ETV Bharat / sports

Debashis Dutta on Mohun Bagan : কলকাতা লিগে প্রত্যাবর্তন, ফিরছে হকি ও টেনিস; মোহনবাগান সচিব হয়ে সিদ্ধান্ত দেবাশিষ দত্তের

author img

By

Published : Mar 25, 2022, 9:33 AM IST

মোহনবাগানের সচিব পদে নির্বাচিত হয়েই ক্লাবের খোলনলচে বদলের কথা জানালেন দেবাশিস দত্ত ৷ সবচেয়ে বড় ঘোষণা করলেন তিনি ৷ জানালেন, এই মরসুমে কলকাতা ফুটবল লিগে ফিরবে সবুজ-মেরুন দল (Mohun Bagan will Play in CFL) ৷ সেই সঙ্গে, ক্লাবে হকি ও টেনিসের মতো খেলাকে ফের শুরু করার কথাও ঘোষণা করলেন তিনি ৷ সেই সঙ্গে এক নতুন যুগের হাওয়া লাগল পালতোলা নৌকায় (New Era of Mohun Bagan Club) ৷

Mohun Bagan News
মোহনবাগান সচিব হয়ে নয়া সিদ্ধান্ত দেবাশিষ দত্তের

কলকাতা, 25 মার্চ : মোহনবাগানে বসু জমানা কার্যত শেষ । শুরু হল দত্ত এবং বন্দ্যোপাধ্যায় জমানার । বৃহস্পতিবার অফিসিয়ালি মোহনবাগানের সচিবের পদে বসলেন দেবাশিস দত্ত । 22 জনের যে প্যানেল সবুজ মেরুনের প্রশাসনিক পদে বসল, তাতে সচিব পদে দেবাশিস দত্ত ছাড়াও সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় ৷

সচিব পদে বসার আগে ক্লাব সভাপতি টুটু বসুকে প্রণাম করে আর্শীবাদ নিয়ে নতুন ইনিংস শুরু করার কথা জানিয়েছেন দেবাশিস দত্ত । সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, বসু ও মিত্র পরিবারের সঙ্গে তিনি আগের মতোই আছেন, থাকবেনও ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি, তার বড় অবদান টুটু বসু ও অঞ্জন মিত্রের । এঁরা না থাকলে সম্ভব হত না ৷ আজ সকালেই টুটুদার আর্শীবাদ নিয়ে এসেছি ৷ আমাকে সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে তিনি ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন ৷’’

মোহনবাগান ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিকভাবে সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন দেবাশিস দত্ত ৷ প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় নতুন সচিব সহ অন‍্যান‍্য আধিকারিক ও কর্মসমিতির নাম ঘোষণা করেন ৷ এবারে বিরোধী পক্ষের কোনও প্রতিনিধি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বপন বন্দ্যোপাধ্যায়ের প‍্যানেলের 22 জনের প্রতিনিধির নাম ঘোষণা করা হয় ৷ দেবাশিস দত্ত সচিব হওয়া ছাড়াও সহ-সচিব পদে সত‍্যজিৎ চ‍ট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব পদে স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় নির্বাচিত হয়েছেন ৷ ফলে মোহনবাগানে কার্যত বসুদের যুগ শেষ (New Era of Mohun Bagan Club) ৷

সচিব পদে বসেই এক গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছেন নবনির্বাচিত সচিব দেবাশিস দত্ত। নতুন মরসুমে মোহনবাগান কলকাতা ফুটবল লিগে অংশ নেবে (Mohun Bagan will Play in CFL) ৷ শুধু কলকাতা লিগ নয়, শিল্ড, ডুরান্ড কাপেও সিনিয়র দল অংশ নেবে বলে জানিয়েছেন তিনি ৷ পয়লা এপ্রিল থেকে সবুজ মেরুন ফুটবলাররা অনুশীলন শুরু করবেন ৷ দেবাশিষ দত্ত বলছেন, গোয়া থেকে ক্লাবে জিমনাসিয়ামের সরঞ্জাম পৌঁছে গিয়েছে ৷ এখন থেকে ক্লাবে এসেই সিনিয়র দলের ফুটবলাররা জিম করবেন ৷

