ETV Bharat / sports

Durand Cup Kolkata Derby: পরিসংখ্যানকে আমল দিতে নারাজ ফেরান্দো সমীহ করছেন ইস্টবেঙ্গলকে - Juan Ferrando

ডার্বির আগে জুয়ান ফেরান্দো জানান, টানা আটটি ডার্বিতে জয় মানসিকভাবে এগিয়ে রাখবে না। আমরা শুধু আরও একটি ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে চাই। শনিবার ডার্বি খেলেই আগামী বুধবার এএফসি কাপের ম্যাচে নামবেন হুগো বুমোস, লিস্টন কোলাসোদের।

Durand Cup Kolkata Derby
ফেরান্দো সমীহ করছেন ইস্টবেঙ্গলকে
author img

By

Published : Aug 11, 2023, 6:39 PM IST

পরিসংখ্যানকে আমল দিতে নারাজ ফেরান্দো

কলকাতা, 11 অগস্ট: মোহনবাগান সচিবের কথায়, ডার্বিতে টানা নবম জয় সময়ের অপেক্ষা। লাল-হলুদ কর্মকর্তারা তাই টিকিট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সমর্থকরা কোরাসে গাইছেন, 'যতবার ডার্বি ততবার হারবি' ৷ তবে মোহনবাগান সমর্থকদের এই সুরে গলা মেলাতে নারাজ জুয়ান ফেরান্দো। দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে বড় ম্যাচের সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, আরেকটু সময় পেলে ভালো হত ৷ ডার্বিতে টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা নিয়ে মুখ খুলতে রাজি নন। বরং, অতীত ছেড়ে বাস্তবের মাটিতে পা রেখে অঙ্ক কষতে চাইছেন বাগানের স্প্যানিশ কোচ।

জুয়ান ফেরান্দো বলেছেন, "আটটি ডার্বিতে জয় মানসিকভাবে এগিয়ে রাখবে না। আমরা শুধু আরও একটি ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে চাই।" শনিবার ডার্বি খেলেই আগামী বুধবার এএফসি কাপের ম্যাচ রয়েছে হুগো বুমোস, লিস্টন কোলাসোদের। আর্ন্তজাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ যে কাজে লাগাতে চান, বিষয়টি গোপন করছেন না। সেক্ষেত্রে এএফসি কাপ প্রাধান্য তাঁর কাছে পাবে সেটাও জানিয়েছেন বাগান কোচ। ফেরান্দো বলছেন, "এএফসি কাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার প্রস্তুতি চলছে। তবে এখন আমাদের ভাবনায় শুধুই শনিবারের ডার্বি ৷" কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ একই সঙ্গে খেলতে হচ্ছে। তিনটি টুর্নামেন্ট একসঙ্গে খেলার বিষয়টিকে চ্যালেঞ্জিং মানছেন ফেরান্দো।

একইসঙ্গে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল যে শনিবারের ডার্বিতে পিছিয়ে থেকে শুরু করবে, তা মানতে চান না। বরং সমীহ রয়েছে সবুজ মেরুন হেডস্যারের গলায়। তাঁর মতে, "ওরা বেশ কয়েকজন ভালো ফুটবলার সই করিয়েছে। মন্দার অসাধারণ। এফসি গোয়াতে ছিল ও। আরও বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। আমি মনে করি ইস্টবেঙ্গল ভালো দল।"

আরও পড়ুন: ডার্বির আগে ফুড কর্পোরেশনকে পাঁচ গোল, গ্রুপ শীর্ষে মোহনবাগান

ডার্বির রণকৌশল নিয়েও ফেরান্দো গতানুগতিক। কোচের পাশে বসে দিমিত্রি পেত্রাতোসও ডার্বিতে সেরাটা দিতে চান বলে জানিয়েছেন। ফেরান্দোর ফুটবল বুদ্ধির সঙ্গে আন্তেনিও লোপেজ হাবাসের ফুটবল মস্তিষ্ক যোগ হয়েছে এবছরের মোহনবাগান সুপার জায়ান্ট থিঙ্ক ট্যাঙ্কে। বিষয়টি মাথায় রেখেই পেত্রাতোস বলছেন, "দলের প্রয়োজনে কোচ যেখানে খেলতে বলবেন সেখানেই খেলবেন। জুয়ানের পাশাপাশি হাবাসের মস্তিষ্ক জরুরি রয়েছে।"

পরিসংখ্যানকে আমল দিতে নারাজ ফেরান্দো

কলকাতা, 11 অগস্ট: মোহনবাগান সচিবের কথায়, ডার্বিতে টানা নবম জয় সময়ের অপেক্ষা। লাল-হলুদ কর্মকর্তারা তাই টিকিট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সমর্থকরা কোরাসে গাইছেন, 'যতবার ডার্বি ততবার হারবি' ৷ তবে মোহনবাগান সমর্থকদের এই সুরে গলা মেলাতে নারাজ জুয়ান ফেরান্দো। দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে বড় ম্যাচের সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, আরেকটু সময় পেলে ভালো হত ৷ ডার্বিতে টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা নিয়ে মুখ খুলতে রাজি নন। বরং, অতীত ছেড়ে বাস্তবের মাটিতে পা রেখে অঙ্ক কষতে চাইছেন বাগানের স্প্যানিশ কোচ।

জুয়ান ফেরান্দো বলেছেন, "আটটি ডার্বিতে জয় মানসিকভাবে এগিয়ে রাখবে না। আমরা শুধু আরও একটি ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে চাই।" শনিবার ডার্বি খেলেই আগামী বুধবার এএফসি কাপের ম্যাচ রয়েছে হুগো বুমোস, লিস্টন কোলাসোদের। আর্ন্তজাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ যে কাজে লাগাতে চান, বিষয়টি গোপন করছেন না। সেক্ষেত্রে এএফসি কাপ প্রাধান্য তাঁর কাছে পাবে সেটাও জানিয়েছেন বাগান কোচ। ফেরান্দো বলছেন, "এএফসি কাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার প্রস্তুতি চলছে। তবে এখন আমাদের ভাবনায় শুধুই শনিবারের ডার্বি ৷" কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ একই সঙ্গে খেলতে হচ্ছে। তিনটি টুর্নামেন্ট একসঙ্গে খেলার বিষয়টিকে চ্যালেঞ্জিং মানছেন ফেরান্দো।

একইসঙ্গে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল যে শনিবারের ডার্বিতে পিছিয়ে থেকে শুরু করবে, তা মানতে চান না। বরং সমীহ রয়েছে সবুজ মেরুন হেডস্যারের গলায়। তাঁর মতে, "ওরা বেশ কয়েকজন ভালো ফুটবলার সই করিয়েছে। মন্দার অসাধারণ। এফসি গোয়াতে ছিল ও। আরও বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। আমি মনে করি ইস্টবেঙ্গল ভালো দল।"

আরও পড়ুন: ডার্বির আগে ফুড কর্পোরেশনকে পাঁচ গোল, গ্রুপ শীর্ষে মোহনবাগান

ডার্বির রণকৌশল নিয়েও ফেরান্দো গতানুগতিক। কোচের পাশে বসে দিমিত্রি পেত্রাতোসও ডার্বিতে সেরাটা দিতে চান বলে জানিয়েছেন। ফেরান্দোর ফুটবল বুদ্ধির সঙ্গে আন্তেনিও লোপেজ হাবাসের ফুটবল মস্তিষ্ক যোগ হয়েছে এবছরের মোহনবাগান সুপার জায়ান্ট থিঙ্ক ট্যাঙ্কে। বিষয়টি মাথায় রেখেই পেত্রাতোস বলছেন, "দলের প্রয়োজনে কোচ যেখানে খেলতে বলবেন সেখানেই খেলবেন। জুয়ানের পাশাপাশি হাবাসের মস্তিষ্ক জরুরি রয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.