কলকাতা, 16 জুলাই: তিন ম্যাচে দু'টো হ্যাটট্রিক-সহ 13 গোল। কলকাতা লিগে নতুন স্ট্রাইকারে খোঁজে মোহনবাগান সুপার জায়ান্টের এই পরিসংখ্যান আশা জাগানোর পক্ষে যথেষ্ট। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পাঁচ গোলের জয়ে নায়ক হয়েছিলেন নামতে। রবিবার ডালহৌসি অ্যাথলেটিক্সের বিরুদ্ধে ফের পাঁচ গোল। এবার হ্যাটট্রিকের নায়ক সুহেল ভাট। রবিবার নিজেদের মাঠে মোহনবাগান সুপারজায়ান্ট 5-2 গোলে মাটি ধরাল ডালহৌসি অ্যাথলেটিক্সকে।
শ্রীনগরের ছেলে সুহেল উঠে এসেছেন প্রাক্তন ফুটবলার এবং মহামেডান স্পোর্টিংয়ের বর্তমান কোচ মেহেরাজউদ্দিনের অ্যাকাডেমি থেকে। ভূস্বর্গ থেকে কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলে খেলতে আসার ঘটনা নতুন নয়। মাস্তান আহমেদ, ইসফাক আহমেদ, মেহেরাজউদ্দিনরা উপত্যকায় ফুটবলের পথপ্রদর্শক। সুহেল ভাটের ফুটবলার হওয়ার স্বপ্ন এদের দেখেই। সুহেলের বাবাও ফুটবলার ছিলেন। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সিনিয়র ভাটের স্বপ্ন পূরণের দায়িত্ব এখন সুহেল ভাটের কাঁধে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সুনীল ছেত্রীকে আদর্শ করে আগামীতে এগিয়ে যেতে চান সুহেল।
আই লিগে মোহনবাগান কাশ্মীরে খেলতে গিয়েছিল। সেই ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন সুহেল। সেদিনই স্বপ্ন দেখেছিলেন সবুজ-মেরুন জার্সি পরার।রবিবার মোহনবাগান মাঠে ফুটবল ফিরল ৷ চার বছর পরে প্রত্যাবর্তন, তাই মোহনবাগান মাঠ এবং ময়দান সরগরম ৷ ক্লাবের সদস্য গ্যালারি কিছুটা ফাঁকা থাকলেও সমর্থকরা ভিড় জমিয়েছিলেন নিজেদের মতো করেই। তাঁদের উপস্থিতিতে স্মরণীয় কিছু করতে চেয়েছিলেন সুহেল। হ্যাটট্রিক তাঁকে লক্ষ্যে পৌঁছে দিল। 26, 44, 48 মিনিটে গোল করে প্রথমবার কলকাতা লিগে প্রথমবার হ্যাটট্রিক করলেন কাশ্মীরের তরুণ।
প্রথম দু'টো গোল সতীর্থের বাড়ানো পাস ধরে। দল এবং নিজের তিন নম্বর গোল সুহেল করলেন পেনাল্টি থেকে। সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন কি না, তা সময় বলবে। অন্যদিকে, গত দু'ম্যাচে গোল হজম করতে না-হলেও রবিবার পাঁচ গোল খেতে হল মৃদুল বন্দ্যোপাধ্য়ায়ের ছেলেদের। এই আত্মসমর্পণের জন্য দল গঠনের ত্রুটিকে দায়ী করছেন তিনি। তবে দল লড়াই ছাড়েনি, এটাতে খুশি ডালহৌসি কোচ। তবে তিন ম্যাচে দল মোট তেরো গোল করায় একইসঙ্গে খুশি বাস্তব রায়। ধাপে ধাপে এগোতে চাইছেন। তাই তাঁর পাখির চোখ পরবর্তী ম্যাচে। এদিন খেলা দেখতে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দর্শক সমাগম দেখে খুশি আইএফএ সচিব অনির্বাণ দত্তও ৷
আরও পড়ুন: বাগান রত্ন পুরস্কার পাচ্ছেন গৌতম সরকার, জীবনকৃতি শংকর