ETV Bharat / sports

Mohammedan SC: বিনিয়োগকারী লুলু গ্রুপের সঙ্গে চুক্তি নভেম্বরে, থাকছে বাঙ্কারহিলও; জানালেন মহামেডান সচিব - ISL

Lulu Group is New Investor for Mohammedan SC: ব্যাঙ্কারহিলকে রেখেই লুলু গ্রুপের সঙ্গে নভেম্বরে নয়া চুক্তি করবে মহামেডান স্পোর্টিং ৷ আজ ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ এ কথা জানিয়েছেন ৷ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলেনর সময় দুবাইয়ের ওই সংস্থা কলকাতা আসছে ৷ তখনই বিনিয়োগ নিয়ে আলোচনা ও সই করবে মহামেডান ক্লাব ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 6:48 PM IST

লুলু গ্রুপের সঙ্গে নয়া চুক্তি হলেও, থাকছে মহামেডান স্পোর্টিং ক্লাবের পুরনো বিনিয়োগকারী সংস্থা ব্যাঙ্কারহিল

কলকাতা, 30 সেপ্টেম্বর: আট দশক পরে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ৷ ম্যাচের পর ফুটবলারদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ক্লাব পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল ৷ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে মহামেডান ক্লাবের পরের লক্ষ্য আই লিগ ৷ দু’দিনের ছুটি কাটিয়ে ফুটবলারদের দিল্লির শিবিরে যোগ দিতে বলা হয়েছে ৷ সেখানে আসন্ন আই লিগের প্রস্তুতি সারবে মহমেডান স্পোর্টিং ৷ কলকাতা সেরা হওয়ার পাশাপাশি নয়া লগ্নিকারী সংস্থাও যুক্ত হচ্ছে ময়দানের এই ক্লাবের সঙ্গে ৷ বাঙ্কারহিল লগ্নিকারী হিসেবে রয়েছে ৷ তার সঙ্গে মহামেডান স্পোর্টিংয়ের লগ্নি করতে রাজি হয়েছে লুলু গ্রুপ ৷ মূলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নয়া এই লগ্নিকারী সংস্থাকে পেয়েছে ক্লাব ৷

দুবাইয়ের বিখ্যাত এই সংস্থা লুলু গ্রুপের বিভিন্ন দেশে শপিং মল রয়েছে ৷ তারা মহমেডান স্পোর্টিংয়ের মাধ্যমে ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে রাজি হয়েছে ৷ কিন্তু, মহামেডান স্পোর্টিংয়ের বর্তমানে একজন লগ্নিকারী রয়েছে ৷ লুলু গ্রুপ বিনিয়োগ করলে তার ভবিষ্যৎ কী হবে ? প্রশ্নটি ফুৎকারে উড়িয়ে দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনি বলেন, “লুলু গ্রুপ আসায় বাঙ্কারহিলের জায়গা থাকবে না, এই ভাবনার কোনও জায়গা নেই ৷ আসলে নির্দিষ্ট সংখ্যার শেয়ার বাঙ্কারহিলের থাকবে ৷ তার পরিমাণ কতটা হবে, তা আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে ৷ বাঙ্কারহিল, লুলু গ্রুপ সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব ৷”

নয়া বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা হলেও, চুক্তি কবে হবে? তা এখনও জানা নেই ৷ রাজু আহমেদ বলছেন, “নভেম্বরে কলকাতায় শিল্প সম্মেলন আছে ৷ সেই সম্মেলনে যোগ দিতে লুলু গ্রুপের প্রতিনিধিরাও আসছেন ৷ সেইসময়ই আমাদের সঙ্গে বৈঠক এবং চুক্তি হবে ৷” ইতিমধ্যে, আইএসএলে মহমেডান স্পোর্টিংকে খেলতে দেখতে চান বলে জানিয়েছেন মমতা ৷ আই লিগ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএসএল খেলার সুযোগ পাওয়া যায় ৷ সেক্ষেত্রে 15 কোটি টাকা আইএসএল আয়োজকদের দেওয়ার প্রয়োজন পড়ে না ৷

আরও পড়ুন: আটদশক পর ফিরল ইতিহাস, কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ‘ব্ল্যাক প্যান্থার’দের

