ETV Bharat / sports

Asian Games 2023: চিনের কাছে হেরেও ইতিহাস, রুপোয় সন্তুষ্ট থাকতে হল পুরুষ ব্যাডমিন্টন দলকে - এইচএস প্রণয়

Men's Badminton Team Win Silver Medal in 19th Asian Games: হাতে এসেও এল না ৷ এক ধাপ দূরে থেকেই রুপো নিয়ে সন্তুষ্ট থাকলেন লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠিরা ৷ মূলত, এইচএস প্রণয় পীঠের চোটের কারণে ফাইনালে নামতে পারেননি ৷ আর সেটাই যেন ফারাক হয়ে দাঁড়াল ফাইনালে ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 9:46 PM IST

হ্যাংঝাউ, 1 অক্টোবর: এশিয়াডে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বচ্যাম্পিয়নদের ৷ চিনের বিরুদ্ধে পুরুষদের দলগত ব্যাডমিন্টনে এগিয়ে থেকেও 3-2 ফলাফলে হারতে হল স্বর্ণপদকের লড়াই ৷ প্রথম দু'ম্যাচে জিতে 2-0 এগিয়ে ছিল দেশের পুরুষ শাটলার টিম ৷ উল্লেখ্য, এশিয়াডের ইতিহাসে ব্যাডমিন্টনে ভারতের টিম গেমে এটাই প্রথম রুপোর পদক জয় ৷ তাই সোনা না-এলেও এই জয় ঐতিহাসিকও বটে ৷ তবে, চোটের কারণে এইচএস প্রণয়ের অনুপস্থিতি এ দিন ভারতীয় দল টের পেল প্রতিপদে ৷

কিন্তু, প্রথম দুই ম্যাচে জেতার পরেও, একটি ম্যাচ বের করতে না-পারার আক্ষেপ থেকেই যাচ্ছে ভারতীয় শাটলারদের ৷ পরপর তিন ম্যাচ জিতে দারুণভাবে চিন এ দিন প্রত্যাবর্তন করে ৷ বা বলা যায়, ভারতীয় শাটলারা কোথাও গিয়ে গা-ছাড়া মনোভাব দেখিয়েছিলেন রবিবারের ফাইনালের শেষের দিকে ৷ না হলে, টানা তিন ম্যাচ হাতছাড়া হওয়ার কোনও কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ অন্তত বিশ্বচ্যাম্পিয়নদের ক্ষেত্রে তো নয়ই ৷ প্রণয়ের অনুপস্থিতির কারণে একটা ম্যাচ না-জিততে পারা কোনও কারণ হতে পারে কি ? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে ৷ কারণ, একা প্রণয়ের ভরসায় ভারতীয় পুরুষ দল এশিয়াডে নামেনি ৷

আরও পড়ুন: এশিয়াডে মেয়েদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ নিখাতের, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পারভিনের

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে প্রণয় দুরন্ত পারফর্ম করেছিলেন ৷ কিন্তু, পিঠের চোটের কারণে ফাইনালে নামতে পারেননি তিনি ৷ রবিবার প্রথম ম্যাচে লক্ষ্য সেন এবং দ্বিতীয় ম্যাচে ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেন ৷ কিন্তু, এরপরেই আসল পরীক্ষা ছিল ভারতীয় শাটলারদের সামনে ৷ কিন্তু, তা পার করতে পারলেন না তাঁরা ৷ এদিনের সামিট ক্ল্যাশের নেতৃত্ব দেন লক্ষ্য সেন ৷ প্রথম ম্যাচের প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে 6 নম্বরে থাকা শি ইউকিকে 22-20, 14-21, 21-18 গেমে হারিয়েছেন লক্ষ্য ৷

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে ভারতের পদক বৃষ্টি, একই ইভেন্টে মেয়ে ও ছেলেরা পেলেন রুপো-ব্রোঞ্জ

এর পর দ্বিতীয় ম্যাচে নামেন ডাবলসে বিশ্ব ব়্যাংকিংয়ের 3 নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি ৷ মাত্র 55 মিনিটে প্রতিপক্ষ বিশ্বের 2 নম্বর জুটি লিয়াং উই কেংগ এবং ওয়াং চাংকে 21-15, 21-18 স্ট্রেট গেমে হারান ভারতীয় শাটলার জুটি ৷

হ্যাংঝাউ, 1 অক্টোবর: এশিয়াডে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল বিশ্বচ্যাম্পিয়নদের ৷ চিনের বিরুদ্ধে পুরুষদের দলগত ব্যাডমিন্টনে এগিয়ে থেকেও 3-2 ফলাফলে হারতে হল স্বর্ণপদকের লড়াই ৷ প্রথম দু'ম্যাচে জিতে 2-0 এগিয়ে ছিল দেশের পুরুষ শাটলার টিম ৷ উল্লেখ্য, এশিয়াডের ইতিহাসে ব্যাডমিন্টনে ভারতের টিম গেমে এটাই প্রথম রুপোর পদক জয় ৷ তাই সোনা না-এলেও এই জয় ঐতিহাসিকও বটে ৷ তবে, চোটের কারণে এইচএস প্রণয়ের অনুপস্থিতি এ দিন ভারতীয় দল টের পেল প্রতিপদে ৷

কিন্তু, প্রথম দুই ম্যাচে জেতার পরেও, একটি ম্যাচ বের করতে না-পারার আক্ষেপ থেকেই যাচ্ছে ভারতীয় শাটলারদের ৷ পরপর তিন ম্যাচ জিতে দারুণভাবে চিন এ দিন প্রত্যাবর্তন করে ৷ বা বলা যায়, ভারতীয় শাটলারা কোথাও গিয়ে গা-ছাড়া মনোভাব দেখিয়েছিলেন রবিবারের ফাইনালের শেষের দিকে ৷ না হলে, টানা তিন ম্যাচ হাতছাড়া হওয়ার কোনও কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ অন্তত বিশ্বচ্যাম্পিয়নদের ক্ষেত্রে তো নয়ই ৷ প্রণয়ের অনুপস্থিতির কারণে একটা ম্যাচ না-জিততে পারা কোনও কারণ হতে পারে কি ? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে ৷ কারণ, একা প্রণয়ের ভরসায় ভারতীয় পুরুষ দল এশিয়াডে নামেনি ৷

আরও পড়ুন: এশিয়াডে মেয়েদের 50 কেজি বিভাগে ব্রোঞ্জ নিখাতের, প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন পারভিনের

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে প্রণয় দুরন্ত পারফর্ম করেছিলেন ৷ কিন্তু, পিঠের চোটের কারণে ফাইনালে নামতে পারেননি তিনি ৷ রবিবার প্রথম ম্যাচে লক্ষ্য সেন এবং দ্বিতীয় ম্যাচে ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেন ৷ কিন্তু, এরপরেই আসল পরীক্ষা ছিল ভারতীয় শাটলারদের সামনে ৷ কিন্তু, তা পার করতে পারলেন না তাঁরা ৷ এদিনের সামিট ক্ল্যাশের নেতৃত্ব দেন লক্ষ্য সেন ৷ প্রথম ম্যাচের প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে 6 নম্বরে থাকা শি ইউকিকে 22-20, 14-21, 21-18 গেমে হারিয়েছেন লক্ষ্য ৷

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে ভারতের পদক বৃষ্টি, একই ইভেন্টে মেয়ে ও ছেলেরা পেলেন রুপো-ব্রোঞ্জ

এর পর দ্বিতীয় ম্যাচে নামেন ডাবলসে বিশ্ব ব়্যাংকিংয়ের 3 নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি ৷ মাত্র 55 মিনিটে প্রতিপক্ষ বিশ্বের 2 নম্বর জুটি লিয়াং উই কেংগ এবং ওয়াং চাংকে 21-15, 21-18 স্ট্রেট গেমে হারান ভারতীয় শাটলার জুটি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.