ETV Bharat / sports

Calcutta League 2022: তিলোত্তমায় ব্ল্যাক প্যান্থার রাজ, টানা দ্বিতীয়বার লিগ জয় মহমেডানের - Mohammedan SC Win CFL 2022

কলকাতা লিগে টানা দু'বার ট্রফি গেল মহমেডানে (Mohammedan SC) ৷ রবিবার এরিয়ান বনাম ভবানীপুর ম্যাচ ড্র হতেই কলকাতা লিগে সেরার শিরোপা পেল ব্ল্যাক প্যান্থাররা (Calcutta League 2022) ৷

Calcutta League 2022
টানা দ্বিতীয়বার লিগ জয় মহামেডানের
author img

By

Published : Oct 30, 2022, 4:38 PM IST

Updated : Oct 30, 2022, 6:32 PM IST

কলকাতা, 30 অক্টোবর: তিলোত্তমায় ব্ল্যাক প্যান্থার রাজ আবারও অটুট ৷ কলকাতা লিগে (Calcutta League 2022) ফের একবার জয়ের খেতাব ধরে রাখল মহামেডান ৷ রবিবার এরিয়ান বনাম ভবানীপুর ম্যাচ ড্র হতেই সেরার শিরোপা পেল ব্ল্যাক প্যান্থাররা (Calcutta League 2022) ৷ ফলে মঙ্গলবার ইস্টবেঙ্গল-মহমেডানের মিনি ডার্বি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল (Mohammedan SC Win CFL 2022) ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মঙ্গলবার লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং।

চলতি কলকাতা লিগে 3টি ম্যাচ খেলে আন্দ্রে চেরনেসভের ছেলেদের লিগ টেবিলে স্কোর 9 ৷ অন্যদিকে রবিবারের ম্যাচের পর 4 ম্যাচ খেলে রঞ্জন চৌধুরীর ছেলেদের পয়েন্ট দাঁড়িয়েছে 7-এ । ফলে শেষ ম্যাচে মহমেডান হেরে গেলেও ট্রফি জয় আটকাচ্ছে না শংকর, ফৈয়াজদের । রবিবার এরিয়ান ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ভবানীপুর ক্লাব ড্র করার সঙ্গেই লিগ খেতাব সাদা-কালো শিবিরে ঢুকে পড়ল। ইস্টবেঙ্গলকে হারানোর সঙ্গে খেতাবি দৌড়ে প্রাসঙ্গিক হয়ে পড়েছিল রঞ্জন চৌধুরীর দল । কিন্তু খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় সেই আশা কার্যত শেষ হয়ে যায় ।

মহমেডান স্পোর্টিং চলতি কলকাতা লিগে এখনও অপরাজিত । রবিবার ভবানীপুরের হয়ে গোল নিখিল কদমের। এরিয়ানকে সমতায় ফেরান অ্যারিস্টেড । এই দুই দলের খেলার ফল সামনে আসতেই সতর্ক মহমেডান স্পোর্টিং। কোচ আন্দ্রে চেরনেসভ রাশ আলগা করতে রাজি নন। বরং আরও ভালো করে প্রস্তুতি সেরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে চান। সাদা-কালো শিবিরের দায়িত্ব নেওয়ার পরে ডার্বিতে কোচিং করানোর অভিজ্ঞতা হয়নি। সেই অভিজ্ঞতা যাতে সুখকর হয় সেদিকে চোখ। একই সঙ্গে সাদা-কালো সমর্থকদের অপরাজিতভাবে কলকাতা লিগ জয়ের স্বাদ দিতে চান।

আরও পড়ুন: আর্জেন্তিনা থেকে মহানগর- মারাদোনার অবাধ বিচরণ

কলকাতা, 30 অক্টোবর: তিলোত্তমায় ব্ল্যাক প্যান্থার রাজ আবারও অটুট ৷ কলকাতা লিগে (Calcutta League 2022) ফের একবার জয়ের খেতাব ধরে রাখল মহামেডান ৷ রবিবার এরিয়ান বনাম ভবানীপুর ম্যাচ ড্র হতেই সেরার শিরোপা পেল ব্ল্যাক প্যান্থাররা (Calcutta League 2022) ৷ ফলে মঙ্গলবার ইস্টবেঙ্গল-মহমেডানের মিনি ডার্বি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল (Mohammedan SC Win CFL 2022) ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মঙ্গলবার লিগের শেষ ম্যাচ খেলতে নামার আগেই কলকাতা লিগের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং।

চলতি কলকাতা লিগে 3টি ম্যাচ খেলে আন্দ্রে চেরনেসভের ছেলেদের লিগ টেবিলে স্কোর 9 ৷ অন্যদিকে রবিবারের ম্যাচের পর 4 ম্যাচ খেলে রঞ্জন চৌধুরীর ছেলেদের পয়েন্ট দাঁড়িয়েছে 7-এ । ফলে শেষ ম্যাচে মহমেডান হেরে গেলেও ট্রফি জয় আটকাচ্ছে না শংকর, ফৈয়াজদের । রবিবার এরিয়ান ক্লাবের বিরুদ্ধে 1-1 গোলে ভবানীপুর ক্লাব ড্র করার সঙ্গেই লিগ খেতাব সাদা-কালো শিবিরে ঢুকে পড়ল। ইস্টবেঙ্গলকে হারানোর সঙ্গে খেতাবি দৌড়ে প্রাসঙ্গিক হয়ে পড়েছিল রঞ্জন চৌধুরীর দল । কিন্তু খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় সেই আশা কার্যত শেষ হয়ে যায় ।

মহমেডান স্পোর্টিং চলতি কলকাতা লিগে এখনও অপরাজিত । রবিবার ভবানীপুরের হয়ে গোল নিখিল কদমের। এরিয়ানকে সমতায় ফেরান অ্যারিস্টেড । এই দুই দলের খেলার ফল সামনে আসতেই সতর্ক মহমেডান স্পোর্টিং। কোচ আন্দ্রে চেরনেসভ রাশ আলগা করতে রাজি নন। বরং আরও ভালো করে প্রস্তুতি সেরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে চান। সাদা-কালো শিবিরের দায়িত্ব নেওয়ার পরে ডার্বিতে কোচিং করানোর অভিজ্ঞতা হয়নি। সেই অভিজ্ঞতা যাতে সুখকর হয় সেদিকে চোখ। একই সঙ্গে সাদা-কালো সমর্থকদের অপরাজিতভাবে কলকাতা লিগ জয়ের স্বাদ দিতে চান।

আরও পড়ুন: আর্জেন্তিনা থেকে মহানগর- মারাদোনার অবাধ বিচরণ

Last Updated : Oct 30, 2022, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.