কলকাতা, 2 এপ্রিল : এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে 25টি পদক পেল ভারত। যার মধ্যে শেষদিনেই 6টি পদক জিতেছেন ভারতের শুটাররা। জোড়া পদক পেয়েছেন বাংলার মেহুলি ঘোষ। টিম ইভেন্টে সোনা এবং ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
এবার চাইনিজ় তাইপেই-তে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দল 16টি সোনা, 5টি রূপো ও 4টি ব্রোঞ্জ জিতেছে। গতকাল যশ বর্ধন ও শ্রেয়া আগরওয়াল 3টি করে সোনা জিতেছেন। টিম ইভেন্টে বাংলার মেহুলি ঘোষও সোনা জিতেছেন। মহিলা 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে মেহুলির পার্টনার ছিলেন শ্রেয়া আগওয়াল ও কবি চক্রবর্তী। এই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মেহুলি। 24 শটে 252.5 স্কোর করে সোনা জেতেন শ্রেয়া। মেহুলির পয়েন্ট 228.3। কবি চতুর্থ হয়েছেন।
এদিকে 10 মিটার এয়ার রাইফেলে ছেলেদের জুনিয়র ইভেন্টে সোনা জেতেন যশ বর্ধন। এছাড়াও কেভাল প্রজাপতি ও ঐশ্বরি টোমারের সঙ্গে টিম ইভেন্টেও সোনা জেতেন যশ। মিক্সড টিম রাইফেল জুনিয়র ইভেন্টে যশ বর্ধন ও শ্রেয়া চ্যাম্পিয়ন হয়েছেন। ভারতীয় শুটারদের পরের টুর্নামেন্ট ISSF শর্টগান ওয়ার্ল্ড কাপ স্টেজ 2। আগামী 5 এপ্রিল থেকে UAE-র আল আইনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।