ETV Bharat / sports

কামিংস-সাদিকুর গোলে পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের শুরুতে জিতল বাগানও

Super Cup 2024: প্রথমে পিছিয়ে পড়েছিল বাগান। সেখান থেকে দলকে টেনে তুললেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। আই লিগের দল শ্রীনিধি ডেকানকে 2-1 গোলে হারিয়ে সুপার কাপে জয় দিয়ে যাত্রাশুরু করল মোহনবাগান ৷

সুপার কাপে জয় দিয়ে যাত্রাশুরু করল মোহনবাগান
Super Cup 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 10:39 PM IST

ভুবনেশ্বর, 9 জানুয়ারি: অবশেষে জয়ের হাওয়া বাগানে। এএফসি কাপের ব্যর্থতা, আইএসএলে হারের হ্যাটট্রিক এবং তার জেরে কোচ বদল। লণ্ডভণ্ড বাগানে 'শ্রী' ফেরাতে ভুবনেশ্বরে জয় জরুরি ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। আই লিগের দল শ্রীনিধি ডেকানকে তারা 2-1 গোলে হারিয়ে সেটাই করলেন ক্লিফোর্ড মিরান্ডার ছেলেরা। মোহনবাগানের হয়ে গোল দু'টি করেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু।

আইএসএলের দলের বিরুদ্ধে ম্যাচের আক্রমণাত্মক মেজাজে শুরু করে শ্রীনিধি ডেকান। কিন্তু প্রথমে গোল করেও তারা ব্যর্থ। অন্যদিকে, মোহনবাগানের সাত ফুটলার জাতীয় দলে। চোট-আঘাতের তালিকা লম্বা হওয়ায় বেশ কিছুটা চাপে ছিল সবুজ-মেরুন। শুরুর দিকে তাদের খেলাতেও ছিল জড়তা। প্রতিপক্ষের আক্রমণের ঝড় সামলে সবুজ-মেরুন ধীরে ধীরে ম্যাচের রাশ তুলে নেয়। 10 মিনিটে কামিংস, 12 মিনিটে সাদিকুর চেষ্টা ব্যর্থ হয়। 15 মিনিটে আশিস রাই সুযোগ নষ্ট করেন।

21 মিনিটে ফিরতি আক্রমণে শ্রীনিধির টুলুঙ্গা দূরপাল্লার শট নিলে তা আটকে দেন মোহনবাগান গোলরক্ষক আর্শ আনোয়ার। 27 মিনিটে এগিয়ে যায় ডেকান। পেনাল্টি পায় শ্রীনিধি ডেকান। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করতে ভুল করেননি উইলিয়াম আলভেজ ৷ পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। আক্রমণের চাপ বাড়াতে থাকে। এই সময় পরপর তিনটে কর্নার পায় মোহনবাগান, তবে গোল পায়নি। অবশেষে সমতায় ফেরে সবুজ-মেরুন। সূর্যবংশীর শট পোস্টে লেগে ফেরার সময় কামিংসের কাছে আসলে ফাঁকা গোলে তা ঠেলে দেন অজি বিশ্বকাপার। 1-1 গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক মোহনবাগান। 71 মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। হুগো বুমোস, আশিস রাই, সাদিকুর তিন টাচে বল জালে। সূর্যবংশী জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে অতিরিক্ত সময়ে গোলের জন্য চাপ বাড়াতে থাকে শ্রীনিধি ডেকান। তবে সবুজ-মেরুন রক্ষণের কড়া ট্যাকেলে তা আটকে যায়। আগামী 14 মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।

আরও পড়ুন:

  1. ক্লেইটনের জোড়া গোলে সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু লাল-হলুদের
  2. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  3. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের

ভুবনেশ্বর, 9 জানুয়ারি: অবশেষে জয়ের হাওয়া বাগানে। এএফসি কাপের ব্যর্থতা, আইএসএলে হারের হ্যাটট্রিক এবং তার জেরে কোচ বদল। লণ্ডভণ্ড বাগানে 'শ্রী' ফেরাতে ভুবনেশ্বরে জয় জরুরি ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। আই লিগের দল শ্রীনিধি ডেকানকে তারা 2-1 গোলে হারিয়ে সেটাই করলেন ক্লিফোর্ড মিরান্ডার ছেলেরা। মোহনবাগানের হয়ে গোল দু'টি করেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু।

আইএসএলের দলের বিরুদ্ধে ম্যাচের আক্রমণাত্মক মেজাজে শুরু করে শ্রীনিধি ডেকান। কিন্তু প্রথমে গোল করেও তারা ব্যর্থ। অন্যদিকে, মোহনবাগানের সাত ফুটলার জাতীয় দলে। চোট-আঘাতের তালিকা লম্বা হওয়ায় বেশ কিছুটা চাপে ছিল সবুজ-মেরুন। শুরুর দিকে তাদের খেলাতেও ছিল জড়তা। প্রতিপক্ষের আক্রমণের ঝড় সামলে সবুজ-মেরুন ধীরে ধীরে ম্যাচের রাশ তুলে নেয়। 10 মিনিটে কামিংস, 12 মিনিটে সাদিকুর চেষ্টা ব্যর্থ হয়। 15 মিনিটে আশিস রাই সুযোগ নষ্ট করেন।

21 মিনিটে ফিরতি আক্রমণে শ্রীনিধির টুলুঙ্গা দূরপাল্লার শট নিলে তা আটকে দেন মোহনবাগান গোলরক্ষক আর্শ আনোয়ার। 27 মিনিটে এগিয়ে যায় ডেকান। পেনাল্টি পায় শ্রীনিধি ডেকান। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করতে ভুল করেননি উইলিয়াম আলভেজ ৷ পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। আক্রমণের চাপ বাড়াতে থাকে। এই সময় পরপর তিনটে কর্নার পায় মোহনবাগান, তবে গোল পায়নি। অবশেষে সমতায় ফেরে সবুজ-মেরুন। সূর্যবংশীর শট পোস্টে লেগে ফেরার সময় কামিংসের কাছে আসলে ফাঁকা গোলে তা ঠেলে দেন অজি বিশ্বকাপার। 1-1 গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক মোহনবাগান। 71 মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। হুগো বুমোস, আশিস রাই, সাদিকুর তিন টাচে বল জালে। সূর্যবংশী জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে অতিরিক্ত সময়ে গোলের জন্য চাপ বাড়াতে থাকে শ্রীনিধি ডেকান। তবে সবুজ-মেরুন রক্ষণের কড়া ট্যাকেলে তা আটকে যায়। আগামী 14 মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।

আরও পড়ুন:

  1. ক্লেইটনের জোড়া গোলে সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু লাল-হলুদের
  2. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  3. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.