ETV Bharat / sports

MCFC vs ATK MB: সাহসী ফুটবলে মুম্বইয়ের ডেরা থেকে পয়েন্ট নিয়ে ফিরছে ফেরান্দোর ছেলেরা

author img

By

Published : Nov 6, 2022, 10:20 PM IST

সুযোগ নষ্ট না-করলে ম্যাচটা জিততেও পারত মেরিনার্স ৷ সে যাইহোক, আইল্যান্ডারদের ডেরা থেরে এক পয়েন্টই বা কম কীসের। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে এটিকে মোহনবাগান নাটকীয় ম্যাচ শেষ হল 2-2 (MCFC vs ATK MB match ends to a draw)। এটিকে মোহনবাগানের হয়ে গোল জনি কাউকো​ এবং কার্ল ম্যাকহিউ'য়ের।

MCFC vs ATK MB
সাহসী ফুটবলে মুম্বইয়ের ডেরা থেকে পয়েন্ট নিয়ে ফিরছে ফেরান্দোর ছেলেরা

মুম্বই, 6 নভেম্বর: আরব সাগরের পাড়ে সাহসী ফুটবল হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, জনি কাউকোদের ৷ আর সেই ফুটবল দিয়েই ম্যাচে দু'বার পিছিয়ে পড়েও মিশন মুম্বই থেকে পয়েন্ট নিয়ে ফিরছে এটিকে মোহনবাগান ৷ সুযোগ নষ্ট না-করলে ম্যাচটা জিততেও পারত মেরিনার্স ৷ সে যাইহোক, আইল্যান্ডারদের ডেরা থেরে এক পয়েন্টই বা কম কীসের। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে এটিকে মোহনবাগান নাটকীয় ম্যাচ শেষ হল 2-2 (MCFC vs ATK MB match ends to a draw)। এটিকে মোহনবাগানের হয়ে গোল জনি কাউকো​ এবং কার্ল ম্যাকহিউ'য়ের।

শুভাশিস বসুকে টপকে ম্যাচের চতুর্থ মিনিটে ছাংতের দুরন্ত ভলিতে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন (Chhangte scores for MCFC) ৷ ডার্বি জয়ের পরের ম্যাচে পয়েন্ট হারানো ময়দানের প্রাচীন প্রবাদ। তার ওপর যদি বল বারে লেগে ফিরলে সমস্যা বাড়ে বৈকি ৷ কিন্তু ফেরান্দোর ছেলেরা চোখে চোখ রেখে জারি রেখেছিল লড়াই ৷ 47 মিনিটে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। জনি কাউকোর শট মেহতাব সিংয়ের পায়ে লেগে জালে যায়।কিন্তু 72 মিনিটে অ্যাওয়ে ম্যাচে ফের পিছিয়ে পড়ে তারা (Kauko equalises for Green and Maroon) ৷ গ্রিফিতসের গোলে এগিয়ে যায় মুম্বই। 74 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা লেনি রডরিগেজের লাল কার্ড সমস্যা বাড়ায় বাগানে।

আরও পড়ুন: বাইচুং-দেবজিৎদের মতো সাহসী ফুটবলের অভাব এই ইস্টবেঙ্গলে, বলছেন কনস্ট্যানটাইন

লেনি রডরিগেজের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল ডার্বির পরে সবুজ-মেরুন বুঝি ফের হারের অন্ধকারে। বাকি সময় দশজনে খেললেও মুম্বইয়ের বিরুদ্ধে পয়েন্ট এল সবুজ-মেরুনের নাছোড় মনোভাবের সৌজন্যে । সংখ্যায় পিছিয়ে পড়ে কুঁকড়ে যাওয়া নয়, বরং প্রত্যাঘাত শানিয়ে 88 মিনিটে কার্ল ম্যাকহিউয়ের (Carl McHugh) গোলে ড্র করে মাঠ ছাড়ল জুয়ান ফেরান্দোর ছেলেরা । যা আগামীর অক্সিজেন হয়ে রইল।

মুম্বই, 6 নভেম্বর: আরব সাগরের পাড়ে সাহসী ফুটবল হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, জনি কাউকোদের ৷ আর সেই ফুটবল দিয়েই ম্যাচে দু'বার পিছিয়ে পড়েও মিশন মুম্বই থেকে পয়েন্ট নিয়ে ফিরছে এটিকে মোহনবাগান ৷ সুযোগ নষ্ট না-করলে ম্যাচটা জিততেও পারত মেরিনার্স ৷ সে যাইহোক, আইল্যান্ডারদের ডেরা থেরে এক পয়েন্টই বা কম কীসের। মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে এটিকে মোহনবাগান নাটকীয় ম্যাচ শেষ হল 2-2 (MCFC vs ATK MB match ends to a draw)। এটিকে মোহনবাগানের হয়ে গোল জনি কাউকো​ এবং কার্ল ম্যাকহিউ'য়ের।

শুভাশিস বসুকে টপকে ম্যাচের চতুর্থ মিনিটে ছাংতের দুরন্ত ভলিতে পিছিয়ে পড়ে সবুজ-মেরুন (Chhangte scores for MCFC) ৷ ডার্বি জয়ের পরের ম্যাচে পয়েন্ট হারানো ময়দানের প্রাচীন প্রবাদ। তার ওপর যদি বল বারে লেগে ফিরলে সমস্যা বাড়ে বৈকি ৷ কিন্তু ফেরান্দোর ছেলেরা চোখে চোখ রেখে জারি রেখেছিল লড়াই ৷ 47 মিনিটে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। জনি কাউকোর শট মেহতাব সিংয়ের পায়ে লেগে জালে যায়।কিন্তু 72 মিনিটে অ্যাওয়ে ম্যাচে ফের পিছিয়ে পড়ে তারা (Kauko equalises for Green and Maroon) ৷ গ্রিফিতসের গোলে এগিয়ে যায় মুম্বই। 74 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা লেনি রডরিগেজের লাল কার্ড সমস্যা বাড়ায় বাগানে।

আরও পড়ুন: বাইচুং-দেবজিৎদের মতো সাহসী ফুটবলের অভাব এই ইস্টবেঙ্গলে, বলছেন কনস্ট্যানটাইন

লেনি রডরিগেজের লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল ডার্বির পরে সবুজ-মেরুন বুঝি ফের হারের অন্ধকারে। বাকি সময় দশজনে খেললেও মুম্বইয়ের বিরুদ্ধে পয়েন্ট এল সবুজ-মেরুনের নাছোড় মনোভাবের সৌজন্যে । সংখ্যায় পিছিয়ে পড়ে কুঁকড়ে যাওয়া নয়, বরং প্রত্যাঘাত শানিয়ে 88 মিনিটে কার্ল ম্যাকহিউয়ের (Carl McHugh) গোলে ড্র করে মাঠ ছাড়ল জুয়ান ফেরান্দোর ছেলেরা । যা আগামীর অক্সিজেন হয়ে রইল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.