ETV Bharat / sports

Durga Puja Celebration: মহালয়াতে পুজো শুরু বাগানেও, সুরুচি সংঘে ঢাক বাজালেন কাউকো-পোগবা

মহালয়ার (Mahalaya) সকালে অন্য মেজাজে এটিকে মোহনবাগানের দুই বিদেশি ফুটবলার ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba) ও জনি কাউকো (Joni Kauko)। একেবারে অন্যরূপে, অন্য কায়দায় ৷ তবে এ চিত্র একেবারেই মাঠের নয়, বাঙালির দুর্গাপুজোতে মেতে ওঠার ৷

Suruchi Sangha
সুরুচি সংঘে ঢাক বাজালেন জনি কাউকো ও ফ্লোরেন্তিন
author img

By

Published : Sep 25, 2022, 10:17 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: একজন ফিনল্যান্ড তো অন্যজন গিনি ৷ কলকাতার দুর্গাপুজোর সঙ্গে এতোদিন হয়তো দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক ছিল না জনি কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবার ৷ তবে রবিবারের সকালটা একটু অন্যরকম বাগানের দুই বিদেশি ফুটবলারের কাছে ৷ পাঞ্জাবি পরে শহর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘে জমিয়ে ঢাক বাজালেন দু'জনেই ৷ বিশ্বের দরবারে কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকো'র স্বীকৃতির এ যেন এক উজ্জ্বল বিজ্ঞাপন দেখা গেল নিউ আলিপুরের পুজোয় ৷

বাগানের দুই ফুটবলারের সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও (Aroop Biswas) দেখা গেল ঢাক বাজাতে। এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয় এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তরফে। সেখানে পাঞ্জাবি পরে দারুণ খুশি দুই বিদেশি ফুটবলার ভাগ করে নিচ্ছেন তাঁদের অভিজ্ঞতা ৷ ভারতীয় সাজে দারুণ লাগছেও কাউকোকে। সবমিলিয়ে আইএসএলের প্রাক্কালে পুজো-পুজো হাওয়া বাগানের অন্দরমহলে ৷

69 তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘের পুজো। 'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে'-করোনা পরবর্তী সময়ে নতুন করে পৃথিবী গড়ে তোলার ভাবনা এবার সুরুচি সংঘের পুজো উদ্যোক্তাদের। কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেসকোর হেরিটেজ সম্মান। সব মিলিয়ে করোনার আবহ কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বিশ্ব। ডুরান্ড কাপের (Durand Cup) পর কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান। ফলে পুজোর আগে সময় রয়েছে ফুটবলারদের হাতে।

রবিবার ছুটি ছিল এটিকে মোহনবাগানের। ফলে সকালেই নিউ আলিপুরের ক্লাবে চলে যান দুই ফুটবলার। এই মরশুমে বেশ ভালো ছন্দে রয়েছেন জনি কাউকো। ইউরো খেলা এই ফুটবলার বেশ ভালো খেলেছেন ডুরান্ডে। পুজোর পরেই শুরু হবে আইএসএল। সেই মঞ্চে ভালো খেলতে হবে দলকে। তবে কলকাতা লিগে এটিকে মোহনবাগানের অংশগ্রহণ না করা নিয়ে ময়দানে বিতর্ক চলছে।

আরও পড়ুন: খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের, 3-0 দাপুটে জয় মহমেডানের

এফএসডিএল আইএসএলে নথিভুক্ত ফুটবলারদের অন্য লিগে খেলতে না দেওয়ার যুক্তি মানতে পারছে না আইএসএলের অন্যদল গুলো। আইএসএলের নথিভুক্ত শুরু হয়নি। এই অবস্থায় কলকাতা লিগে অংশগ্রহণ করার অসুবিধা ছিল না বলে মনে করছে অন্য দলগুলো। তারা সরাসরি না বললেও ইঙ্গিত দিচ্ছে রিজার্ভ দল না করতে পারার ব্যর্থতাতেই এই অংশগ্রহণ থেকে সরে এসেছে এটিকে মোহনবাগান। এদিকে প্র্যাকটিসেও ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটা চাপা অস্বস্তি সবুজ-মেরুনে।

কলকাতা, 25 সেপ্টেম্বর: একজন ফিনল্যান্ড তো অন্যজন গিনি ৷ কলকাতার দুর্গাপুজোর সঙ্গে এতোদিন হয়তো দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক ছিল না জনি কাউকো এবং ফ্লোরেন্তিন পোগবার ৷ তবে রবিবারের সকালটা একটু অন্যরকম বাগানের দুই বিদেশি ফুটবলারের কাছে ৷ পাঞ্জাবি পরে শহর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘে জমিয়ে ঢাক বাজালেন দু'জনেই ৷ বিশ্বের দরবারে কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকো'র স্বীকৃতির এ যেন এক উজ্জ্বল বিজ্ঞাপন দেখা গেল নিউ আলিপুরের পুজোয় ৷

বাগানের দুই ফুটবলারের সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও (Aroop Biswas) দেখা গেল ঢাক বাজাতে। এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয় এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) তরফে। সেখানে পাঞ্জাবি পরে দারুণ খুশি দুই বিদেশি ফুটবলার ভাগ করে নিচ্ছেন তাঁদের অভিজ্ঞতা ৷ ভারতীয় সাজে দারুণ লাগছেও কাউকোকে। সবমিলিয়ে আইএসএলের প্রাক্কালে পুজো-পুজো হাওয়া বাগানের অন্দরমহলে ৷

69 তম বর্ষে পদার্পণ করল সুরুচি সংঘের পুজো। 'একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে'-করোনা পরবর্তী সময়ে নতুন করে পৃথিবী গড়ে তোলার ভাবনা এবার সুরুচি সংঘের পুজো উদ্যোক্তাদের। কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেসকোর হেরিটেজ সম্মান। সব মিলিয়ে করোনার আবহ কাটিয়ে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বিশ্ব। ডুরান্ড কাপের (Durand Cup) পর কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান। ফলে পুজোর আগে সময় রয়েছে ফুটবলারদের হাতে।

রবিবার ছুটি ছিল এটিকে মোহনবাগানের। ফলে সকালেই নিউ আলিপুরের ক্লাবে চলে যান দুই ফুটবলার। এই মরশুমে বেশ ভালো ছন্দে রয়েছেন জনি কাউকো। ইউরো খেলা এই ফুটবলার বেশ ভালো খেলেছেন ডুরান্ডে। পুজোর পরেই শুরু হবে আইএসএল। সেই মঞ্চে ভালো খেলতে হবে দলকে। তবে কলকাতা লিগে এটিকে মোহনবাগানের অংশগ্রহণ না করা নিয়ে ময়দানে বিতর্ক চলছে।

আরও পড়ুন: খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের, 3-0 দাপুটে জয় মহমেডানের

এফএসডিএল আইএসএলে নথিভুক্ত ফুটবলারদের অন্য লিগে খেলতে না দেওয়ার যুক্তি মানতে পারছে না আইএসএলের অন্যদল গুলো। আইএসএলের নথিভুক্ত শুরু হয়নি। এই অবস্থায় কলকাতা লিগে অংশগ্রহণ করার অসুবিধা ছিল না বলে মনে করছে অন্য দলগুলো। তারা সরাসরি না বললেও ইঙ্গিত দিচ্ছে রিজার্ভ দল না করতে পারার ব্যর্থতাতেই এই অংশগ্রহণ থেকে সরে এসেছে এটিকে মোহনবাগান। এদিকে প্র্যাকটিসেও ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটা চাপা অস্বস্তি সবুজ-মেরুনে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.