ETV Bharat / sports

সুপার কাপের ডার্বিতে ডাগ-আউটে সম্ভবত হাবাস, সোনালি করমর্দন হতে পারে বুমোসেরও - মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: বুধবার থেকেই সুপার কাপের প্রস্তুতি শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তার দু'ঘণ্টা আগে কোচ বদলের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে মোহনবাগানে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 10:53 PM IST

Updated : Jan 4, 2024, 10:12 AM IST

মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বক্তব্য

কলকাতা, 3 জানুয়ারি: আইএসএলে হারের হ্যাটট্রিক নয়, এএফসি কাপের ব্যর্থতাতেই জুয়ান ফেরান্দোর বিদায় । সূত্রের খবর, সোনালি করমর্দন হতে পারে হুগো বুমোসেরও । বুধবার নিস্তরঙ্গ ময়দান গা ঝাড়া দিয়ে উঠল মোহনবাগান সুপার জায়ান্টের বয়ে চলা বদলের হাওয়ায় । চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দু'দফায় মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা কোচের সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানেই হারের কারণ এবং আসন্ন সুপার কাপের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয় ।

স্বাভাবিকভাবেই স্প্যানিশ কোচের বক্তব্যে খুশি না হওয়াতেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তারা । তাঁর বদলে টিম ডিরেক্টর অ্যান্তেনিও লোপেজ হাবাসকে ফের কোচের হটসিটে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় । সুপার কাপ থেকে দলের দায়িত্ব দেওয়ার পাশাপাশি সব রকমের স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাতে সুপার কাপের মধ্যেই দলের ভুল ত্রুটি শুধরে ছন্দে ফেরানোর কাজটি করতে পারেন হাবাস ।

বুধবার বিকেল পাঁচটায় সুপার কাপের প্রস্তুতি শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট । তার দু'ঘণ্টা আগে কোচ বদলের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে মোহনবাগানে । সদস্য সমর্থকরা বিকেলে ক্লাবে ভিড় করতে থাকেন । সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা অনুশীলন করান । তবে সংবাদমাধ্যম এবং সমর্থকদের প্রবেশাধিকার ছিল না সেখানে । সুপার জায়ান্টের অন্যতম বোর্ড সদস্য এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্র্যাকটিসে ফুটবলারদের সঙ্গে কথা বলেন । পরে তিনি জানান, হাবাসকে সবে মাত্র দায়িত্বে নিয়ে আসা হয়েছে । বৃহস্পতিবার ভিসার আবেদন করবে । ভারতে আসতে অন্তত সাত থেকে দশদিন লাগবে । বাগান সচিবের কথায় পরিষ্কার যে, সুপার কাপে প্রথম থেকে দলের সঙ্গে নেই হাবাস । সম্ভবত তিনি 19 জানুয়ারি ডার্বিতে ডাগ আউটে বসবেন ।

বড় বাজেটের দল গড়েও ডুরান্ড কাপ ছাড়া শুধুই ব্যর্থতা । বিশেষ করে এএফসি কাপে পুনর্শক্তির দল পেয়েও জুয়ান ফেরান্দো সাফল্য দিতে পারেননি । চোট আঘাত পৌনঃপুনিকভাবে দলের সঙ্গে রয়েছে । এই অবস্থায় ভারতীয় দলের ফুটবলারের চোট আঘাত এবং বিদেশিদের পারফরম্যান্স প্রত্যাশার মান ছুঁতে না পারাতেই হার ধারাবাহিকভাবে হয়েছে । "আশিক কুরিয়ানকে নিয়ে মোট আটজন ফুটবলার জাতীয় দলের হয়ে ব্যস্ত । এই অবস্থায় কোনও দলের ভালো খেলা কখনওই সম্ভব নয় । সুপার কাপে ভালো কিছু আশা করছি না । রিজার্ভ দল থেকে ফুটবলার নিয়ে দল গড়তে হচ্ছে । সুপারকাপে বিদেশি ফুটবলাররা নিজেদের প্রমাণ করুক," বলছিলেন দেবাশিস দত্ত ।

দলবদলের দ্বিতীয় উইন্ডো খুলেছে । কোনও পরিবর্তন নেওয়া প্রয়োজন কি না, তা ঠিক করার ভার হাবাসের ওপর দেওয়া হচ্ছে । ফলে বেশ কিছু নতুন নাম পরিবর্তনের তালিকায় রয়েছে বলে শোনা যাচ্ছে । সবচেয়ে চমকপ্রদ নাম হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডারকে সম্ভবত গোল্ডেন হ্যান্ডশেক দিতে চলেছে বলে খবর । কামিন্স এবং সাদিকুর পারফরম্যান্সও নজরদারি বাইরে নয় । তাদের বদল করার বিষয়টি হাবাসই নেবেন । এমনকি লিস্টন কোলাসোর পারফরম্যান্সে খুশি নয় ম্যানেজমেন্ট । মুম্বই সিটি এফসির ম্যাচে রেফারিকে অনাবশ্যক কটু কথা বলে লাল কার্ড দেখেছেন এই উইঙ্গার । শাস্তি হিসেবে চার ম্যাচ বাইরে তিনি । যা দলের ক্ষতি করেছে । ফলে ফেরান্দোর বিদায় যেমন পারফরম্যান্স খারাপের কারণে হয়েছে তেমনই হুগো বুমোসের বিদায় ঘণ্টা বেজে যেতে বসাও একই কারণে ৷ তাই হাবাসের প্রত্যাবর্তন শুধু নিছকই পরিবর্তন নয়, বাগানকে লণ্ডভণ্ড অবস্থা থেকে গুছিয়ে তোলার পদক্ষেপও বটে । অন্তত ময়দান সেভাবে দেখতে চাইছে ।

আরও পড়ুন :

1. আইএসএল ছেড়ে ময়দানে ফুটবল ফেরানোর ডাক ক্রীড়ামন্ত্রীর, উলটো সুর সৌরভের

2. বাগানেই থাকছেন পেত্রাতোস, নতুন মিডফিল্ডার আসছে সবুজ-মেরুনে

3. ডার্বি দিয়ে শুরু সুপার কাপ, ফের আইএফএকে খোঁচা মোহনবাগানের

মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বক্তব্য

কলকাতা, 3 জানুয়ারি: আইএসএলে হারের হ্যাটট্রিক নয়, এএফসি কাপের ব্যর্থতাতেই জুয়ান ফেরান্দোর বিদায় । সূত্রের খবর, সোনালি করমর্দন হতে পারে হুগো বুমোসেরও । বুধবার নিস্তরঙ্গ ময়দান গা ঝাড়া দিয়ে উঠল মোহনবাগান সুপার জায়ান্টের বয়ে চলা বদলের হাওয়ায় । চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দু'দফায় মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা কোচের সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানেই হারের কারণ এবং আসন্ন সুপার কাপের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয় ।

স্বাভাবিকভাবেই স্প্যানিশ কোচের বক্তব্যে খুশি না হওয়াতেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তারা । তাঁর বদলে টিম ডিরেক্টর অ্যান্তেনিও লোপেজ হাবাসকে ফের কোচের হটসিটে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় । সুপার কাপ থেকে দলের দায়িত্ব দেওয়ার পাশাপাশি সব রকমের স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাতে সুপার কাপের মধ্যেই দলের ভুল ত্রুটি শুধরে ছন্দে ফেরানোর কাজটি করতে পারেন হাবাস ।

বুধবার বিকেল পাঁচটায় সুপার কাপের প্রস্তুতি শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট । তার দু'ঘণ্টা আগে কোচ বদলের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে মোহনবাগানে । সদস্য সমর্থকরা বিকেলে ক্লাবে ভিড় করতে থাকেন । সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা অনুশীলন করান । তবে সংবাদমাধ্যম এবং সমর্থকদের প্রবেশাধিকার ছিল না সেখানে । সুপার জায়ান্টের অন্যতম বোর্ড সদস্য এবং মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্র্যাকটিসে ফুটবলারদের সঙ্গে কথা বলেন । পরে তিনি জানান, হাবাসকে সবে মাত্র দায়িত্বে নিয়ে আসা হয়েছে । বৃহস্পতিবার ভিসার আবেদন করবে । ভারতে আসতে অন্তত সাত থেকে দশদিন লাগবে । বাগান সচিবের কথায় পরিষ্কার যে, সুপার কাপে প্রথম থেকে দলের সঙ্গে নেই হাবাস । সম্ভবত তিনি 19 জানুয়ারি ডার্বিতে ডাগ আউটে বসবেন ।

বড় বাজেটের দল গড়েও ডুরান্ড কাপ ছাড়া শুধুই ব্যর্থতা । বিশেষ করে এএফসি কাপে পুনর্শক্তির দল পেয়েও জুয়ান ফেরান্দো সাফল্য দিতে পারেননি । চোট আঘাত পৌনঃপুনিকভাবে দলের সঙ্গে রয়েছে । এই অবস্থায় ভারতীয় দলের ফুটবলারের চোট আঘাত এবং বিদেশিদের পারফরম্যান্স প্রত্যাশার মান ছুঁতে না পারাতেই হার ধারাবাহিকভাবে হয়েছে । "আশিক কুরিয়ানকে নিয়ে মোট আটজন ফুটবলার জাতীয় দলের হয়ে ব্যস্ত । এই অবস্থায় কোনও দলের ভালো খেলা কখনওই সম্ভব নয় । সুপার কাপে ভালো কিছু আশা করছি না । রিজার্ভ দল থেকে ফুটবলার নিয়ে দল গড়তে হচ্ছে । সুপারকাপে বিদেশি ফুটবলাররা নিজেদের প্রমাণ করুক," বলছিলেন দেবাশিস দত্ত ।

দলবদলের দ্বিতীয় উইন্ডো খুলেছে । কোনও পরিবর্তন নেওয়া প্রয়োজন কি না, তা ঠিক করার ভার হাবাসের ওপর দেওয়া হচ্ছে । ফলে বেশ কিছু নতুন নাম পরিবর্তনের তালিকায় রয়েছে বলে শোনা যাচ্ছে । সবচেয়ে চমকপ্রদ নাম হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডারকে সম্ভবত গোল্ডেন হ্যান্ডশেক দিতে চলেছে বলে খবর । কামিন্স এবং সাদিকুর পারফরম্যান্সও নজরদারি বাইরে নয় । তাদের বদল করার বিষয়টি হাবাসই নেবেন । এমনকি লিস্টন কোলাসোর পারফরম্যান্সে খুশি নয় ম্যানেজমেন্ট । মুম্বই সিটি এফসির ম্যাচে রেফারিকে অনাবশ্যক কটু কথা বলে লাল কার্ড দেখেছেন এই উইঙ্গার । শাস্তি হিসেবে চার ম্যাচ বাইরে তিনি । যা দলের ক্ষতি করেছে । ফলে ফেরান্দোর বিদায় যেমন পারফরম্যান্স খারাপের কারণে হয়েছে তেমনই হুগো বুমোসের বিদায় ঘণ্টা বেজে যেতে বসাও একই কারণে ৷ তাই হাবাসের প্রত্যাবর্তন শুধু নিছকই পরিবর্তন নয়, বাগানকে লণ্ডভণ্ড অবস্থা থেকে গুছিয়ে তোলার পদক্ষেপও বটে । অন্তত ময়দান সেভাবে দেখতে চাইছে ।

আরও পড়ুন :

1. আইএসএল ছেড়ে ময়দানে ফুটবল ফেরানোর ডাক ক্রীড়ামন্ত্রীর, উলটো সুর সৌরভের

2. বাগানেই থাকছেন পেত্রাতোস, নতুন মিডফিল্ডার আসছে সবুজ-মেরুনে

3. ডার্বি দিয়ে শুরু সুপার কাপ, ফের আইএফএকে খোঁচা মোহনবাগানের

Last Updated : Jan 4, 2024, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.