আরও পড়ুন : Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন

কারণ 15 এপ্রিল পযর্ন্ত মাঠ হকি দলের দখলে । তাই অনুশীলন সম্ভব নয় । তার পর থেকেই ক্লাবের মাঠ নতুন করে তৈরির কাজ শুরু হবে ৷ মাঠ তৈরি হয়ে গেলে মোহনবাগান সিনিয়র দল ক্লাবের মাঠেই অনুশীলন করবে ৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে দেওয়া কথা অনুসারে সামনের বছর থেকে মহিলা ফুটবল দল তৈরি করবে এবং কন‍্যাশ্রী কাপে অংশ নেবে মোহনবাগান ৷

হকিতে ফিরছে মোহনবাগান, এমনটাই জানিয়েছেন নতুন সচিব। তাই নতুন করে তৈরি হবে মোহনবাগানের হকি দল। ইতিমধ্যে শক্তিশালী হকি দল গড়েছে ইস্টবেঙ্গল । অতীতে হকির মতো অ‍্যাথলেটিক্সেও বহু সাফল‍্য পেয়েছিল সবুজ-মেরুন ক্লাব ৷ তাই এবার ক্লাবের অ‍্যাথলেটিক্সকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ৷ মোহনবাগান ক্লাবের নিজস্ব টেনিস খেলার চল ছিল ৷ বহু বছর তা বন্ধ ৷ সেই টেনিসও শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি দেবাশিস দত্ত ৷

আরও পড়ুন : FIFA World Cup Qatar 2022 : ফুটবলের সর্বোচ্চ মঞ্চে 'ভারত', কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বাইজুস

শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে একটি রাস্তার নামকরণ করা হবে ৷ তাই নিয়ে ইতিমধ্যে শিলিগুড়ি পৌরসভার চেয়ারম‍্যান গৌতম দেবের সঙ্গে কথাও হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে ৷ সমর্থকদের জন্য আপাতত দু’টি সদস্য কার্ড রয়েছে ৷ দুটি কার্ডের পরিবর্তে একটি কার্ডের ব্যবস্থা করা হবে ৷ সেই সঙ্গে ভবিষ্যতে যাতে সদস্যরা অনলাইনে টাকা জমা করে সদস‍্যপদ নবীকরণ করতে পারেন সেই ব‍্যবস্থা করা হচ্ছে ৷ প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে ক্লাব তাঁবুতে গেট করা হবে খুব শীঘ্রই ৷

অন্যদিকে ফুটবল সচিব পদে থেকে গেলেন মুখ‍্যমন্ত্রীর ছোট ভাই ও বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় ৷ কিন্তু, এটিকে মোহনবাগানের দলে ফুটবল সচিবের ভূমিকা কোনও থাকবে ? উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘‘বাবুনের বড় ভূমিকা থাকবে ৷ ভবিষ্যতে আপনারা জানতে পারবেন ৷’’

আরও পড়ুন : IPL 2022 : 25 শতাংশ দর্শক উপস্থিতিতে পঞ্চদশ আইপিএল, জানাল আয়োজকরা

এখন প্রশ্ন হল সভাপতি কে হবেন ? টুটু বসুকে কি সভাপতি হিসেবে দেখা যাবে ? দেবাশিস দত্ত বলেন, "নতুন কর্ম সমিতির প্রথম বৈঠক হবে আগামী 30 মার্চ ৷ ওই বৈঠকেই সভাপতি নির্বাচন করা হবে ৷ সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে, আপনাদের জানিয়ে রাখি, টুটুদা মানেই মোহনবাগান ৷ আর মোহনবাগান মানেই টুটুদা ৷ মোহনবাগানিদের হৃদয়ে চিরকাল টুটু বসু থাকবেন ৷’’

আরও পড়ুন : MS Dhoni Quits Captaincy: চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন মাহি, ধোনির ব্যাটন জাড্ডুর হাতে

কয়েক মাস আগেও মোহনবাগান সদস‍্য-সমর্থকদের একটা অংশ দাবি করেন, ক্লাবের নামে আগে এটিকে শব্দ সরিয়ে ফেলতে হবে ৷ এই নিয়ে বিক্ষোভ কম হয়নি ৷ নতুন সচিবের যুগে এই বিষয়টা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে ? তা জানতে সকলেই আগ্রহী ৷ দেবাশিস দত্ত বলেছেন, ‘‘ব‍্যক্তিগত ভাবে আমিও শুধু মোহনবাগানের পক্ষে ৷ কিন্তু, আজকের দিনে বাণিজ্যিক দিকটির দিকে তাকিয়ে সবকিছু করতে হয় ৷ এটিকের কোনও টিম নেই ৷ কিন্তু, ওদের যে কোম্পানি আছে তার ব্র‍্যান্ড হচ্ছে এটিকে ৷ ওরা অর্থ দিচ্ছে ৷ আর অর্থ নেওয়ার জন্য আমাদের সঙ্গে এই ব্র‍্যান্ডটা যুক্ত হয়েছে ৷ আমি জানি কিছু সদস‍্য-সমর্থকদের কষ্ট হচ্ছে ৷ তাঁদের এই কষ্ট নিয়ে আমাদের নতুন কর্ম সমিতি নিশ্চিত ভাবনা চিন্তা করবে ৷’’

কলকাতা, 25 মার্চ : মোহনবাগানে বসু জমানা কার্যত শেষ । শুরু হল দত্ত এবং বন্দ্যোপাধ্যায় জমানার । বৃহস্পতিবার অফিসিয়ালি মোহনবাগানের সচিবের পদে বসলেন দেবাশিস দত্ত । 22 জনের যে প্যানেল সবুজ মেরুনের প্রশাসনিক পদে বসল, তাতে সচিব পদে দেবাশিস দত্ত ছাড়াও সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব স্বপন বন্দোপাধ্যায় ৷

সচিব পদে বসার আগে ক্লাব সভাপতি টুটু বসুকে প্রণাম করে আর্শীবাদ নিয়ে নতুন ইনিংস শুরু করার কথা জানিয়েছেন দেবাশিস দত্ত । সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, বসু ও মিত্র পরিবারের সঙ্গে তিনি আগের মতোই আছেন, থাকবেনও ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি, তার বড় অবদান টুটু বসু ও অঞ্জন মিত্রের । এঁরা না থাকলে সম্ভব হত না ৷ আজ সকালেই টুটুদার আর্শীবাদ নিয়ে এসেছি ৷ আমাকে সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে তিনি ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন ৷’’

মোহনবাগান ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিকভাবে সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন দেবাশিস দত্ত ৷ প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় নতুন সচিব সহ অন‍্যান‍্য আধিকারিক ও কর্মসমিতির নাম ঘোষণা করেন ৷ এবারে বিরোধী পক্ষের কোনও প্রতিনিধি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বপন বন্দ্যোপাধ্যায়ের প‍্যানেলের 22 জনের প্রতিনিধির নাম ঘোষণা করা হয় ৷ দেবাশিস দত্ত সচিব হওয়া ছাড়াও সহ-সচিব পদে সত‍্যজিৎ চ‍ট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব পদে স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় নির্বাচিত হয়েছেন ৷ ফলে মোহনবাগানে কার্যত বসুদের যুগ শেষ (New Era of Mohun Bagan Club) ৷

সচিব পদে বসেই এক গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছেন নবনির্বাচিত সচিব দেবাশিস দত্ত। নতুন মরসুমে মোহনবাগান কলকাতা ফুটবল লিগে অংশ নেবে (Mohun Bagan will Play in CFL) ৷ শুধু কলকাতা লিগ নয়, শিল্ড, ডুরান্ড কাপেও সিনিয়র দল অংশ নেবে বলে জানিয়েছেন তিনি ৷ পয়লা এপ্রিল থেকে সবুজ মেরুন ফুটবলাররা অনুশীলন শুরু করবেন ৷ দেবাশিষ দত্ত বলছেন, গোয়া থেকে ক্লাবে জিমনাসিয়ামের সরঞ্জাম পৌঁছে গিয়েছে ৷ এখন থেকে ক্লাবে এসেই সিনিয়র দলের ফুটবলাররা জিম করবেন ৷

আরও পড়ুন : Juan Ferrando : ফের কোচের চেয়ারে ফেরান্দো, এপ্রিলে অনুশীলনে নামছে সবুজ-মেরুন

কারণ 15 এপ্রিল পযর্ন্ত মাঠ হকি দলের দখলে । তাই অনুশীলন সম্ভব নয় । তার পর থেকেই ক্লাবের মাঠ নতুন করে তৈরির কাজ শুরু হবে ৷ মাঠ তৈরি হয়ে গেলে মোহনবাগান সিনিয়র দল ক্লাবের মাঠেই অনুশীলন করবে ৷ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে দেওয়া কথা অনুসারে সামনের বছর থেকে মহিলা ফুটবল দল তৈরি করবে এবং কন‍্যাশ্রী কাপে অংশ নেবে মোহনবাগান ৷

