ETV Bharat / sports

FIFA World Cup 2022: অঘটনের বিশ্বকাপ ! মরক্কোর কাছে হারল বেলজিয়াম - Morocco

মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম (FIFA World Cup 2022) । টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দেশকে হারিয়ে কার্যত ইতিহাস লিখে ফেলল 'অ্যাটলাস লায়ন্স'রা (Morocco beat Belgium) ।

Etv Bharat
FIFA World Cup
author img

By

Published : Nov 27, 2022, 8:49 PM IST

Updated : Nov 27, 2022, 9:21 PM IST

আল থুমামা, 27 নভেম্বর: অঘটনের বিশ্বকাপ ? প্রথম ম্যাচেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেছে আর্জেন্তিনা, জার্মানি । আটকে গিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, উরুগুয়ে । এবার সেই তালিকাতেই যুক্ত হল কাতার বিশ্বকাপের কালো ঘোড়া'রা (FIFA World Cup 2022) । আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম । টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দেশকে হারিয়ে কার্যত ইতিহাস লিখে ফেলল অ্যাটলাস লায়ন্সরা (Morocco beat Belgium)।

দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল করেন আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবুখলাল । প্রথমার্ধে ভার-এর দৌলতে মরক্কোর একটি গোল বাতিল হয় । 1998 সালের পর বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম জয় । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে মাত্র তিনটি ম্যাচ জিতেছে আফ্রিকার এই দেশ । এদিন মরক্কোকে হারালেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করত কেভিন দে ব্রুইন, কুর্তোয়ারা । এই অঘটনের ফলে চাপ বেড়ে গেল ক্রোয়েশিয়ার ।

FIFA World Cup
ইতিহাস লিখে ফেলল 'অ্যাটলাস লায়ন্স'রা

আরও পড়ুন: বিশ্বকাপে তিকিতাকার বিরুদ্ধে টিকে থাকার লড়াই জার্মানির

গ্রুপের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে কানাডা । অন্যদিকে গতবারের রানার-আপ'রা খেলবে বেলজিয়ামের সঙ্গে ।

আল থুমামা, 27 নভেম্বর: অঘটনের বিশ্বকাপ ? প্রথম ম্যাচেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেছে আর্জেন্তিনা, জার্মানি । আটকে গিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, উরুগুয়ে । এবার সেই তালিকাতেই যুক্ত হল কাতার বিশ্বকাপের কালো ঘোড়া'রা (FIFA World Cup 2022) । আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম । টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দেশকে হারিয়ে কার্যত ইতিহাস লিখে ফেলল অ্যাটলাস লায়ন্সরা (Morocco beat Belgium)।

দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল করেন আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবুখলাল । প্রথমার্ধে ভার-এর দৌলতে মরক্কোর একটি গোল বাতিল হয় । 1998 সালের পর বিশ্বকাপে এটি মরক্কোর প্রথম জয় । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে মাত্র তিনটি ম্যাচ জিতেছে আফ্রিকার এই দেশ । এদিন মরক্কোকে হারালেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করত কেভিন দে ব্রুইন, কুর্তোয়ারা । এই অঘটনের ফলে চাপ বেড়ে গেল ক্রোয়েশিয়ার ।

FIFA World Cup
ইতিহাস লিখে ফেলল 'অ্যাটলাস লায়ন্স'রা

আরও পড়ুন: বিশ্বকাপে তিকিতাকার বিরুদ্ধে টিকে থাকার লড়াই জার্মানির

গ্রুপের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে কানাডা । অন্যদিকে গতবারের রানার-আপ'রা খেলবে বেলজিয়ামের সঙ্গে ।

Last Updated : Nov 27, 2022, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.