ETV Bharat / sports

Mohun Bagan Super Giants: প্রীতমকে প্রস্তাব কেরালার, মেরিনার্স ছাড়তে পারেন হুগো-কাউকো - মোহনবাগান সুপার জায়ান্টস

ময়দানে গুঞ্জন, সোয়াপ ডিলে মোহনবাগান প্রীতম কোটালকে ছাড়বে মোহনবাগান সুপার জায়ান্টস । আইএসএল জয়ী দলের অন্যতম জনি কাউকো, হুগো বুমোসকেও ছেড়ে দিচ্ছে গঙ্গাপাড়ের ক্লাব ৷

Etv Bharat
মোহনবাগান সুপার জায়ান্টস
author img

By

Published : Jun 15, 2023, 10:56 PM IST

কলকাতা, 15 জুন: দলবদলের বাজারে বড়সড় ধাক্কা খেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস । আইএসএল জয়ী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য প্রীতম কোটাল এবং হুগো বুমোস সম্ভবত দল ছাড়তে চলেছেন । সূত্রের খবর, মোহনবাগান অধিনায়ককে সই করাচ্ছে কেরালা ব্লাস্টার্স । প্রীতম কোটালকে সই করাতে পারে কেরালা । প্রীতম এই মুহূর্তে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে ভুবনেশ্বরে রয়েছেন । ফলে সবুজ মেরুন অধিনায়কের দলবদলের সঠিক ছবিটা কিছুটা হলেও অষ্পষ্ট ।

তবে যে গুঞ্জন সামনে এসেছে তা নিয়ে কোনও বিবৃতি সংশ্লিষ্ট ফুটবলার বা মোহনবাগান সুপার জায়ান্টসের তরফে দেওয়া হয়নি । গত মরশুমে আইএসএল জেতা মোহনবাগান দলের অন্যতম বড় স্তম্ভ প্রীতম । সবুজ-মেরুনের ক্যাপ্টেন বাঙালি ডিফেন্ডার । আইএসএলে দলের প্রতিটি ম্যাচ খেলেছেন । তা সত্ত্বেও কেন দলবদলের গুঞ্জন প্রীতমকে ঘিরে ? সবুজ মেরুন রক্ষণকে ভরসা জোগানো প্রীতমকে নাকি ইতিমধ্যেই চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স । শোনা যাচ্ছে, সোয়াপ ডিলে মোহনবাগান প্রীতম কোটালকে ছাড়বে মোহনবাগান সুপার জায়ান্টস ।

ডিফেন্স শক্তিশালী করতেই প্রীতমকেও দলে নিতে চাইছে মেন ইন ইয়েলো । কেরালা টিম ম্যানেজমেন্ট মরশুমের প্রথম দিন থেকেই একজন অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছিল । সেই কথা মাথায় রেখে প্রীতম কোটালের দিকে হাত বাড়িয়েছে কেরালা । অভিজ্ঞতা এবং দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মাথায় রেখে কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে প্রীতম কোটালকে তিন বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে । এই প্রস্তাব অনুসারে প্রীতমকে 2026 সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সে থাকতে হবে ।

যাকে কেরালা সোয়াপ ডিলে মোহনবাগানকে দিতে চাইছে সেই হরমিপাম পাঁচ বছরের জন্য চুক্তিতে রয়েছেন । এই তরুণ ফুটবলারকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে । তাঁকে সই করিয়ে নিজেদের ডিফেন্স আরও শক্তিশালী করতে চাইছে এই নয়, ভবিষ্যতের কথাও মাথায় রাখছে সবুজ-মেরুন ক্লাব ।

ফরাসি ডিফেন্ডার হুগো বুমোস এবং ফিনল্যাণ্ডের ইউরো কাপার জনি কাউকোকেও ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট । হুগোকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগে থেকেই বেশ বিরক্ত ছিল । কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে খবর । তাই ফরাসি মিডফিল্ডারকে ছাড়ার ব্যাপারে নাকি সম্মতি দিয়েছেন সবুজ মেরুন কোচ স্বয়ং ।

শোনা গিয়েছিল, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাঁকে ছেড়েই দিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস । ট্রফি নিয়ে কলকাতায় প্রদর্শনের দিনেও হুগো বুমোস দূরেই দাঁড়িয়ে ছিলেন । সেদিন থেকেই ফরাসি ডিফেন্ডারকে ছাড়ার জল্পনা জোরালো হতে থাকে । হয়তো সেটাই বাস্তবায়ন হতে চলেছে । অন্য দলকে 2 কোটি টাকা দিয়ে বুমোসকে নিতে ট্রান্সফার ফি দিতে হবে ।

অন্যদিকে ইউরো খেলা জনি কাউকো গত মরশুম থেকেই চোটের কবলে পড়েছিলেন । এই মরশুমেও তাঁর মাঠে ফিরতে অনেকটা সময় লাগবে । চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে ফিট হতে পারবেন না জনি কাউকো । তাঁর ম্যাচ ফিট করতে আরও সময় লাগবে । সেই জন্যই হয়ত তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে । আইএসএলের ট্রান্সফার উইন্ডো খুলে যেতেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেসন কামিংসকে সই করিয়েছে মোহনবাগান । জনি কাউকো এবং হুগো বুমোসকে ছাড়লে অর্থ বাঁচাতে পারবে তারা । সেই অর্থ কামিন্সের জন্য ব্যয় হবে ।

আরও পড়ুন : লক্ষ্য ক্রাউড ফান্ডিংয়ে গতি, উত্তরবঙ্গে লাল-হলুদ কর্মকর্তারা

কলকাতা, 15 জুন: দলবদলের বাজারে বড়সড় ধাক্কা খেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস । আইএসএল জয়ী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য প্রীতম কোটাল এবং হুগো বুমোস সম্ভবত দল ছাড়তে চলেছেন । সূত্রের খবর, মোহনবাগান অধিনায়ককে সই করাচ্ছে কেরালা ব্লাস্টার্স । প্রীতম কোটালকে সই করাতে পারে কেরালা । প্রীতম এই মুহূর্তে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে ভুবনেশ্বরে রয়েছেন । ফলে সবুজ মেরুন অধিনায়কের দলবদলের সঠিক ছবিটা কিছুটা হলেও অষ্পষ্ট ।

তবে যে গুঞ্জন সামনে এসেছে তা নিয়ে কোনও বিবৃতি সংশ্লিষ্ট ফুটবলার বা মোহনবাগান সুপার জায়ান্টসের তরফে দেওয়া হয়নি । গত মরশুমে আইএসএল জেতা মোহনবাগান দলের অন্যতম বড় স্তম্ভ প্রীতম । সবুজ-মেরুনের ক্যাপ্টেন বাঙালি ডিফেন্ডার । আইএসএলে দলের প্রতিটি ম্যাচ খেলেছেন । তা সত্ত্বেও কেন দলবদলের গুঞ্জন প্রীতমকে ঘিরে ? সবুজ মেরুন রক্ষণকে ভরসা জোগানো প্রীতমকে নাকি ইতিমধ্যেই চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স । শোনা যাচ্ছে, সোয়াপ ডিলে মোহনবাগান প্রীতম কোটালকে ছাড়বে মোহনবাগান সুপার জায়ান্টস ।

ডিফেন্স শক্তিশালী করতেই প্রীতমকেও দলে নিতে চাইছে মেন ইন ইয়েলো । কেরালা টিম ম্যানেজমেন্ট মরশুমের প্রথম দিন থেকেই একজন অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছিল । সেই কথা মাথায় রেখে প্রীতম কোটালের দিকে হাত বাড়িয়েছে কেরালা । অভিজ্ঞতা এবং দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মাথায় রেখে কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে প্রীতম কোটালকে তিন বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে । এই প্রস্তাব অনুসারে প্রীতমকে 2026 সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সে থাকতে হবে ।

যাকে কেরালা সোয়াপ ডিলে মোহনবাগানকে দিতে চাইছে সেই হরমিপাম পাঁচ বছরের জন্য চুক্তিতে রয়েছেন । এই তরুণ ফুটবলারকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে । তাঁকে সই করিয়ে নিজেদের ডিফেন্স আরও শক্তিশালী করতে চাইছে এই নয়, ভবিষ্যতের কথাও মাথায় রাখছে সবুজ-মেরুন ক্লাব ।

ফরাসি ডিফেন্ডার হুগো বুমোস এবং ফিনল্যাণ্ডের ইউরো কাপার জনি কাউকোকেও ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট । হুগোকে নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগে থেকেই বেশ বিরক্ত ছিল । কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে খবর । তাই ফরাসি মিডফিল্ডারকে ছাড়ার ব্যাপারে নাকি সম্মতি দিয়েছেন সবুজ মেরুন কোচ স্বয়ং ।

শোনা গিয়েছিল, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাঁকে ছেড়েই দিতে চেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস । ট্রফি নিয়ে কলকাতায় প্রদর্শনের দিনেও হুগো বুমোস দূরেই দাঁড়িয়ে ছিলেন । সেদিন থেকেই ফরাসি ডিফেন্ডারকে ছাড়ার জল্পনা জোরালো হতে থাকে । হয়তো সেটাই বাস্তবায়ন হতে চলেছে । অন্য দলকে 2 কোটি টাকা দিয়ে বুমোসকে নিতে ট্রান্সফার ফি দিতে হবে ।

অন্যদিকে ইউরো খেলা জনি কাউকো গত মরশুম থেকেই চোটের কবলে পড়েছিলেন । এই মরশুমেও তাঁর মাঠে ফিরতে অনেকটা সময় লাগবে । চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে ফিট হতে পারবেন না জনি কাউকো । তাঁর ম্যাচ ফিট করতে আরও সময় লাগবে । সেই জন্যই হয়ত তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে । আইএসএলের ট্রান্সফার উইন্ডো খুলে যেতেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেসন কামিংসকে সই করিয়েছে মোহনবাগান । জনি কাউকো এবং হুগো বুমোসকে ছাড়লে অর্থ বাঁচাতে পারবে তারা । সেই অর্থ কামিন্সের জন্য ব্যয় হবে ।

আরও পড়ুন : লক্ষ্য ক্রাউড ফান্ডিংয়ে গতি, উত্তরবঙ্গে লাল-হলুদ কর্মকর্তারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.