ETV Bharat / sports

CFL 2023: সুযোগ নষ্টের প্রদর্শনীতেও 4 গোলে জয়, সুহেলের ছন্দে ফুল ফুটল বাগানে - ফুটবল

Mohun Bagan beat Calcutta Football Club: সুহেল ভাট, এঙ্গসন ৷ দুই উঠতি তারকার পায়ে সিএফসি ‘বধ’ বাগানের ৷ অন্যদিকে, সিএফসি’র হয়ে 25 গজ থেকে নেওয়া আকাশের শট এবং গোল চলতি লিগের সেরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 28, 2023, 7:37 PM IST

Updated : Jul 28, 2023, 8:33 PM IST

সুযোগ নষ্টের প্রদর্শনীতেও 4 গোলে জয়

কলকাতা, 28 জুলাই: গোষ্ঠ পাল সরণির দুই শরিকের ম্যাচ । মোহনবাগান এবং ক্যালকাটা ফুটবল ক্লাব- একই উঠোনে দুই ক্লাবের বাস । শুক্রবার ব্যারাকপুরে বিভুতিভূষণ স্টেডিয়ামে বড় শরিক মোহনবাগান সুপার জায়ান্ট, ছোট শরিক সিএফসিকে দুমড়ে দিল । ম্যাচের ফল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে 4-1 । জোড়া গোল সুহেল ভাট এবং এঙ্গসনের । সিএফসির হয়ে একমাত্র গোল অ্যালেক্স আকাশ মণ্ডলের ।

কালীঘাট এমএসের বিরুদ্ধে ড্র করার পর ফের জয়ে ফিরল মেরিনার্সরা । চলতি কলকাতা লিগে সিএফসি এখনও পর্যন্ত 24টি গোল হজম করেছে । জামশেদ নাসিরির প্রশিক্ষণাধীন দলের এই হতশ্রী পারফরম্যান্সের নেপথ্যে অনভিজ্ঞতাকে দায়ী করছেন সিএফসি কর্তারা । ম্যাচের 31 মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে প্রথম গোল সুহেল ভাটের । পুরো নব্বই মিনিটে দু’টো গোল করেছেন এই কাশ্মীরী স্ট্রাইকার । একাধিক সুযোগ নষ্ট না-করলে চলতি লিগের দ্বিতীয় হ্যাটট্রিক করতে পারতেন । যদিও হ্যাটট্রিক নষ্ট করার আক্ষেপ থাকলেও সুহেল ভাট সামনে তাকাতে চান । শুধু সুহেল নন, পুরো মোহনবাগান সুপার জায়ান্ট দলটিই গোল নষ্টের সংক্রমণে ভুগল ।

Mohun Bagan beat Calcutta Football Club
সুহেলের ছন্দে ফুল ফুটল বাগানে

বিরতির আগে সুহেলের জোড়া গোলে এগিয়ে ছিল মেরিনার্সরা । বিরতির এক মিনিট আগে সুহেল দুরন্ত ভলিতে তাঁর এবং দলের দ্বিতীয় গোলটি করেন । 40 মিনিটে সিএফসি’র আকাশ অ্যালেক্স মণ্ডল দূরপাল্লার শটে গোল করেন । প্রায় 25 গজ থেকে নেওয়া আকাশের শট এবং গোল চলতি লিগের অন্যতম সেরা । প্রথমার্ধে পাল্লা দিলেও দ্বিতীয়ার্ধে সিএফসি কার্যত দাঁড়িয়ে যায় । অসহায় প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের প্রদর্শনী প্রত্যাশিত । কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সুযোগ নষ্টের প্রদর্শনী খুলে বসেছিল । ফারদিন আলি মোল্লা একাই গোটা পাঁচেক সহজ সুযোগ নষ্ট করেন । নওরেম পরিবর্তিত না-হওয়া পর্যন্ত গোটা দু’য়েক সুযোগ নষ্ট করলেন । তাঁর বদলে মাঠে নেমে এনসঙ্গ জোড়া গোল করে দলের সুযোগ নষ্টের প্রদর্শনীতে রাশ টানেন ।

আরও পড়ুন: লিগে ম্যাচ ফিক্সিং ! খতিয়ে দেখতে পুলিশের দ্বারস্থ আইএফএ

চলতি লিগে 7 গোল করে ফেললেন ম্যাচের সেরা সুহেল ভাট । শীর্ষ গোলদাতার পুরস্কার নেওয়াকে পাখির চোখ করেছেন কাশ্মীরী যুবা । গোলের গন্ধ পান, তেকাঠি চেনেন, গতি-স্কিল দুই’ই রয়েছে। ভবিষ্যতে ভালো স্ট্রাইকার হওয়ার মশলা রয়েছে ভূ-স্বর্গের উঠতি তারকার মধ্যে । ম্যাচ শেষে জোড়া গোলদাতাকে পাশে বসিয়ে বাস্তব রায় জানিয়েছেন, ম্যাচের মোট 5টি গোলই সুন্দর । তবে প্রথম দু’য়ে থাকবে সুহেল এবং সিএফসি’র আকাশের গোল । দল জয়ে ফেরায় খুশি তিনি । ড্রেসিংরুমে ফুটবলারদের গোল করার প্রতিযোগিতা কোচ হিসেবে উপভোগ করছেন ।

সুযোগ নষ্টের প্রদর্শনীতেও 4 গোলে জয়

কলকাতা, 28 জুলাই: গোষ্ঠ পাল সরণির দুই শরিকের ম্যাচ । মোহনবাগান এবং ক্যালকাটা ফুটবল ক্লাব- একই উঠোনে দুই ক্লাবের বাস । শুক্রবার ব্যারাকপুরে বিভুতিভূষণ স্টেডিয়ামে বড় শরিক মোহনবাগান সুপার জায়ান্ট, ছোট শরিক সিএফসিকে দুমড়ে দিল । ম্যাচের ফল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে 4-1 । জোড়া গোল সুহেল ভাট এবং এঙ্গসনের । সিএফসির হয়ে একমাত্র গোল অ্যালেক্স আকাশ মণ্ডলের ।

কালীঘাট এমএসের বিরুদ্ধে ড্র করার পর ফের জয়ে ফিরল মেরিনার্সরা । চলতি কলকাতা লিগে সিএফসি এখনও পর্যন্ত 24টি গোল হজম করেছে । জামশেদ নাসিরির প্রশিক্ষণাধীন দলের এই হতশ্রী পারফরম্যান্সের নেপথ্যে অনভিজ্ঞতাকে দায়ী করছেন সিএফসি কর্তারা । ম্যাচের 31 মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে প্রথম গোল সুহেল ভাটের । পুরো নব্বই মিনিটে দু’টো গোল করেছেন এই কাশ্মীরী স্ট্রাইকার । একাধিক সুযোগ নষ্ট না-করলে চলতি লিগের দ্বিতীয় হ্যাটট্রিক করতে পারতেন । যদিও হ্যাটট্রিক নষ্ট করার আক্ষেপ থাকলেও সুহেল ভাট সামনে তাকাতে চান । শুধু সুহেল নন, পুরো মোহনবাগান সুপার জায়ান্ট দলটিই গোল নষ্টের সংক্রমণে ভুগল ।

Mohun Bagan beat Calcutta Football Club
সুহেলের ছন্দে ফুল ফুটল বাগানে

বিরতির আগে সুহেলের জোড়া গোলে এগিয়ে ছিল মেরিনার্সরা । বিরতির এক মিনিট আগে সুহেল দুরন্ত ভলিতে তাঁর এবং দলের দ্বিতীয় গোলটি করেন । 40 মিনিটে সিএফসি’র আকাশ অ্যালেক্স মণ্ডল দূরপাল্লার শটে গোল করেন । প্রায় 25 গজ থেকে নেওয়া আকাশের শট এবং গোল চলতি লিগের অন্যতম সেরা । প্রথমার্ধে পাল্লা দিলেও দ্বিতীয়ার্ধে সিএফসি কার্যত দাঁড়িয়ে যায় । অসহায় প্রতিপক্ষের বিরুদ্ধে গোলের প্রদর্শনী প্রত্যাশিত । কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সুযোগ নষ্টের প্রদর্শনী খুলে বসেছিল । ফারদিন আলি মোল্লা একাই গোটা পাঁচেক সহজ সুযোগ নষ্ট করেন । নওরেম পরিবর্তিত না-হওয়া পর্যন্ত গোটা দু’য়েক সুযোগ নষ্ট করলেন । তাঁর বদলে মাঠে নেমে এনসঙ্গ জোড়া গোল করে দলের সুযোগ নষ্টের প্রদর্শনীতে রাশ টানেন ।

আরও পড়ুন: লিগে ম্যাচ ফিক্সিং ! খতিয়ে দেখতে পুলিশের দ্বারস্থ আইএফএ

চলতি লিগে 7 গোল করে ফেললেন ম্যাচের সেরা সুহেল ভাট । শীর্ষ গোলদাতার পুরস্কার নেওয়াকে পাখির চোখ করেছেন কাশ্মীরী যুবা । গোলের গন্ধ পান, তেকাঠি চেনেন, গতি-স্কিল দুই’ই রয়েছে। ভবিষ্যতে ভালো স্ট্রাইকার হওয়ার মশলা রয়েছে ভূ-স্বর্গের উঠতি তারকার মধ্যে । ম্যাচ শেষে জোড়া গোলদাতাকে পাশে বসিয়ে বাস্তব রায় জানিয়েছেন, ম্যাচের মোট 5টি গোলই সুন্দর । তবে প্রথম দু’য়ে থাকবে সুহেল এবং সিএফসি’র আকাশের গোল । দল জয়ে ফেরায় খুশি তিনি । ড্রেসিংরুমে ফুটবলারদের গোল করার প্রতিযোগিতা কোচ হিসেবে উপভোগ করছেন ।

Last Updated : Jul 28, 2023, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.