ETV Bharat / sports

I-League 2022: হার দিয়ে আই লিগ শুরু মহামেডান স্পোর্টিংয়ের

শুরুটা ভালো হল না মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) । শনিবার আই লিগের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত ।

I League
হার দিয়ে আই লিগ শুরু মহামেডান স্পোর্টিংয়ের
author img

By

Published : Nov 13, 2022, 12:57 PM IST

কলকাতা, 13 নভেম্বর: আই লিগে শুরুটা ভালো হল না মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) । শনিবার লিগের উদ্বোধনী ম্যাচে সাদা কালো শিবির প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত । খেলার 58 মিনিটে গোকুলাম কেরালার স্ট্রাইকার সোমলাগা বক্সের বাইরে থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন ।

কলকাতা লিগ চ্যাম্পিয়ন চলতি মরশুমের আই লিগ জয়ের ব্যাপারে বাড়তি উদ্যোগী । গত মরশুমে এই গোকুলাম কেরালার কাছেই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে রানার্স হতে হয়েছিল সাদাকালো শিবিরকে । চলতি মরশুমে তাই কোচ আন্দ্রে চেরেনিশভ বাড়তি জোর দিয়েছিলেন দলের প্রস্তুতিতে । ডুরান্ড কাপে (Durand Cup) শেষ চার থেকে বিদায় নেওয়ার পরে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাব । যা আই লিগের আগে সমর্থকদের মনে আশা জুগিয়েছিল । কিন্তু প্রথম ম্যাচের আগে দলের চোট আঘাত বড় সমস্যা হয়ে দাঁড়ায় । সেই ধাক্কা এড়াতে পারেনি কলকাতার দলটা ।

আরও পড়ুন: ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান

মার্কাস জোসেফ চোটের জন্য দলের সঙ্গে কেরালা যাননি । একই কারণে কলকাতায় রয়েছেন মানজেরিও । ফলে গোল করার জন্য বিদেশিদের মধ্যে আবিওলা দাওদার ওপর নির্ভরশীল ছিল মহমেডান । তিনি প্রতিপক্ষের গোলের দরজা খুলতে ব্যর্থ । শুরুতে দুই দলই রক্ষণ সামলে খেলতে শুরু করে । তা সত্ত্বেও যে কয়টি সুযোগ তৈরি হয়েছিল তা থেকে দুই পক্ষই গোল করতে ব্যর্থ । বিরতির পরে আক্রমণের চাপ বাড়ায় গোকুলাম । ফলশ্রুতিতে 58 মিনিটে আসে জয়সূচক গোল । বাকি সময় মহামেডান স্পোর্টিং সমতায় ফেরার চেষ্টা করলেও তা কাজে লাগেনি । ম্যাচের পরে সাদাকালো শিবির স্বাভাবিকভাবেই হতাশ । কোচ চেরিনেশভ বলেছেন, যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন । তাই হারলেও ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আমাদের আছে । আই লিগ ম্যারাথন দৌড় । হারলেও শেষ পর্যন্ত ভালো কিছুর ব্যাপারে আশাবাদী ।

কলকাতা, 13 নভেম্বর: আই লিগে শুরুটা ভালো হল না মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) । শনিবার লিগের উদ্বোধনী ম্যাচে সাদা কালো শিবির প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত । খেলার 58 মিনিটে গোকুলাম কেরালার স্ট্রাইকার সোমলাগা বক্সের বাইরে থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন ।

কলকাতা লিগ চ্যাম্পিয়ন চলতি মরশুমের আই লিগ জয়ের ব্যাপারে বাড়তি উদ্যোগী । গত মরশুমে এই গোকুলাম কেরালার কাছেই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে রানার্স হতে হয়েছিল সাদাকালো শিবিরকে । চলতি মরশুমে তাই কোচ আন্দ্রে চেরেনিশভ বাড়তি জোর দিয়েছিলেন দলের প্রস্তুতিতে । ডুরান্ড কাপে (Durand Cup) শেষ চার থেকে বিদায় নেওয়ার পরে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাব । যা আই লিগের আগে সমর্থকদের মনে আশা জুগিয়েছিল । কিন্তু প্রথম ম্যাচের আগে দলের চোট আঘাত বড় সমস্যা হয়ে দাঁড়ায় । সেই ধাক্কা এড়াতে পারেনি কলকাতার দলটা ।

আরও পড়ুন: ভবানীপুরকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান

মার্কাস জোসেফ চোটের জন্য দলের সঙ্গে কেরালা যাননি । একই কারণে কলকাতায় রয়েছেন মানজেরিও । ফলে গোল করার জন্য বিদেশিদের মধ্যে আবিওলা দাওদার ওপর নির্ভরশীল ছিল মহমেডান । তিনি প্রতিপক্ষের গোলের দরজা খুলতে ব্যর্থ । শুরুতে দুই দলই রক্ষণ সামলে খেলতে শুরু করে । তা সত্ত্বেও যে কয়টি সুযোগ তৈরি হয়েছিল তা থেকে দুই পক্ষই গোল করতে ব্যর্থ । বিরতির পরে আক্রমণের চাপ বাড়ায় গোকুলাম । ফলশ্রুতিতে 58 মিনিটে আসে জয়সূচক গোল । বাকি সময় মহামেডান স্পোর্টিং সমতায় ফেরার চেষ্টা করলেও তা কাজে লাগেনি । ম্যাচের পরে সাদাকালো শিবির স্বাভাবিকভাবেই হতাশ । কোচ চেরিনেশভ বলেছেন, যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন । তাই হারলেও ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আমাদের আছে । আই লিগ ম্যারাথন দৌড় । হারলেও শেষ পর্যন্ত ভালো কিছুর ব্যাপারে আশাবাদী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.