চলতি বছরে পঞ্জাব এফসি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠেছে ৷ মহমেডান স্পোর্টিংও সেটাই চাইছে ৷ এখন দেখার আসন্ন আই লিগে মহামেডান স্পোর্টিং ক্লাব খেতাব তুলতে পারে কি না ৷ তাহলে এফএসডিএল-এর অনুমতির প্রয়োজন হবে না ৷ মহমেডান স্পোর্টিংয়ের লগ্নিকারীদের আর্থিক চাপও কমবে ৷

লুলু গ্রুপের সঙ্গে নয়া চুক্তি হলেও, থাকছে মহামেডান স্পোর্টিং ক্লাবের পুরনো বিনিয়োগকারী সংস্থা ব্যাঙ্কারহিল

কলকাতা, 30 সেপ্টেম্বর: আট দশক পরে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ৷ ম্যাচের পর ফুটবলারদের ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ক্লাব পর্যন্ত ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল ৷ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে মহামেডান ক্লাবের পরের লক্ষ্য আই লিগ ৷ দু’দিনের ছুটি কাটিয়ে ফুটবলারদের দিল্লির শিবিরে যোগ দিতে বলা হয়েছে ৷ সেখানে আসন্ন আই লিগের প্রস্তুতি সারবে মহমেডান স্পোর্টিং ৷ কলকাতা সেরা হওয়ার পাশাপাশি নয়া লগ্নিকারী সংস্থাও যুক্ত হচ্ছে ময়দানের এই ক্লাবের সঙ্গে ৷ বাঙ্কারহিল লগ্নিকারী হিসেবে রয়েছে ৷ তার সঙ্গে মহামেডান স্পোর্টিংয়ের লগ্নি করতে রাজি হয়েছে লুলু গ্রুপ ৷ মূলত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নয়া এই লগ্নিকারী সংস্থাকে পেয়েছে ক্লাব ৷

দুবাইয়ের বিখ্যাত এই সংস্থা লুলু গ্রুপের বিভিন্ন দেশে শপিং মল রয়েছে ৷ তারা মহমেডান স্পোর্টিংয়ের মাধ্যমে ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে রাজি হয়েছে ৷ কিন্তু, মহামেডান স্পোর্টিংয়ের বর্তমানে একজন লগ্নিকারী রয়েছে ৷ লুলু গ্রুপ বিনিয়োগ করলে তার ভবিষ্যৎ কী হবে ? প্রশ্নটি ফুৎকারে উড়িয়ে দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ ৷ তিনি বলেন, “লুলু গ্রুপ আসায় বাঙ্কারহিলের জায়গা থাকবে না, এই ভাবনার কোনও জায়গা নেই ৷ আসলে নির্দিষ্ট সংখ্যার শেয়ার বাঙ্কারহিলের থাকবে ৷ তার পরিমাণ কতটা হবে, তা আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে ৷ বাঙ্কারহিল, লুলু গ্রুপ সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব ৷”

নয়া বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা হলেও, চুক্তি কবে হবে? তা এখনও জানা নেই ৷ রাজু আহমেদ বলছেন, “নভেম্বরে কলকাতায় শিল্প সম্মেলন আছে ৷ সেই সম্মেলনে যোগ দিতে লুলু গ্রুপের প্রতিনিধিরাও আসছেন ৷ সেইসময়ই আমাদের সঙ্গে বৈঠক এবং চুক্তি হবে ৷” ইতিমধ্যে, আইএসএলে মহমেডান স্পোর্টিংকে খেলতে দেখতে চান বলে জানিয়েছেন মমতা ৷ আই লিগ চ্যাম্পিয়ন হলে সরাসরি আইএসএল খেলার সুযোগ পাওয়া যায় ৷ সেক্ষেত্রে 15 কোটি টাকা আইএসএল আয়োজকদের দেওয়ার প্রয়োজন পড়ে না ৷

আরও পড়ুন: আটদশক পর ফিরল ইতিহাস, কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক ‘ব্ল্যাক প্যান্থার’দের

চলতি বছরে পঞ্জাব এফসি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠেছে ৷ মহমেডান স্পোর্টিংও সেটাই চাইছে ৷ এখন দেখার আসন্ন আই লিগে মহামেডান স্পোর্টিং ক্লাব খেতাব তুলতে পারে কি না ৷ তাহলে এফএসডিএল-এর অনুমতির প্রয়োজন হবে না ৷ মহমেডান স্পোর্টিংয়ের লগ্নিকারীদের আর্থিক চাপও কমবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.