ভুবনেশ্বর, 2 ডিসেম্বর: ওড়িশা এফসি'র কাছে পাঁচ গোল হজম ৷ ফলত প্রায় সত্তর কোটির দল গড়েও এএফসি কাপের প্রথম রাউন্ডের বাধা পেরোতে না-পারার শোক তো ছিলই ৷ পাশাপাশি একাধিক ইউটিলিটি ফুটবলারকে ছাড়াই রওনা হতে হয়েছিল ভুবনেশ্বর ৷ দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংদের ছাড়া খানিক দুর্বল মোহনবাগান কি তাহলে চলতি আইএসএলে প্রথম পয়েন্ট নষ্ট করে আসবে অ্যাওয়ে ম্যাচ থেকে ৷ শঙ্কায় ভুগছিলেন অনুরাগীরা ৷ কিন্তু পাঁচ গোল হজমের হতাশা ভুলিয়ে নিরপেক্ষ ভেন্যুতে হায়দরাবাদ এফসি'কে হারিয়ে আইএসএলে পাঁচে পাঁচ করল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ নিজামের শহরের দলকে 2-0 গোলে হারাল জুয়ান ফেরান্দোর ছেলেরা ৷
-
5 IN 5, WE MOVE! 💪💚♥️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch ISL 2023-24 live on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/mwwnAYU2nG
">5 IN 5, WE MOVE! 💪💚♥️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 2, 2023
Watch ISL 2023-24 live on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/mwwnAYU2nG5 IN 5, WE MOVE! 💪💚♥️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 2, 2023
Watch ISL 2023-24 live on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/mwwnAYU2nG
মুহুর্মুহু আক্রমণের পরেও যখন গোলের দরজা খুলতে ব্যর্থ দলের স্ট্রাইকাররা তখন স্কোরশিটে নাম তুলে দলকে জেতালেন দুই রক্ষণভাগের ফুটবলার ৷ গতবারের চ্যাম্পিয়নদের হয়ে এদিন গোলদু'টি করলেন ব্রেন্ডন হ্যামিল এবং আশিস রাই ৷ এদিন চিংলেনসানা সিং, জোয়াও ভিক্টর সমৃদ্ধ হায়দরাবাদ রক্ষণভাগকে টপকে গোল লক্ষ্য করে 20টি শট নেন জেসন কামিংস, কিয়ান নাসিরি, হুগো বুমোসরা ৷ যার মধ্যে অন-টার্গেট 7টি ৷ তারপরেও কলিঙ্গ স্টেডিয়ামে এদিন একসময় চলতি আইএসএলে প্রথম পয়েন্ট হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল বাগানের জন্য ৷
হায়দরাবাদের রক্ষণ ভেদ করে হ্য়ামিল প্রথম বল জালে জড়ালেন ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ৷ যদিও অজি ডিফেন্ডারকে গোলের বলটি সাজিয়ে দেন সেই সাহাল আব্দুল সামাদ ৷ কেরালা থেকে কেন তাঁকে ছিনিয়ে আনা হয়েছিল, ধারাবাহিকভাবে প্রমাণ দিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার ৷ সারা ম্যাচজুড়ে হায়দরাবাদ দুর্গের শেষ প্রহরী গুরমিত সিংয়ের যাবতীয় প্রতিরোধ ব্যর্থ করে দলকে এগিয়ে দেন হ্য়ামিল ৷ হতোদ্যম বিপক্ষ রক্ষণের কফিনে অতিরিক্ত সময়ে (90+6 মিনিট) আরও একটি পেরেক পুঁতে দেন হায়দরাবাদেরই প্রাক্তনী আশিস রাই ৷
এই জয়ের পর পাঁচ ম্যাচে 15 পয়েন্ট নিয়ে আপাতত তিনে ফেরান্দোর ছেলেরা ৷ আগামী বুধবার ঘরের মাঠে ওড়িশা এফসি'র মুখোমুখি হবে তাঁরা ৷ আট ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে কেরালা ব্লাস্টার্স ৷ দু'ম্যাচ কম খেলে 16 পয়েন্ট নিয়ে দু'য়ে রয়েছে এফসি গোয়া ৷
আরও পড়ুন: