ETV Bharat / sports

Asian Games 2023: রেফারির ভুলে নাটকের শেষ অংকে কবাডিতে সোনা জয় ভারতের - Asian Games

ম্যাচের শেষ কিছুক্ষণ বাকি থাকতে কবাডি ফাইনাল স্থগিত হয় ৷ আর তা নিয়ে কোনওভাবেই বোঝা যায় না রেফারি নাটক করছেন না অন্যকিছু ৷ ভারত ও ইরানের ম্যাচে কিছুতেই সিদ্ধান্তে আসা যাচ্ছিল না ৷ তবে শেষমেশ সিদ্ধান্তে পাল্লা ভারী হয় ভারতের, পাঙ্গা নিতে ব্যর্থ হয় ইরান ৷ 29-33-এ প্রতিপক্ষ ইরানকে হারায় ভারত ৷ আর তাতেই ভারতের ঝুলিতে চলে আসে এশিয়ান গেমসের 14তম দিনে ভারত ষষ্ঠ সোনা জেতে ৷

সৌঃ টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:32 PM IST

Updated : Oct 7, 2023, 5:03 PM IST

হ্যাংঝাউ, 7 অক্টোবর: ফাইনাল ম্যাচ আর শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতেই যত নাটক ৷ ভারত ও ইরানের কবাডি ম্য়াচে খেলা স্থগিত থাকে প্রায় 1 ঘণ্টা 15 মিনিট ৷ ভারতীয় কবাডি দলের অধিনায়ক পবনের আউট হওয়া নিয়ে বিতর্ক শুরু ৷ তারপর কিছুতেই সিদ্ধান্তে আসা যায় না ৷ ম্যাচ স্থগিত হয় ৷ তবে অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারায় থাই ফাই বালে ৷ ফের একবার 'আসলি পাঙ্গা'র জোড় দেখিয়ে দেন পবন, আসলাম, বিশাল-সহ পারভেশরা ৷ তাতেই দেশকে দিনের ষষ্ট সোনা এনে দেয় ভারত ৷ এশিয়ান গেমসে এই নিয়ে 28তম সোনা জিতল ভারত।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  • ম্যাচ স্থগিতের কারণ

পুরুষদের কবাডি দল এদিন গতবারের ব্রোঞ্জ এবার সোনায় পালটাতে মরিয়া ছিল। যাবতীয় সমস্যার মূলে ছিলেন রেফারিরা। প্রথম থেকেই রেফারিরা বারবার ভুল সিদ্ধান্ত দিচ্ছিলেন ৷ কখনউ ভারতের বিপক্ষে, কখনউ 'সুলতান' ব্রিগেড তথা ইরানি অধিনায়ক ফাজল আত্রাচালিদের বিরুদ্ধে ৷ সেক্ষেত্রে অনেক পয়েন্টও খুইয়েছেন পবনরা ৷ কোন নিয়মে এশিয়ান গেমস খেলা হচ্ছে, তা নির্ঘাত জানেন না রেফারিরা। তাই তো পরতে পরতে তাঁদের নাটক ধরা পড়েছে ৷

তবে মূল বিতর্ক শুরু হয় ভারতের অধিনায়ক পবনের আউট হওয়া নিয়ে ৷ দু'দলেরই তখন পয়েন্ট ছিল 28। পুরনো নিয়ম অনুযায়ী, ভারতের চার পয়েন্ট পাওয়ার কথা। ইরানের এক পয়েন্ট। নতুন নিয়ম অনুযায়ী, দু'দলেরই এক পয়েন্ট পাওয়ার কথা। কিন্তু রেফারিদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তাঁরা জানেন না নিয়ম। তাই নিয়েই চূড়ান্ত ঝামেলা ৷ তাঁরা দু'টি নিয়ম ধরেই এগোচ্ছেন। যখন যে দল প্রতিবাদ জানাচ্ছে, তখন সেদিকে গিয়ে পয়েন্ট দিচ্ছেন রেফারিরা। চরম গাফিলতি।

  • 🇮🇳 𝐀𝐍𝐓𝐈-𝐂𝐋𝐈𝐌𝐀𝐂𝐓𝐈𝐂! After a heated argument between the players and the refs, the match has been suspended.

    😭 The Indian players refused to stand up. 𝗦𝗼 𝗺𝘂𝗰𝗵 𝗱𝗿𝗮𝗺𝗮!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.… pic.twitter.com/E92liXhotg

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেফারিদের অপদার্থতার কারণে যে চরম ঝামেলা তা বোঝা গিয়েছে। একবার 1-1 পয়েন্ট দেওয়া হয় দু'দলকে। তারপর চার পয়েন্ট দেওয়া হয় ভারতকে। এক পয়েন্ট দেওয়া হয় ইরানকে। তারপর আবার সিদ্ধান্ত পালটে দুই দলকেই এক পয়েন্ট দেওয়া হল। চরম ঝামেলা। তাই 'কম্পিটিশন সাসপেন্ডেড' বলা হচ্ছিল তবে শেষমেশ এশীয় কবাডি সংস্থার কর্তা, ম্যাচ অফিশিয়াল এবং আয়োজকেরা কথা বলে ঠিক করেন, যেহেতু খেলা শুরুর আগে নিয়ম সম্পর্কে নির্দিষ্টভাবে জানানো হয়নি, তাই শেষ পর্যন্ত পুরনো নিয়মকেই মান্যতা দেওয়া হয়।

ফলে ইরানের আপত্তি আগ্রাহ্য করে ভারতকে 3 পয়েন্ট এবং তাদের 1 পয়েন্ট দেওয়া হয়। এই সিদ্ধান্তে ইরানের খেলোয়াড়রা খুশি না-হলেও আর তীব্র প্রতিবাদের পথে হাঁটেননি তাঁরা। শেষ কয়েক সেকেন্ডে আরও দু'পয়েন্ট নেয় ভারত ৷ ইরান আর পারেনি ৷ পালটা খেলা শেষে 29-33-এ প্রতিপক্ষ ইরানকে হারায় ভারত ৷ তবে আজকের এই জয়ে 1990 থেকে 9 বারের এশিয়াডে ভারত 8 বার সোনা জেতে ৷ শুধু গতবারই ব্রোঞ্জ পায় টিম ইন্ডিয়া ৷

  • 🇮🇳 𝗞𝗜𝗡𝗚𝗦 𝗢𝗙 𝗞𝗔𝗕𝗔𝗗𝗗𝗜! After so much drama India emerge victorious against Iran as the kabaddi royalty reclaime its throne. 𝙉𝙤 𝙤𝙩𝙝𝙚𝙧 𝙩𝙚𝙖𝙢 𝙝𝙖𝙨 𝙖𝙨𝙨𝙚𝙧𝙩𝙚𝙙 𝙙𝙤𝙢𝙞𝙣𝙖𝙣𝙘𝙚 𝙞𝙣 𝙠𝙖𝙗𝙖𝙙𝙙𝙞 𝙡𝙞𝙠𝙚 𝙪𝙨.

    🥇 Women's Team.
    🥇 Men's Team.

    👏 A… pic.twitter.com/gBKAherM1I

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • (1990-সোনা), (1994-সোনা), (1998-সোনা), (2002-সোনা), (2004-সোনা), (2006-সোনা), (2010-সোনা), (2014-সোনা), (2018-ব্রোঞ্জ), (2022-সোনা) ৷

আরও পড়ুন: সোনার ধারা অব্যাহত, দিনের চতুর্থ স্বর্ণপদক এল সাত্বিক-চিরাগের হাত ধরে

হ্যাংঝাউ, 7 অক্টোবর: ফাইনাল ম্যাচ আর শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতেই যত নাটক ৷ ভারত ও ইরানের কবাডি ম্য়াচে খেলা স্থগিত থাকে প্রায় 1 ঘণ্টা 15 মিনিট ৷ ভারতীয় কবাডি দলের অধিনায়ক পবনের আউট হওয়া নিয়ে বিতর্ক শুরু ৷ তারপর কিছুতেই সিদ্ধান্তে আসা যায় না ৷ ম্যাচ স্থগিত হয় ৷ তবে অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারায় থাই ফাই বালে ৷ ফের একবার 'আসলি পাঙ্গা'র জোড় দেখিয়ে দেন পবন, আসলাম, বিশাল-সহ পারভেশরা ৷ তাতেই দেশকে দিনের ষষ্ট সোনা এনে দেয় ভারত ৷ এশিয়ান গেমসে এই নিয়ে 28তম সোনা জিতল ভারত।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
  • ম্যাচ স্থগিতের কারণ

পুরুষদের কবাডি দল এদিন গতবারের ব্রোঞ্জ এবার সোনায় পালটাতে মরিয়া ছিল। যাবতীয় সমস্যার মূলে ছিলেন রেফারিরা। প্রথম থেকেই রেফারিরা বারবার ভুল সিদ্ধান্ত দিচ্ছিলেন ৷ কখনউ ভারতের বিপক্ষে, কখনউ 'সুলতান' ব্রিগেড তথা ইরানি অধিনায়ক ফাজল আত্রাচালিদের বিরুদ্ধে ৷ সেক্ষেত্রে অনেক পয়েন্টও খুইয়েছেন পবনরা ৷ কোন নিয়মে এশিয়ান গেমস খেলা হচ্ছে, তা নির্ঘাত জানেন না রেফারিরা। তাই তো পরতে পরতে তাঁদের নাটক ধরা পড়েছে ৷

তবে মূল বিতর্ক শুরু হয় ভারতের অধিনায়ক পবনের আউট হওয়া নিয়ে ৷ দু'দলেরই তখন পয়েন্ট ছিল 28। পুরনো নিয়ম অনুযায়ী, ভারতের চার পয়েন্ট পাওয়ার কথা। ইরানের এক পয়েন্ট। নতুন নিয়ম অনুযায়ী, দু'দলেরই এক পয়েন্ট পাওয়ার কথা। কিন্তু রেফারিদের হাবভাব দেখে মনে হচ্ছিল যে তাঁরা জানেন না নিয়ম। তাই নিয়েই চূড়ান্ত ঝামেলা ৷ তাঁরা দু'টি নিয়ম ধরেই এগোচ্ছেন। যখন যে দল প্রতিবাদ জানাচ্ছে, তখন সেদিকে গিয়ে পয়েন্ট দিচ্ছেন রেফারিরা। চরম গাফিলতি।

  • 🇮🇳 𝐀𝐍𝐓𝐈-𝐂𝐋𝐈𝐌𝐀𝐂𝐓𝐈𝐂! After a heated argument between the players and the refs, the match has been suspended.

    😭 The Indian players refused to stand up. 𝗦𝗼 𝗺𝘂𝗰𝗵 𝗱𝗿𝗮𝗺𝗮!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.… pic.twitter.com/E92liXhotg

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রেফারিদের অপদার্থতার কারণে যে চরম ঝামেলা তা বোঝা গিয়েছে। একবার 1-1 পয়েন্ট দেওয়া হয় দু'দলকে। তারপর চার পয়েন্ট দেওয়া হয় ভারতকে। এক পয়েন্ট দেওয়া হয় ইরানকে। তারপর আবার সিদ্ধান্ত পালটে দুই দলকেই এক পয়েন্ট দেওয়া হল। চরম ঝামেলা। তাই 'কম্পিটিশন সাসপেন্ডেড' বলা হচ্ছিল তবে শেষমেশ এশীয় কবাডি সংস্থার কর্তা, ম্যাচ অফিশিয়াল এবং আয়োজকেরা কথা বলে ঠিক করেন, যেহেতু খেলা শুরুর আগে নিয়ম সম্পর্কে নির্দিষ্টভাবে জানানো হয়নি, তাই শেষ পর্যন্ত পুরনো নিয়মকেই মান্যতা দেওয়া হয়।

ফলে ইরানের আপত্তি আগ্রাহ্য করে ভারতকে 3 পয়েন্ট এবং তাদের 1 পয়েন্ট দেওয়া হয়। এই সিদ্ধান্তে ইরানের খেলোয়াড়রা খুশি না-হলেও আর তীব্র প্রতিবাদের পথে হাঁটেননি তাঁরা। শেষ কয়েক সেকেন্ডে আরও দু'পয়েন্ট নেয় ভারত ৷ ইরান আর পারেনি ৷ পালটা খেলা শেষে 29-33-এ প্রতিপক্ষ ইরানকে হারায় ভারত ৷ তবে আজকের এই জয়ে 1990 থেকে 9 বারের এশিয়াডে ভারত 8 বার সোনা জেতে ৷ শুধু গতবারই ব্রোঞ্জ পায় টিম ইন্ডিয়া ৷

  • 🇮🇳 𝗞𝗜𝗡𝗚𝗦 𝗢𝗙 𝗞𝗔𝗕𝗔𝗗𝗗𝗜! After so much drama India emerge victorious against Iran as the kabaddi royalty reclaime its throne. 𝙉𝙤 𝙤𝙩𝙝𝙚𝙧 𝙩𝙚𝙖𝙢 𝙝𝙖𝙨 𝙖𝙨𝙨𝙚𝙧𝙩𝙚𝙙 𝙙𝙤𝙢𝙞𝙣𝙖𝙣𝙘𝙚 𝙞𝙣 𝙠𝙖𝙗𝙖𝙙𝙙𝙞 𝙡𝙞𝙠𝙚 𝙪𝙨.

    🥇 Women's Team.
    🥇 Men's Team.

    👏 A… pic.twitter.com/gBKAherM1I

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • (1990-সোনা), (1994-সোনা), (1998-সোনা), (2002-সোনা), (2004-সোনা), (2006-সোনা), (2010-সোনা), (2014-সোনা), (2018-ব্রোঞ্জ), (2022-সোনা) ৷

আরও পড়ুন: সোনার ধারা অব্যাহত, দিনের চতুর্থ স্বর্ণপদক এল সাত্বিক-চিরাগের হাত ধরে

Last Updated : Oct 7, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.