ETV Bharat / sports

Pele Gate in Mohun Bagan: কিংবদন্তি'র প্রয়াণে বিহ্বল ফুটবলের মক্কা ! সম্রাট-স্মরণে ‘পেলে গেট’ মোহনবাগানে - মহামেডান স্পোর্টিং

ফুটবল সম্রাট পেলেকে সম্মান জানাচ্ছে মোহনবাগান ৷ প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তির নামে গেট তৈরি করছে সবুজ-মেরুন কর্তৃপক্ষ (Mohun Bagan to Unveil Pele Gate) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 31, 2022, 4:48 PM IST

Updated : Dec 31, 2022, 6:11 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর: মোহনবাগান ক্লাবে প্রয়াত ফুটবল সম্রাট পেলের নামে গেট তৈরি করবে মোহনবাগান (Mohun Bagan to Unveil Pele Gate) ৷ সংবাদ সংস্থা পিটিআই'কে আজ ক্লাব সচিব দেবাশিস দত্ত এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি, যত দ্রুত সম্ভব সেই গেট তৈরি করে, তা দর্শক প্রবেশের জন্য খুলে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন সবুজ-মেরুন ক্লাবের সচিব ৷

প্রসঙ্গত, তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার পেলে ভারতে কেবলমাত্র একটি ক্লাবের বিরুদ্ধেই খেলেছিলেন ৷ আর সেটি মোহনবাগান ৷ তাই কিংবদন্তির প্রয়াণে শোকপ্রকাশ করে শুক্রবার সারাদিন ক্লাব তাঁবুতে মোহনবাগানের পতাকা অর্ধনমিত অবস্থায় ছিল (Mecca of Indian Football in State of Mourning) ৷ অন্য দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল সম্রাটের মৃত্যুতে তাঁদের ক্লাবের পতাকা অর্ধনমিত করে রেখেছিলেন ৷

শুক্রবার সকালে ফুটবলপ্রেমী কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ঘুম ভাঙে পেলের মৃত্যু সংবাদ দিয়ে ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হন কিংবদবন্তি ফুটবলার ৷ দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ মৃত্যুর সময় বয়স হয়েছিল 82 বছর ৷ আর এই দিনটিকে মোহনবাগান ক্লাব ‘কালা দিবস’ হিসেবে পালন করেছে ৷ আর ভারতের একমাত্র ক্লাব, যাদের বিরুদ্ধে পেলে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ৷

এনিয়ে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত পিটিআই-কে বলেছেন, ‘‘আমরা এটা আগেই ঘোষণা করেছিলাম (পেলের নামে মোহনবাগান মাঠে গেট) ৷ কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ৷ আশা করছি সাধারণের জন্য খুব দ্রুত তা খুলে দিতে পারব ৷’’ আর এদিন সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইডেন গার্ডেন্সের সেই ম্যাচের স্মৃতিচারণ করেন দেবাশিস দত্ত ৷ যেখানে মোহনবাগান 2-1 গোলে জিতেই যাচ্ছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে বিতর্কিত একটি পেনাল্টি থেকে গোল করে কসমস 2-2 ড্র করে ৷

আরও পড়ুন: ফুটবলের সর্বকালের ভগীরথ পেলে

যা নিয়ে মোহলবাগান ক্লাবের সচিব বলেন, ‘‘1977 সালের 24 সেপ্টেম্বর, মোহনবাগান ক্লাবের ইতিহাসে ‘রেড লেটার ডে’ হিসেবে থাকবে ৷ নিউইয়র্ক কসমসের বিরুদ্ধে আমরা দেশের প্রতিনিধিত্ব করেছিলাম ৷ মানুষ তখন মোহনবাগানকেই ভারতের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে জানত ৷’’ দেবাশিস দত্তের মতে, মোহনবাগান ক্লাবের জন্য সেই ম্যাচ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷

কলকাতা, 31 ডিসেম্বর: মোহনবাগান ক্লাবে প্রয়াত ফুটবল সম্রাট পেলের নামে গেট তৈরি করবে মোহনবাগান (Mohun Bagan to Unveil Pele Gate) ৷ সংবাদ সংস্থা পিটিআই'কে আজ ক্লাব সচিব দেবাশিস দত্ত এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি, যত দ্রুত সম্ভব সেই গেট তৈরি করে, তা দর্শক প্রবেশের জন্য খুলে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন সবুজ-মেরুন ক্লাবের সচিব ৷

প্রসঙ্গত, তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার পেলে ভারতে কেবলমাত্র একটি ক্লাবের বিরুদ্ধেই খেলেছিলেন ৷ আর সেটি মোহনবাগান ৷ তাই কিংবদন্তির প্রয়াণে শোকপ্রকাশ করে শুক্রবার সারাদিন ক্লাব তাঁবুতে মোহনবাগানের পতাকা অর্ধনমিত অবস্থায় ছিল (Mecca of Indian Football in State of Mourning) ৷ অন্য দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল সম্রাটের মৃত্যুতে তাঁদের ক্লাবের পতাকা অর্ধনমিত করে রেখেছিলেন ৷

শুক্রবার সকালে ফুটবলপ্রেমী কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ঘুম ভাঙে পেলের মৃত্যু সংবাদ দিয়ে ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হন কিংবদবন্তি ফুটবলার ৷ দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ মৃত্যুর সময় বয়স হয়েছিল 82 বছর ৷ আর এই দিনটিকে মোহনবাগান ক্লাব ‘কালা দিবস’ হিসেবে পালন করেছে ৷ আর ভারতের একমাত্র ক্লাব, যাদের বিরুদ্ধে পেলে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ৷

এনিয়ে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত পিটিআই-কে বলেছেন, ‘‘আমরা এটা আগেই ঘোষণা করেছিলাম (পেলের নামে মোহনবাগান মাঠে গেট) ৷ কাজও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ৷ আশা করছি সাধারণের জন্য খুব দ্রুত তা খুলে দিতে পারব ৷’’ আর এদিন সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইডেন গার্ডেন্সের সেই ম্যাচের স্মৃতিচারণ করেন দেবাশিস দত্ত ৷ যেখানে মোহনবাগান 2-1 গোলে জিতেই যাচ্ছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে বিতর্কিত একটি পেনাল্টি থেকে গোল করে কসমস 2-2 ড্র করে ৷

আরও পড়ুন: ফুটবলের সর্বকালের ভগীরথ পেলে

যা নিয়ে মোহলবাগান ক্লাবের সচিব বলেন, ‘‘1977 সালের 24 সেপ্টেম্বর, মোহনবাগান ক্লাবের ইতিহাসে ‘রেড লেটার ডে’ হিসেবে থাকবে ৷ নিউইয়র্ক কসমসের বিরুদ্ধে আমরা দেশের প্রতিনিধিত্ব করেছিলাম ৷ মানুষ তখন মোহনবাগানকেই ভারতের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে জানত ৷’’ দেবাশিস দত্তের মতে, মোহনবাগান ক্লাবের জন্য সেই ম্যাচ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ৷

Last Updated : Dec 31, 2022, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.