মালাপ্পুরম, 20 মার্চ : শনিবার উত্তর কেরালা জেলার ভান্দুরের কাছে একটি ফুটবল স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারি ধসে পড়ে 100 জনেরও বেশি আহত হয়েছেন (More Than 100 Injured As Football Gallery Collapses in Malappuram) ৷ সেভেনস ফুটবল টুর্নামেন্ট চলাকালীন শনিবার রাত 9.45 নাগাদ দুর্ঘটনাটি ঘটে । ভান্দুরের পুনগোড এলপি স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷
আহতদের ভান্দুর এনআইএমএস, নীলাম্বুর জেলা হাসপাতাল এবং মাঞ্জেরি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ।
আরও পড়ুন : Footballer Died in Nadia : খেপের মাঠে দেবজ্যোতির মৃত্যু নিয়ে কী বলছেন ফুটবল-কর্তারা
ম্যাচটি দেখতে 10,000 জনেরও বেশি লোক এসেছিলেন এবং বাঁশের তৈরি অস্থায়ী গ্যালারিটি ধারণ ক্ষমতা অত বেশি ছিল না (Kerala Football Stadium)। এই অঞ্চলে দু‘দিন ধরে ভারী বৃষ্টি হয় ৷ এই বৃষ্টি ও ভিড়ের কারণে অস্থায়ী গ্যালারিটি ধসে পড়েছে বলে প্রাথমিক ধারণা । ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিকাভু পুলিশ আয়োজকদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে। মামলাটি আইপিসির 308 ধারার অধীনে নথিভুক্ত করা হয়েছে, যা জামিন অযোগ্য় । 3,000 জনের ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে প্রায় 8,000 লোকে উপচে পড়েছিল বলে কালিকাভু পুলিশ জানিয়েছে ৷ পুলিশ এই পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করেছে ।
আরও পড়ুন : Hijab verdict : হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের বিচারপতিদের প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার 2
পুলিশ জানিয়েছে, তারা এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে ।