ETV Bharat / sports

Mitrabha Guha : বাংলার দাবায় নতুন সূর্যোদয়, কোচ ছাড়াই গ্র্যান্ডমাস্টার মিত্রাভ - বাংলার দাবায় নতুন সূর্যোদয়

দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমির ছাত্র মিত্রাভ মৌলানা আজাদ কলেজে বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র। পড়াশোনার চাপ সামলে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন নিঃসন্দেহে বড় ঘটনা। দিন পনেরো আগে বাংলাদেশে অনুষ্ঠিত শেখ রাসেল জিএম টুর্নামেন্টে 2498 এলো পয়েন্টে পৌছে গিয়েছিলেন মিত্রাভ।

Mitrabha Guha
বাংলার দাবায় নতুন সূর্যোদয়, কোচ ছাড়াই গ্র্যান্ডমাস্টার মিত্রাভ
author img

By

Published : Nov 9, 2021, 7:32 PM IST

Updated : Nov 9, 2021, 8:03 PM IST

কলকাতা, 9 নভেম্বর : ভারতীয় গ্র্যান্ডমাস্টারের তালিকায় নতুন নাম বাংলার মিত্রাভ গুহ। মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হলেন তিনি। দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের দেখানো পথেই বাংলার হাত ধরে 72তম গ্র্যান্ডমাস্টার পেল দেশ। সার্বিয়াতে অনুষ্ঠিত মিক্স 220-নভি সাড ওপেন টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে জিতে কলকাতার ছেলে মিত্রাভ অর্জন করলেন জিএম নর্ম। বাংলা পেল নবম গ্র্যান্ডমাস্টার ৷

টালিগঞ্জের কুদঘাটের মিত্রাভ এর আগে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমির ছাত্র মিত্রাভ মৌলানা আজাদ কলেজে বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র। পড়াশোনার চাপ সামলে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন নিঃসন্দেহে বড় ঘটনা। দিন পনেরো আগে বাংলাদেশে অনুষ্ঠিত শেখ রাসেল জিএম টুর্নামেন্টে 2498 এলো পয়েন্টে পৌছে গিয়েছিলেন মিত্রাভ।

ছেলের সাফল্যে খুশি বাবা রাজ গুহ বলছেন, "ছোটবেলা থেকেই দাবার প্রতি আগ্রহ ওর। কার্যত বোর্ডের উপরেই থাকত মিত্রাভ। 2005 থেকে 2014 পর্যন্ত দিব্যেন্দু বড়ুয়া অ্যাকাডেমির ছাত্র ছিল ও। খবরটা পাওয়ার পর ভাল লাগছে। বৃহস্পতিবার শহরে ফিরবে।" একইসঙ্গে তিনি যোগ করেন, "দাবা খেলাটা আর গরিবের জন্য নয়। প্রচুর অর্থ খরচ করতে হয়। 1637 পয়েন্ট নিয়ে দৌড় শুরু করে আমরা যে কিভাবে মিত্রাভর খেলা চালিয়ে গিয়েছি তা আমরাই জানি।"

আরও পড়ুন : 4 ওভারই মেডেন নিয়ে টি-20 ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতীয় বোলারের

মিত্রাভর এই জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রাজ গুহ বলেন, "আমি নিজে একজন দাবাড়ু ছিলাম। তাই আড়াই বছর বয়স থেকে দাবা খেলা শেখানো শুরু করেছিলাম। প্রথম থেকেই দ্রুত সবকিছু শিখে নেওয়ার ক্ষমতা ছিল ওর মধ্যে। এরপর মাত্র সাড়ে চার বছর বয়সে দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে নিয়ে গিয়েছিলাম। ছোটবেলা থেকে ওর সাফল্যের গ্রাফ ওপরের দিকে। 2015 থেকে অতনু লাহিড়ী ওকে কোচিং করিয়েছিলেন। কিন্তু 2019 থেকে ওর কোনও কোচ ছিল না।"

কোচ না থাকার কারণ প্রসঙ্গে মিত্রাভর বাবা জানান, আর্থিক কারণেই কোচ রাখা সম্ভব হয়নি। সেই সময় মিত্রাভ নিজেই বলেছিল কোচ ছাড়াই গ্র্যান্ডমাস্টার হব‍। কথা রেখেছে ও। তাই বলতে পারেন কোচ ছাড়াই মিত্রাভ গ্র্যান্ডমাস্টার হল। কার্লসেনের ভক্ত মিত্রাভ বাংলার দাবায় নতুন তারকা। সবমিলিয়ে ছটপুজোর দিন বাংলার দাবার আকাশে নতুন সূর্যোদয়।

কলকাতা, 9 নভেম্বর : ভারতীয় গ্র্যান্ডমাস্টারের তালিকায় নতুন নাম বাংলার মিত্রাভ গুহ। মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হলেন তিনি। দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের দেখানো পথেই বাংলার হাত ধরে 72তম গ্র্যান্ডমাস্টার পেল দেশ। সার্বিয়াতে অনুষ্ঠিত মিক্স 220-নভি সাড ওপেন টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে জিতে কলকাতার ছেলে মিত্রাভ অর্জন করলেন জিএম নর্ম। বাংলা পেল নবম গ্র্যান্ডমাস্টার ৷

টালিগঞ্জের কুদঘাটের মিত্রাভ এর আগে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমির ছাত্র মিত্রাভ মৌলানা আজাদ কলেজে বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র। পড়াশোনার চাপ সামলে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন নিঃসন্দেহে বড় ঘটনা। দিন পনেরো আগে বাংলাদেশে অনুষ্ঠিত শেখ রাসেল জিএম টুর্নামেন্টে 2498 এলো পয়েন্টে পৌছে গিয়েছিলেন মিত্রাভ।

ছেলের সাফল্যে খুশি বাবা রাজ গুহ বলছেন, "ছোটবেলা থেকেই দাবার প্রতি আগ্রহ ওর। কার্যত বোর্ডের উপরেই থাকত মিত্রাভ। 2005 থেকে 2014 পর্যন্ত দিব্যেন্দু বড়ুয়া অ্যাকাডেমির ছাত্র ছিল ও। খবরটা পাওয়ার পর ভাল লাগছে। বৃহস্পতিবার শহরে ফিরবে।" একইসঙ্গে তিনি যোগ করেন, "দাবা খেলাটা আর গরিবের জন্য নয়। প্রচুর অর্থ খরচ করতে হয়। 1637 পয়েন্ট নিয়ে দৌড় শুরু করে আমরা যে কিভাবে মিত্রাভর খেলা চালিয়ে গিয়েছি তা আমরাই জানি।"

আরও পড়ুন : 4 ওভারই মেডেন নিয়ে টি-20 ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতীয় বোলারের

মিত্রাভর এই জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রাজ গুহ বলেন, "আমি নিজে একজন দাবাড়ু ছিলাম। তাই আড়াই বছর বয়স থেকে দাবা খেলা শেখানো শুরু করেছিলাম। প্রথম থেকেই দ্রুত সবকিছু শিখে নেওয়ার ক্ষমতা ছিল ওর মধ্যে। এরপর মাত্র সাড়ে চার বছর বয়সে দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে নিয়ে গিয়েছিলাম। ছোটবেলা থেকে ওর সাফল্যের গ্রাফ ওপরের দিকে। 2015 থেকে অতনু লাহিড়ী ওকে কোচিং করিয়েছিলেন। কিন্তু 2019 থেকে ওর কোনও কোচ ছিল না।"

কোচ না থাকার কারণ প্রসঙ্গে মিত্রাভর বাবা জানান, আর্থিক কারণেই কোচ রাখা সম্ভব হয়নি। সেই সময় মিত্রাভ নিজেই বলেছিল কোচ ছাড়াই গ্র্যান্ডমাস্টার হব‍। কথা রেখেছে ও। তাই বলতে পারেন কোচ ছাড়াই মিত্রাভ গ্র্যান্ডমাস্টার হল। কার্লসেনের ভক্ত মিত্রাভ বাংলার দাবায় নতুন তারকা। সবমিলিয়ে ছটপুজোর দিন বাংলার দাবার আকাশে নতুন সূর্যোদয়।

Last Updated : Nov 9, 2021, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.