্শনে আস্থা রেখে 'জায়ান্ট কিলার' এশিয়া এবং আফ্রিকার দেশগুলো ৷ আশা জাগিয়ে শুরু করেও দক্ষিণ কোরিয়া, জাপানের দৌড় লম্বা হয়নি ৷ তবে খেল দেখালো মরক্কো। যদিও এই ফলাফলকে 'অঘটন' বললে কৃতিত্ব খাটো হয় আফ্রিকার দেশটির ৷ স্পেনের পর শনিবার পর্তুগালের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে নয়া ফুটবল দর্শনেই লড়াই ছুড়ে দিল ওয়ালিদ রেগরাগুইয়ের ছেলেরা।
আরও পড়ুন: সেমি'তে নামার আগেই দুঃসংবাদ, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফিফা'র শাস্তির মুখে আর্জেন্তিনা
রোনাল্ডোহীন পর্তুগিজ একাদশের বিরুদ্ধে এদিন 42 মিনিটে ওয়াই এন নেসিরির হেডারে এগিয়ে যায় মরক্কো (En- Nesyri scored for Morocco) ৷ অবিশ্বাস্য উচ্চতায় লাফিয়ে তাঁর সেই গোলেই সেমির টিকিট মরক্কোর ৷ ডাগ-আউটে বসে যা বিস্মিত করল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও (Cristiano Ronaldo)। সুইজারল্যান্ড ম্যাচের মতোই আস্থা রাখলেও স্যান্তোসকে মর্যাদা দিতে ব্যর্থ গন্সালো রামোস, ব্রুনো ফার্নান্দেজরা। বাধ্য হয়ে 50 মিনিটে সিআর সেভেনকে ডেকে নিলেন ইউরো জয়ী কোচ ৷ কিন্তু আল-নাসরের পথে পা বাড়ানো সাঁইত্রিশের রোনাল্ডোর ক্ষিপ্রতা কোনও ফারাকই গড়তে পারল না ৷ রক্ষণের দেওয়াল জমাট রেখে এবং লড়াকু মনোভাবেই ইউসেবিও'র দেশকে ফেরার বিমান ধরিয়ে দিল মরক্কো ৷ আর নতুন ইতিহাস লিখে পরের বিশ্বকাপের সেমিতে মরক্কো।