ETV Bharat / sports

পেত্রাতোসের আশা ছাড়ছেন জুয়ান ফেরান্দো, সেটপিসে জোর সবুজ-মেরুন শিবিরে

Mohun Bagan Super Giant Preparation for AFC Cup: এএফসি কাপে আগামিকাল ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামছে জুয়ান ফেরান্দোর মোহনবাগান সুপার জায়ান্ট ৷ পরের পর্বে যেতে হলে, এই ম্যাচে জয় অতিআবশ্যক ৷ সেখানেই চোট সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 12:28 PM IST

কলকাতা, 26 নভেম্বর: বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হার এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টের পরের পর্বে যাওয়ার অংক অনেকটাই ঘেঁটে দিয়েছে ৷ সোমবার ঘরের মাঠে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ চার ম্যাচে সাত পয়েন্ট এখন বসুন্ধরা কিংস এবং মোহনবাগান সুপার জায়ান্টের ঝুলিতে ৷ কিন্তু, গোল পার্থক্যে ওপার বাংলার ক্লাব এই মুহূর্তে গ্রুপ শীর্ষে রয়েছে ৷ অন্যদিকে চার ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ৷ ফলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷

কঠিন ম্যাচের আগে চোট আঘাত সমস্যায় জেরবার মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মনবীর সিং ভারতীয় দলে খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ৷ অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে ৷ এর আগে আশিক কুরিয়ান, আনোয়ার আলি ছিটকে গিয়েছেন ৷ ফলে অস্বস্তি ছিল এবং তা আরও বেড়েছে ৷ সেই অস্বস্তিতে বাড়তি চিন্তা যোগ করেছে দিমিত্রি পেত্রাতোসের চোট ৷ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি ৷ সেই কারনণে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি পেত্রাতোস ৷ এখনও যে তিনি ফিট বলা যাবে না ৷ শনিবারও দলের ফিজিওর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে ৷

ফলে দিমিত্রি পেত্রাতোসের অনুপস্থিতি জুয়ান ফেরান্দোর চিন্তা নিঃসন্দেহে বাড়াবে ৷ এএফসি কাপের পাশাপাশি আইএসএলের লম্বা মরশুম রয়েছে ৷ ফলে দিমিত্রি পেত্রাতোস এবং মনবীর সিংকে নিয়ে সবুজ-মেরুন কোচ ঝুঁকি নিতে নারাজ ৷ দু’জনেই ফিজিওর সঙ্গে হালকা রিহ্যাব করে মাঠের বাইরে বসে ছিলেন ৷ এই অবস্থায় শনিবার অনুশীলনের মাঝখানে মাঠ ছাড়লেন অনিরুদ্ধ থাপা ৷ দলের চার গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে বাইরে থাকলেও জুয়ান ফেরান্দো সেভাবে চিন্তা করছেন না ৷ কারণ, দলে একাধিক বিকল্প রয়েছে বলে তাঁর মত ৷

বিশেষ করে সাহাল আবদুলের দুরন্ত ফর্ম মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা ৷ মাঝমাঠে তিনি এবং হুগো বুমোস নিজদের দিনে প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারেন ৷ শনিবার অনুশীলনে জুয়ান ফেরান্দো সিচ্যুয়েশন প্র্যাকটিস এবং সেটপিসে জোর দিলেন ৷ তবে, সবু- মেরুন জাতীয় দলের শিবির নিয়ে ক্ষুব্ধ ৷ ইগর স্টিম্যাচের শিবিরে যোগ দিলেই মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলাররা চোট পাচ্ছেন ৷ যা তাদের দীর্ঘ সময়ের জন্য ছিটকে দিচ্ছে ৷ এই নিয়ে আগেও ক্ষোভপ্রকাশ করেছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ৷ বর্তমান প্রেক্ষাপটে তা অস্বস্তি বাড়াচ্ছে ৷ ক্ষোভ থাকলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এএফসি কাপের ম্যাচে জয়ের ছক সাজাতে চাইছেন জুয়ান ফেরান্দো ৷

আরও পড়ুন:

  1. চেন্নাইয়ে ইস্টবেঙ্গল, আগামী 5 ম্যাচে বেশি সংখ্যক পয়েন্ট তুলতে চান কুয়াদ্রাত
  2. প্রথম ডিভিশন ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সিআর সেভেন
  3. ওড়িশায় ফিফার অ্যাকাডেমি, ফুটবলে বঞ্চনার শিকার বাংলা; মত ক্রীড়ামন্ত্রীর

কলকাতা, 26 নভেম্বর: বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হার এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টের পরের পর্বে যাওয়ার অংক অনেকটাই ঘেঁটে দিয়েছে ৷ সোমবার ঘরের মাঠে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ চার ম্যাচে সাত পয়েন্ট এখন বসুন্ধরা কিংস এবং মোহনবাগান সুপার জায়ান্টের ঝুলিতে ৷ কিন্তু, গোল পার্থক্যে ওপার বাংলার ক্লাব এই মুহূর্তে গ্রুপ শীর্ষে রয়েছে ৷ অন্যদিকে চার ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ৷ ফলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷

কঠিন ম্যাচের আগে চোট আঘাত সমস্যায় জেরবার মোহনবাগান সুপার জায়ান্ট ৷ মনবীর সিং ভারতীয় দলে খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ৷ অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে ৷ এর আগে আশিক কুরিয়ান, আনোয়ার আলি ছিটকে গিয়েছেন ৷ ফলে অস্বস্তি ছিল এবং তা আরও বেড়েছে ৷ সেই অস্বস্তিতে বাড়তি চিন্তা যোগ করেছে দিমিত্রি পেত্রাতোসের চোট ৷ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি ৷ সেই কারনণে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি পেত্রাতোস ৷ এখনও যে তিনি ফিট বলা যাবে না ৷ শনিবারও দলের ফিজিওর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে ৷

ফলে দিমিত্রি পেত্রাতোসের অনুপস্থিতি জুয়ান ফেরান্দোর চিন্তা নিঃসন্দেহে বাড়াবে ৷ এএফসি কাপের পাশাপাশি আইএসএলের লম্বা মরশুম রয়েছে ৷ ফলে দিমিত্রি পেত্রাতোস এবং মনবীর সিংকে নিয়ে সবুজ-মেরুন কোচ ঝুঁকি নিতে নারাজ ৷ দু’জনেই ফিজিওর সঙ্গে হালকা রিহ্যাব করে মাঠের বাইরে বসে ছিলেন ৷ এই অবস্থায় শনিবার অনুশীলনের মাঝখানে মাঠ ছাড়লেন অনিরুদ্ধ থাপা ৷ দলের চার গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে বাইরে থাকলেও জুয়ান ফেরান্দো সেভাবে চিন্তা করছেন না ৷ কারণ, দলে একাধিক বিকল্প রয়েছে বলে তাঁর মত ৷

বিশেষ করে সাহাল আবদুলের দুরন্ত ফর্ম মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা ৷ মাঝমাঠে তিনি এবং হুগো বুমোস নিজদের দিনে প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে পারেন ৷ শনিবার অনুশীলনে জুয়ান ফেরান্দো সিচ্যুয়েশন প্র্যাকটিস এবং সেটপিসে জোর দিলেন ৷ তবে, সবু- মেরুন জাতীয় দলের শিবির নিয়ে ক্ষুব্ধ ৷ ইগর স্টিম্যাচের শিবিরে যোগ দিলেই মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলাররা চোট পাচ্ছেন ৷ যা তাদের দীর্ঘ সময়ের জন্য ছিটকে দিচ্ছে ৷ এই নিয়ে আগেও ক্ষোভপ্রকাশ করেছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ৷ বর্তমান প্রেক্ষাপটে তা অস্বস্তি বাড়াচ্ছে ৷ ক্ষোভ থাকলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এএফসি কাপের ম্যাচে জয়ের ছক সাজাতে চাইছেন জুয়ান ফেরান্দো ৷

আরও পড়ুন:

  1. চেন্নাইয়ে ইস্টবেঙ্গল, আগামী 5 ম্যাচে বেশি সংখ্যক পয়েন্ট তুলতে চান কুয়াদ্রাত
  2. প্রথম ডিভিশন ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সিআর সেভেন
  3. ওড়িশায় ফিফার অ্যাকাডেমি, ফুটবলে বঞ্চনার শিকার বাংলা; মত ক্রীড়ামন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.