হকিতে ফিরছে মোহনবাগান, এমনটাই জানিয়েছেন নতুন সচিব। তাই নতুন করে তৈরি হবে মোহনবাগানের হকি দল। ইতিমধ্যে শক্তিশালী হকি দল গড়েছে ইস্টবেঙ্গল । অতীতে হকির মতো অ‍্যাথলেটিক্সেও বহু সাফল‍্য পেয়েছিল সবুজ-মেরুন ক্লাব ৷ তাই এবার ক্লাবের অ‍্যাথলেটিক্সকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ৷ মোহনবাগান ক্লাবের নিজস্ব টেনিস খেলার চল ছিল ৷ বহু বছর তা বন্ধ ৷ সেই টেনিসও শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি দেবাশিস দত্ত ৷

আরও পড়ুন : FIFA World Cup Qatar 2022 : ফুটবলের সর্বোচ্চ মঞ্চে 'ভারত', কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বাইজুস

শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে একটি রাস্তার নামকরণ করা হবে ৷ তাই নিয়ে ইতিমধ্যে শিলিগুড়ি পৌরসভার চেয়ারম‍্যান গৌতম দেবের সঙ্গে কথাও হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে ৷ সমর্থকদের জন্য আপাতত দু’টি সদস্য কার্ড রয়েছে ৷ দুটি কার্ডের পরিবর্তে একটি কার্ডের ব্যবস্থা করা হবে ৷ সেই সঙ্গে ভবিষ্যতে যাতে সদস্যরা অনলাইনে টাকা জমা করে সদস‍্যপদ নবীকরণ করতে পারেন সেই ব‍্যবস্থা করা হচ্ছে ৷ প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে ক্লাব তাঁবুতে গেট করা হবে খুব শীঘ্রই ৷

অন্যদিকে ফুটবল সচিব পদে থেকে গেলেন মুখ‍্যমন্ত্রীর ছোট ভাই ও বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ‍্যোপাধ‍্যায় ৷ কিন্তু, এটিকে মোহনবাগানের দলে ফুটবল সচিবের ভূমিকা কোনও থাকবে ? উত্তরে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘‘বাবুনের বড় ভূমিকা থাকবে ৷ ভবিষ্যতে আপনারা জানতে পারবেন ৷’’

আরও পড়ুন : IPL 2022 : 25 শতাংশ দর্শক উপস্থিতিতে পঞ্চদশ আইপিএল, জানাল আয়োজকরা

এখন প্রশ্ন হল সভাপতি কে হবেন ? টুটু বসুকে কি সভাপতি হিসেবে দেখা যাবে ? দেবাশিস দত্ত বলেন, "নতুন কর্ম সমিতির প্রথম বৈঠক হবে আগামী 30 মার্চ ৷ ওই বৈঠকেই সভাপতি নির্বাচন করা হবে ৷ সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে, আপনাদের জানিয়ে রাখি, টুটুদা মানেই মোহনবাগান ৷ আর মোহনবাগান মানেই টুটুদা ৷ মোহনবাগানিদের হৃদয়ে চিরকাল টুটু বসু থাকবেন ৷’’

আরও পড়ুন : MS Dhoni Quits Captaincy: চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়লেন মাহি, ধোনির ব্যাটন জাড্ডুর হাতে

কয়েক মাস আগেও মোহনবাগান সদস‍্য-সমর্থকদের একটা অংশ দাবি করেন, ক্লাবের নামে আগে এটিকে শব্দ সরিয়ে ফেলতে হবে ৷ এই নিয়ে বিক্ষোভ কম হয়নি ৷ নতুন সচিবের যুগে এই বিষয়টা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে ? তা জানতে সকলেই আগ্রহী ৷ দেবাশিস দত্ত বলেছেন, ‘‘ব‍্যক্তিগত ভাবে আমিও শুধু মোহনবাগানের পক্ষে ৷ কিন্তু, আজকের দিনে বাণিজ্যিক দিকটির দিকে তাকিয়ে সবকিছু করতে হয় ৷ এটিকের কোনও টিম নেই ৷ কিন্তু, ওদের যে কোম্পানি আছে তার ব্র‍্যান্ড হচ্ছে এটিকে ৷ ওরা অর্থ দিচ্ছে ৷ আর অর্থ নেওয়ার জন্য আমাদের সঙ্গে এই ব্র‍্যান্ডটা যুক্ত হয়েছে ৷ আমি জানি কিছু সদস‍্য-সমর্থকদের কষ্ট হচ্ছে ৷ তাঁদের এই কষ্ট নিয়ে আমাদের নতুন কর্ম সমিতি নিশ্চিত ভাবনা চিন্তা করবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.