কলকাতা, 28 সেপ্টেম্বর: দুয়ারে চ্যাম্পিয়নশিপ। একই সঙ্গে ফের নজির ছোঁয়ার হাতছানি। জোড়া কৃতিত্বের সামনে দাঁড়িয়ে আরও বেশি সংযত মহমেডান স্পোর্টিং। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে আন্দ্রে চেরিনেশভের দলের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্ট। মিনি ডার্বি দিয়ে সুপার সিক্সের যাত্রা শুরু করবে সবুজ মেরুণ। তাদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। তবে মিনি ডার্বিতে সম্মান রক্ষা বড় ব্যাপার। তাই সম্মান বাঁচানোকে মোটিভেশন হিসেবে নিয়ে সাদা কালো ব্রিগেডের মুখোমুখি হতে চলেছে বাস্তব রায়ের দল।
সবুজ মেরুণ কোচ বলছেন, কলকাতা লিগে তাঁরা একমাত্র দল যারা প্রকৃত ডেভলপমেন্ট দলকে খেলিয়েছে। নতুন প্রতিভার অন্বেষণে এই উদ্যোগ তাঁদের। তাই সুপার সিক্সে পৌঁছনোকে লক্ষ্য রাখা হয়েছিল। সেই লক্ষ্যে তাঁরা সফল। তা বলে হাল ছাড়ার কথা ভাবছেন না। বরং মিনি ডার্বিতে দলের সম্মান রক্ষাকে মোটিভেশন হিসেবে দেখছেন। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। সেই যাত্রায় কাঁটা সড়ানোই লক্ষ্যে। দলের একাধিক ফুটবলার জাতীয় দলের দায়িত্ব পালনে চলে যাবেন। কিছু ফুটবলার সিনিয়র দলের অনুশীলনে যোগ দিয়ে আইএসএলের জন্য তৈরি হবেন। পাশাপাশি এএফসি কাপের খেলা রয়েছে। তাই সবকিছু মাথায় রেখে দল গড়ার কথা ভেবেছেন বাস্তব।
অন্যদিকে, 41 পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকলেও খেতাবের দৌড়ের বাকি পথটা মসৃণ নয় মহমেডান স্পোর্টিংয়ের জন্য। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর কীভাবে আনন্দোৎসব হবে তার নীল নকশা তৈরি করে ফেলেছে সাদা কালো শিবিরের কর্তারা। যদিও তার বহিঃপ্রকাশ নেই। আইএফএ যেহেতু ডার্বির দিন ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেবে না, তাই মহমেডান স্পোর্টিং কর্তারা কলকাতা লিগ চ্যাম্পিয়নশীপ ট্রফির রেপ্লিকা নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজাচ্ছেন।
সচিব ইস্তেয়াক বলছেন, বড় কোনও অঘটন না ঘটলে ট্রফি যে রেড রোডের ধারের ময়দানের অন্যতম শতাব্দী প্রাচীন সুসজ্জিত ক্লাবের ক্যাবিনেটে ঢুকছে সে ব্যাপারে নিশ্চিত। তবে চ্যাম্পিয়ন হলে বুধবারই কেন ট্রফি সংশ্লিষ্ট ফুটবলারদের দেওয়া হবে না, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন। ডার্বির পরে মাঠে ট্রফি দেওয়ার বিষয়ে আইএফ-এর সিদ্ধান্তের বিরোধিতায় সচিব। তাঁর মতে ম্যাচটি যদি মহমেডান ক্লাবের ম্যাচের পরে দেওয়া হত, তাহলে বিরোধিতা করতেন না।
আরও পড়ুন: পুজো-বিশ্বকাপের কোপে পিছল কলকাতা ডার্বি, আইএসএলের প্রথম বড় ম্যাচ সম্ভবত 1 নভেম্বর
এদিকে প্রশাসনিক তৎপরতার দিকে চোখ নেই মহমেডান কোচের। কেন এই ব্যবস্থা বুঝতে গিয়ে দলের প্রস্তুতিতে যদি ফাঁক পড়ে, তাই সংযমের কড়া চেহারায় দলকে বেঁধে রাখছেন সাদা-কালো কোচ কর্তারা। ডেভিড, রেমিসাঙ্গা,বিকাশ সিং,ব্যারেটো ছন্দে রয়েছেন। বিশেষ করে দুরন্ত ছন্দে রয়েছে জেভিড। যা মোহনবাগানের রক্ষনের চিন্তার কারণ। তাই সব মিলিয়ে প্রেস্টিজের মিনি ডার্বির স্রোত ফল্গুধারা হয়ে ময়দানে বইছে।