ETV Bharat / sports

CFL 2023: ফের গোল পেলেন সবুজ-মেরুনের নয়া গোলমেশিন, ইউনাইটেড স্পোর্টসকে হারাল বাগান

Mohun Bagan Super Giant beat United FC: অপ্রতিরোধ্য মোহনবাগান । কলকাতা লিগেও জয়ের ধারা অব্যহত রাখল সবুজ-মেরুন ব্রিগেড । এবার সোমবারের ডুরান্ড কাপের প্রস্তুতিতে নামবেন জুয়ান ফেরান্দো ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 5, 2023, 9:29 PM IST

Updated : Aug 5, 2023, 11:06 PM IST

অপ্রতিরোধ্য মোহনবাগান

কলকাতা, 5 অগস্ট: মোহনবাগানের নতুন তারার নাম সুহেল আহমেদ ভাট । অনেক তারার ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য কাশ্মীরি যুবা আসেননি । নিজেকে যত্ন করতে পারলে স্বপ্ন দেখাতে পারবেন । কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের ম্যাচ মিলিয়ে সুহেলের নামের পাশে ইতিমধ্যে 9 গোল লেখা হয়ে গিয়েছে । মাস্তান আহমেদের হাত ধরে ভারতীয় ফুটবলে কাশ্মীরি ফুটবলারদের যে ঢল নেমেছিল, সেই ধারায় নতুন সংযোজন সুনীল ছেত্রী এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তটি । গোল করে তাঁর উদযাপনে রোনাল্ডোর ছোঁয়া রয়েছে । যা মোহনবাগানের জয়ের ক্যানভাসে মিষ্টি ছবি ।

দল কতটা মজবুত তা কঠিন দিনে বোঝা যায় । শনিবার মোহনবাগান মাঠে বাস্তব রায়ের ছেলেরা সেটাই করে দেখালেন । ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় আসলেও হারের শঙ্কাই ছিল প্রবল । সেখানেই অপ্রতিরোধ্য মোহনবাগান । সৌজন্যে নাওরেম এবং সুহেল ভাট । ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পর কলকাতা লিগেও জয়ের ধারা অব্যহত রাখল সবুজ-মেরুন ব্রিগেড । ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারাল মেরিনার্সরা ।

প্রথমার্ধে নয়, বিরতির পরে ম্যাচে দাপট বেশি ছিল শ্যামনগরের দলের । গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা । এমন সব গোল অ্যালোসিয়াস, রাহুলরা নষ্ট করেছেন তা চোখে না-দেখলে বিশ্বাস করা শক্ত । তার ফলেই পরাজয়ের জ্বালা ভোগ করতে হল ইউনাইটেডকে । তারক হেমব্রম, অ্যালোসিয়াসরা গোলের সামনে এসে বারবার খেই হারিয়ে ফেলছিলেন । পরপর ম্যাচ খেলায় কিছুটা হলেও ক্লান্ত লাগছিল ফারদিন আলি মোল্লা, সুমিত রাঠিদের । রক্ষণেও বেশ কয়েকবার কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল । তবে তার ফায়দা নিতে পারেননি ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা । সারা ম্যাচে 24টি শট নিলেও একটাও জালে জড়ায়নি । কিছুক্ষেত্রে একেবারে সহজ সুযোগও মিস হয়েছে । অন্যদিকে দু’টি সুযোগ পেয়েই সেখান থেকে কাঙ্খিত গোল তুলে নিয়েছে মোহনবাগান ।

দিনের শেষে গোল যার ম্যাচ তার । আর সেখানেই বাজিমাত মোহনবাগান সুপার জায়ান্টের । আসল কাজের কারিগর নংদম্বা নাওরেম এবং সুহেল ভাট । ম্যাচের 28 মিনিটের মাথায় একেবারে নিজের পরিচিত ঢঙেই গোল করে যান নাওরেম । ডানদিক থেকে উঠে এসে, ইনসাইড কাট করেন দুই ফুটবলারকে আড়াল করে, জোরালো শটে জাল কাঁপিয়ে দেন তিনি । এবারের কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচেও একইভাবে গোল করেছিলেন তিনি ।

বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল ইউনাইটেডও । 35 মিনিটে ইউনাইটেডের দীপেশ বড় সুযোগ নষ্ট করেন । দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ ইউনাইটেড রাখলেও পালটা আক্রমণ শুরু করে সবুজ-মেরুনও । যার ফলে ম্যাচের 68 মিনিটে সুযোগ চলে আসে বাগানের সামনে । প্রতি আক্রমণে উঠে নাওরেম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেন । শটটি দুরন্তভাবে বাঁচিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক রাজা বর্মন । পরের মিনিটেই ফাঁকা গোল পেয়েও গোল করতে ব্যর্থ হয় ইউনাইটেড । বল ধরতে গিয়ে গোল ছেড়ে বের হয়ে আসেন বাগান কিপার । একেবারে ফাঁকা গোল পেয়েও বিজয় বাহাদুর গুরুং গোল মিস করেন । সমতা ফেরাতে মরিয়া ইউনাইটেড বারেবারে সবুজ-মেরুন রক্ষণে হানা দিতে থাকে । ম্যাচের 87 মিনিটে জয়ের নিশ্চিত গোল পেয়ে যায় মোহনবাগান । দ্বিতীয় গোলটি করেন সুহেল আহমেদ ভাট । প্রায় 18 গজ দূর থেকে দুরন্ত শটে গোল কাশ্মীরি ফুটবলারের । তাতেই তিন পয়েন্ট নিশ্চিত করে মোহনবাগান । এবার ডুরান্ড কাপ । এবার সোমবারের প্রস্তুতিতে নামবেন জুয়ান ফেরান্দো ।

আরও পড়ুন: পাঁচ গোলে ডুরান্ডে যাত্রা শুরু, যুব দলেই বাংলাদেশের দলের বিরুদ্ধে বাজিমাত বাগানের

অপ্রতিরোধ্য মোহনবাগান

কলকাতা, 5 অগস্ট: মোহনবাগানের নতুন তারার নাম সুহেল আহমেদ ভাট । অনেক তারার ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য কাশ্মীরি যুবা আসেননি । নিজেকে যত্ন করতে পারলে স্বপ্ন দেখাতে পারবেন । কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের ম্যাচ মিলিয়ে সুহেলের নামের পাশে ইতিমধ্যে 9 গোল লেখা হয়ে গিয়েছে । মাস্তান আহমেদের হাত ধরে ভারতীয় ফুটবলে কাশ্মীরি ফুটবলারদের যে ঢল নেমেছিল, সেই ধারায় নতুন সংযোজন সুনীল ছেত্রী এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তটি । গোল করে তাঁর উদযাপনে রোনাল্ডোর ছোঁয়া রয়েছে । যা মোহনবাগানের জয়ের ক্যানভাসে মিষ্টি ছবি ।

দল কতটা মজবুত তা কঠিন দিনে বোঝা যায় । শনিবার মোহনবাগান মাঠে বাস্তব রায়ের ছেলেরা সেটাই করে দেখালেন । ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় আসলেও হারের শঙ্কাই ছিল প্রবল । সেখানেই অপ্রতিরোধ্য মোহনবাগান । সৌজন্যে নাওরেম এবং সুহেল ভাট । ডুরান্ড কাপের প্রথম ম্যাচের পর কলকাতা লিগেও জয়ের ধারা অব্যহত রাখল সবুজ-মেরুন ব্রিগেড । ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারাল মেরিনার্সরা ।

প্রথমার্ধে নয়, বিরতির পরে ম্যাচে দাপট বেশি ছিল শ্যামনগরের দলের । গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা । এমন সব গোল অ্যালোসিয়াস, রাহুলরা নষ্ট করেছেন তা চোখে না-দেখলে বিশ্বাস করা শক্ত । তার ফলেই পরাজয়ের জ্বালা ভোগ করতে হল ইউনাইটেডকে । তারক হেমব্রম, অ্যালোসিয়াসরা গোলের সামনে এসে বারবার খেই হারিয়ে ফেলছিলেন । পরপর ম্যাচ খেলায় কিছুটা হলেও ক্লান্ত লাগছিল ফারদিন আলি মোল্লা, সুমিত রাঠিদের । রক্ষণেও বেশ কয়েকবার কিছুটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল । তবে তার ফায়দা নিতে পারেননি ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা । সারা ম্যাচে 24টি শট নিলেও একটাও জালে জড়ায়নি । কিছুক্ষেত্রে একেবারে সহজ সুযোগও মিস হয়েছে । অন্যদিকে দু’টি সুযোগ পেয়েই সেখান থেকে কাঙ্খিত গোল তুলে নিয়েছে মোহনবাগান ।

দিনের শেষে গোল যার ম্যাচ তার । আর সেখানেই বাজিমাত মোহনবাগান সুপার জায়ান্টের । আসল কাজের কারিগর নংদম্বা নাওরেম এবং সুহেল ভাট । ম্যাচের 28 মিনিটের মাথায় একেবারে নিজের পরিচিত ঢঙেই গোল করে যান নাওরেম । ডানদিক থেকে উঠে এসে, ইনসাইড কাট করেন দুই ফুটবলারকে আড়াল করে, জোরালো শটে জাল কাঁপিয়ে দেন তিনি । এবারের কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচেও একইভাবে গোল করেছিলেন তিনি ।

বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল ইউনাইটেডও । 35 মিনিটে ইউনাইটেডের দীপেশ বড় সুযোগ নষ্ট করেন । দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ ইউনাইটেড রাখলেও পালটা আক্রমণ শুরু করে সবুজ-মেরুনও । যার ফলে ম্যাচের 68 মিনিটে সুযোগ চলে আসে বাগানের সামনে । প্রতি আক্রমণে উঠে নাওরেম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেন । শটটি দুরন্তভাবে বাঁচিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক রাজা বর্মন । পরের মিনিটেই ফাঁকা গোল পেয়েও গোল করতে ব্যর্থ হয় ইউনাইটেড । বল ধরতে গিয়ে গোল ছেড়ে বের হয়ে আসেন বাগান কিপার । একেবারে ফাঁকা গোল পেয়েও বিজয় বাহাদুর গুরুং গোল মিস করেন । সমতা ফেরাতে মরিয়া ইউনাইটেড বারেবারে সবুজ-মেরুন রক্ষণে হানা দিতে থাকে । ম্যাচের 87 মিনিটে জয়ের নিশ্চিত গোল পেয়ে যায় মোহনবাগান । দ্বিতীয় গোলটি করেন সুহেল আহমেদ ভাট । প্রায় 18 গজ দূর থেকে দুরন্ত শটে গোল কাশ্মীরি ফুটবলারের । তাতেই তিন পয়েন্ট নিশ্চিত করে মোহনবাগান । এবার ডুরান্ড কাপ । এবার সোমবারের প্রস্তুতিতে নামবেন জুয়ান ফেরান্দো ।

আরও পড়ুন: পাঁচ গোলে ডুরান্ডে যাত্রা শুরু, যুব দলেই বাংলাদেশের দলের বিরুদ্ধে বাজিমাত বাগানের

Last Updated : Aug 5, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.