ETV Bharat / sports

সংস্থা চালানোর যোগ্যতা নেই, আইএফএ সচিবকে বেনজির আক্রমণ বাগান সচিবের - দেবাশিস দত্ত

বৃহস্পতিবার কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট অনুপস্থিত থাকার জন্য ওয়াকওভার পেয়েছে ইস্টবেঙ্গল। যা শতাব্দীপ্রাচীন ক্লাবের মর্যাদায় বড়সড় ধাক্কা দিয়েছে। পরিপ্রেক্ষিতে সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট এবং মোহনবাগান ক্লাব একযোগে কাঠগড়ায় তুলেছে আইএফএ'কে। ঘটনায় বেজায় ক্ষুব্ধ মোহনবাগান সচিব জানালেন, আইএফএ সচিবের সংস্থা চালানোর যোগ্যতা নেই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 11:03 PM IST

আইএফএ সচিবকে বেনজির আক্রমণ বাগান সচিবের

কলকাতা, 30 নভেম্বর: কলকাতা লিগে ডার্বি বিতর্কে আইএফএ'কে তুলোধোনা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। নৈহাটি স্টেডিয়ামে বৃহস্পতিবার কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট অনুপস্থিত থাকার জন্য ওয়াকওভার পেয়েছে ইস্টবেঙ্গল। যা শতাব্দীপ্রাচীন ক্লাবের মর্যাদায় বড়সড় ধাক্কা দিয়েছে। পরিপ্রেক্ষিতে সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট এবং মোহনবাগান ক্লাব একযোগে কাঠগড়ায় তুলেছে আইএফএ'কে। তাদের অভিযোগের তির আইএফএ সচিব অনির্বাণ দত্তের দিকে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, "আমি কয়েকটি পোর্টালে দেখেছি ডার্বি আয়োজনে তৈরি আইএফএ। আমার প্রশ্ন যে ম্যাচের টিকিটই ছাপানো হল না সেই ম্যাচের আয়োজনে আইএফএ কীভাবে তৈরি হয়। আমার কাছে বিষয়টি হাস্যকর লেগেছে। বাংলার ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ডার্বি। সেটা হচ্ছে খোলা মাঠে । আমাদের চিঠি যাওয়ার পরে রাত এগারোটার সময় প্রভাব খাটিয়ে পুলিশের অনুমতি জোগাড় হয়েছে।"

আইএফএর সমালোচনা করতে গিয়ে মোহনবাগানের বর্তমান সচিব প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রর পুরানো কথা ধার করেছেন। অঞ্জন মিত্র না কি বলেছিলেন মোহনবাগানের উচিত আইএফএ থেকে বেরিয়ে ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশনে নথিভুক্ত হওয়া। আইএফএ'তে মোহনবাগান থাকতে পারবে না। সেই পরিস্থিতি প্রতিদিন তৈরি হচ্ছে।" এরপরই এদিনের ডার্বিতে দল না-নামানোয় পয়েন্ট কাটা যাওয়ার প্রশ্নটি সামনে আসে ৷ প্রত্যুত্তরে অনির্বাণ দত্তকে বিঁধে দেবাশিস দত্ত বলেন, "কিসের পয়েন্ট, কার পয়েন্ট। আইএফএর দম থাকলে মোহনবাগানকে বাদ দিয়ে কলকাতা লিগ, আইএফএ শিল্ড করে দেখাক। আমি চ্যালেঞ্জ নিচ্ছি। নিজেরাই বলছে আমার স্পনসর ছাড়া চলে না। কীসের স্পনসর। শুধুমাত্র ময়দানি রাজনীতি ছাড়া কাজ নেই। তা ছাড়া কোনও কাজ করে না। ক্ষমতাই নেই আইএফএ চালানোর। যোগ্যতা নেই আইএফএ চালানোর। দেখাচ্ছে বড় কিছু করলাম ৷"

একইসঙ্গে দেবাশিস দত্ত যোগ করে বলেন, "সব ঠিক চললে ক্রীড়ামন্ত্রী কেন ধমকাবেন। সন্তোষ ট্রফিতে কী অবস্থা বলুন। দু'বার বাংলা কোয়ালিফাইং রাউন্ড টপকাতে পারেনি। ওদের লজ্জা করে না।" এরপরই আইএসএলের টিকিট বণ্টন নিয়ে আইএফকে আক্রমণ করেন দেবাশিস দত্ত। তিনি বলেন, "প্রতিটি আইএসএল ম্যাচের টিকিট অন্য ক্লাবগুলোকে দিয়ে থাকি। কিন্তু সেই টিকিট ক্লাবগুলো পায় না। তাই আমরা সরাসরি ক্লাবগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” বাগান সচিবের কটাক্ষ থেকে বাদ পড়েনি ইস্টবেঙ্গল। দেবাশিস দত্ত বলেন, "ওটা একটা ক্লাব? ডার্বি না-খেলে রানার্স হল। আমরা হলে বলতাম মিটিং করে ঠিক করি কবে ম্যাচটা করা যায়। শুধু তাই নয় আইএফএটর নিয়মে বলা আছে ফেডারেশনের টুর্নামেন্ট ছাড়া আইএফএটর টুর্নামেন্ট চলাকালীন অন্য টুর্নামেন্টে খেলা যায় না। অথচ ইস্টবেঙ্গল ইন্ডিপেনডেন্স কাপ খেলে এল। ওদের তো বাতিল করা উচিত ৷"

আরও পড়ুন:

  1. ডার্বি ম্যাচ না-হওয়ায় মোহনবাগানকে দুষছে আইএফএ
  2. গড়াপেটার গন্ধ এবার আই লিগে, ফেডারেশনের দ্বারস্থ একাধিক ফুটবলার
  3. সিদ্ধান্তে অনড় বাগান, 'বিনা যুদ্ধেই' ডার্বিতে বাজিমাত লাল-হলুদের

আইএফএ সচিবকে বেনজির আক্রমণ বাগান সচিবের

কলকাতা, 30 নভেম্বর: কলকাতা লিগে ডার্বি বিতর্কে আইএফএ'কে তুলোধোনা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। নৈহাটি স্টেডিয়ামে বৃহস্পতিবার কলকাতা লিগের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট অনুপস্থিত থাকার জন্য ওয়াকওভার পেয়েছে ইস্টবেঙ্গল। যা শতাব্দীপ্রাচীন ক্লাবের মর্যাদায় বড়সড় ধাক্কা দিয়েছে। পরিপ্রেক্ষিতে সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট এবং মোহনবাগান ক্লাব একযোগে কাঠগড়ায় তুলেছে আইএফএ'কে। তাদের অভিযোগের তির আইএফএ সচিব অনির্বাণ দত্তের দিকে।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, "আমি কয়েকটি পোর্টালে দেখেছি ডার্বি আয়োজনে তৈরি আইএফএ। আমার প্রশ্ন যে ম্যাচের টিকিটই ছাপানো হল না সেই ম্যাচের আয়োজনে আইএফএ কীভাবে তৈরি হয়। আমার কাছে বিষয়টি হাস্যকর লেগেছে। বাংলার ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন ডার্বি। সেটা হচ্ছে খোলা মাঠে । আমাদের চিঠি যাওয়ার পরে রাত এগারোটার সময় প্রভাব খাটিয়ে পুলিশের অনুমতি জোগাড় হয়েছে।"

আইএফএর সমালোচনা করতে গিয়ে মোহনবাগানের বর্তমান সচিব প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রর পুরানো কথা ধার করেছেন। অঞ্জন মিত্র না কি বলেছিলেন মোহনবাগানের উচিত আইএফএ থেকে বেরিয়ে ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশনে নথিভুক্ত হওয়া। আইএফএ'তে মোহনবাগান থাকতে পারবে না। সেই পরিস্থিতি প্রতিদিন তৈরি হচ্ছে।" এরপরই এদিনের ডার্বিতে দল না-নামানোয় পয়েন্ট কাটা যাওয়ার প্রশ্নটি সামনে আসে ৷ প্রত্যুত্তরে অনির্বাণ দত্তকে বিঁধে দেবাশিস দত্ত বলেন, "কিসের পয়েন্ট, কার পয়েন্ট। আইএফএর দম থাকলে মোহনবাগানকে বাদ দিয়ে কলকাতা লিগ, আইএফএ শিল্ড করে দেখাক। আমি চ্যালেঞ্জ নিচ্ছি। নিজেরাই বলছে আমার স্পনসর ছাড়া চলে না। কীসের স্পনসর। শুধুমাত্র ময়দানি রাজনীতি ছাড়া কাজ নেই। তা ছাড়া কোনও কাজ করে না। ক্ষমতাই নেই আইএফএ চালানোর। যোগ্যতা নেই আইএফএ চালানোর। দেখাচ্ছে বড় কিছু করলাম ৷"

একইসঙ্গে দেবাশিস দত্ত যোগ করে বলেন, "সব ঠিক চললে ক্রীড়ামন্ত্রী কেন ধমকাবেন। সন্তোষ ট্রফিতে কী অবস্থা বলুন। দু'বার বাংলা কোয়ালিফাইং রাউন্ড টপকাতে পারেনি। ওদের লজ্জা করে না।" এরপরই আইএসএলের টিকিট বণ্টন নিয়ে আইএফকে আক্রমণ করেন দেবাশিস দত্ত। তিনি বলেন, "প্রতিটি আইএসএল ম্যাচের টিকিট অন্য ক্লাবগুলোকে দিয়ে থাকি। কিন্তু সেই টিকিট ক্লাবগুলো পায় না। তাই আমরা সরাসরি ক্লাবগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” বাগান সচিবের কটাক্ষ থেকে বাদ পড়েনি ইস্টবেঙ্গল। দেবাশিস দত্ত বলেন, "ওটা একটা ক্লাব? ডার্বি না-খেলে রানার্স হল। আমরা হলে বলতাম মিটিং করে ঠিক করি কবে ম্যাচটা করা যায়। শুধু তাই নয় আইএফএটর নিয়মে বলা আছে ফেডারেশনের টুর্নামেন্ট ছাড়া আইএফএটর টুর্নামেন্ট চলাকালীন অন্য টুর্নামেন্টে খেলা যায় না। অথচ ইস্টবেঙ্গল ইন্ডিপেনডেন্স কাপ খেলে এল। ওদের তো বাতিল করা উচিত ৷"

আরও পড়ুন:

  1. ডার্বি ম্যাচ না-হওয়ায় মোহনবাগানকে দুষছে আইএফএ
  2. গড়াপেটার গন্ধ এবার আই লিগে, ফেডারেশনের দ্বারস্থ একাধিক ফুটবলার
  3. সিদ্ধান্তে অনড় বাগান, 'বিনা যুদ্ধেই' ডার্বিতে বাজিমাত লাল-হলুদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.