কলকাতা, 29 জুলাই: প্রথা ভেঙে মোহনবাগান দিবস এবছর দু'দিন ধরে পালিত হবে। আজ মহরম। তাই মোহনবাগান দিবসকে দু'দিন ধরে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের কার্যকরী কমিটি। শনিবার দুপুরে প্রাক্তন ফুটবলারদের ম্যাচ রয়েছে 1টা থেকে। তারপর কাল ব়্যাম্পার্টে মূল অনুষ্ঠান মঞ্চে কিংবদন্তি বাঙালি ডিফেন্ডার এবং মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের জীবনী 'ষোলো আনা বাবলু' প্রকাশিত হবে। উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এবং সুব্রতর জামাই সুনীল ছেত্রী।
বইপ্রকাশ অনুষ্ঠানের পাশাপাশি সুব্রতকে সংবর্ধনাও দেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাবসচিব দেবাশিস দত্ত। এবার মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। তাঁকে সম্মানিত করা হবে রবিবার। ময়দানের ছোট বেকেনবাওয়ার হিসেবে বেশি পরিচিত গৌতম সরকার। তাঁর নাম রত্ন সম্মানের জন্য বিবেচিত হওয়ায় উচ্ছ্বসিত বলে জানিয়েছেন তিনি। বলেছেন, "আমার নাম বিবেচিত হওয়ায় খুশি। ফুটবলার হিসেবে কলকাতার তিন বড় ক্লাবেই খেলেছি। মোহনবাগানের জার্সিতে ফুটবল সম্রাট পেলের বিরুদ্ধে খেলেছি। তাঁর প্রশংসাও পেয়েছি। সেই ক্লাব আমাকে রত্ন সম্মানে সম্মানিত করছে বলে আমি অভিভূত।"
আরও পড়ুন: এবছর ইস্টবেঙ্গলের 'ভারত গৌরব' রতন টাটা
জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার শংকর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ভারতীয় ফুটবলার শিবদাস ভাদুড়ী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিশাল কেইথ। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে অরুণলাল পুরস্কার পাচ্ছেন অর্ণব নন্দী। বর্ষসেরা ফরোয়ার্ড সুভাষ ভৌমিক ট্রফি পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। বর্ষসেরা ক্রীড়াসংগঠক হিসেবে অঞ্জন মিত্র পুরস্কার পাচ্ছন নবাব ভট্টাচার্য। এছাড়াও সেরা সমর্থক উনাকান্ত পালোধী পুরস্কার দেওয়া হচ্ছে । উৎসবের আনন্দের মধ্যে মোহনবাগানের পাখির চোখ ফুটবল দলের সাফল্য।
ইতিমধ্যে কলকাতা লিগে যুব দল ভালো খেলছে। দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ এবং এএফসি কাপ। দুটো টুর্নামেন্টের প্রস্তুতিতে ব্যস্ত কোচ জুয়ান ফেরান্দো। তবে ডুরান্ড শুরু হলে মাঠ পাওয়া নিয়ে সমস্যা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মোহনবাগান সচিব। কারণ 3 অগস্ট থেকে ময়দানের মাঠ, যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোরভারতী স্টেডিয়াম সেনাবিভাগের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। অন্যদিকে, কলকাতা লিগের প্রাথমিক পর্বে মোহনবাগান তাদের ম্যাচের সেরা ফুটবলারকে 10 হাজার টাকা পুরস্কার দিচ্ছে।
আরও পড়ুন: সুযোগ নষ্টের প্রদর্শনীতেও 4 গোলে জয়, সুহেলের ছন্দে ফুল ফুটল বাগানে
সেখানে আইএফএ দিচ্ছে 2 হাজার টাকা। তবে এই আর্থিক পুরস্কার লিগের পরের পর্বে আর দেওয়া নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাগান সচিব। কারণ, আইএফএ পরের পর্বে পুরস্কার অর্থ পাঁচ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়ায় মোহনবাগান ম্যাচের সেরাকে অতিরিক্ত অর্থ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে।