ETV Bharat / sports

FIFA World Cup 2022: প্রথমার্ধ মেসির হলে দ্বিতীয়ার্ধ এমবাপের, নির্ধারিত সময়ে নিষ্ফলা বিশ্বকাপ ফাইনাল

কিলিয়ান এমবাপের জোড়া ফলায় ম্যাচে সমতা ফেরাল ফ্রান্স ৷ লুসেইলে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময় শেষ হল 2-2 গোলে (Mbappe scored twice as WC cup final ends 2-2 at the end of 90 minutes) ৷ এক মিনিটের ব্যবধানে দু'টি গোল করে খেলার মোড় একাই ঘুরিয়ে দিলেন জিদানের দেশের তরুণ তুর্কী ৷

FIFA World Cup 2022
দ্বিতীয় গোলের মুহূর্তে এমবাপে
author img

By

Published : Dec 18, 2022, 10:37 PM IST

Updated : Dec 18, 2022, 10:56 PM IST

দোহা, 18 ডিসেম্বর: বিশ্ব ফুটবলে আগামীর সবচেয়ে উজ্জ্বল তারকার নাম কী? উত্তরটা অবশ্যই কিলিয়ান এমবাপে ৷ আর সেই এমবাপেই বিশ্বকাপ ফাইনালে মুখের গ্রাস কেড়ে নিলেন মেসি-দি মারিয়াদের ৷ 80 মিনিট পর্যন্ত দু'গোলে আগুয়ান আর্জেন্তিনায় যখন উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, ঠিক সে সময় ওটামেন্ডি, রোমেরোদের রক্ষণে যেন আছড়ে পড়ল জোড়া বোমা ৷ কিলিয়ান এমবাপের জোড়া ফলায় ম্যাচে সমতা ফেরাল ফ্রান্স ৷ লুসেইলে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময় শেষ হল 2-2 গোলে (Mbappe scored twice as WC cup final ends 2-2 at the end of 90 minutes) ৷ এক মিনিটের ব্যবধানে দু'টি গোল করে খেলার মোড় একাই ঘুরিয়ে দিলেন জিদানের দেশের তরুণ তুর্কি ৷

প্রথমার্ধে বিপক্ষের গোল লক্ষ্য করে একটিও শট না-নিতে পারা ফ্রান্স দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফিরল দারুণভাবে ৷ বলের অধিকার পুনরুদ্ধার করে আলবিসেলেস্তে-কে ফরাসিরা বোঝাল ট্রফি ধরে রাখতে মরিয়া তারাও ৷ তবে সবকিছু করেও গোল আসছিল না ৷ অন্যদিকে মেসির হাতে ট্রফি উঠছে ধরে নিয়ে যখন বুয়েনস আইরসে উৎসবের মাত্রা আরও তীব্র হচ্ছে, তখনই লুসেইলে ফরাসি বিপ্লব ৷ যার নায়ক হিসেবে ফের আবির্ভূত হলেন কিলিয়ান এমবাপে ৷ মাত্র ঊনিশেই বিশ্বকাপ জিতেও খিদে এখনও কমেনি তাঁর, বোঝালেন প্য়ারিস স্যঁ জ্যঁ তারকা ৷

আরও পড়ুন: ক্যাসিয়াসের সঙ্গে বিশ্বকাপ ট্রফি উন্মোচন দীপিকার

79 মিনিটে পরিবর্ত মুয়ানিকে বক্সে ওটামেন্ডি ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স ৷ মেসিকে প্রত্যুত্তর দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপে ৷ সেই গোলের সেলিব্রেশন ফিকে না-হতেই ফের গোল ফরাসি স্ট্রাইকারের ৷ কোম্যানের থেক বল পেয়ে দুর্ধর্ষ সাইডভলিতে 2-2 করে যান এমবাপে ৷ সেইসঙ্গে 7 গোল করে গোল্ডেন বুট জয়ের পথে মেসিকে টপকে যান বছর তেইশের স্ট্রাইকার ৷

দোহা, 18 ডিসেম্বর: বিশ্ব ফুটবলে আগামীর সবচেয়ে উজ্জ্বল তারকার নাম কী? উত্তরটা অবশ্যই কিলিয়ান এমবাপে ৷ আর সেই এমবাপেই বিশ্বকাপ ফাইনালে মুখের গ্রাস কেড়ে নিলেন মেসি-দি মারিয়াদের ৷ 80 মিনিট পর্যন্ত দু'গোলে আগুয়ান আর্জেন্তিনায় যখন উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে, ঠিক সে সময় ওটামেন্ডি, রোমেরোদের রক্ষণে যেন আছড়ে পড়ল জোড়া বোমা ৷ কিলিয়ান এমবাপের জোড়া ফলায় ম্যাচে সমতা ফেরাল ফ্রান্স ৷ লুসেইলে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত সময় শেষ হল 2-2 গোলে (Mbappe scored twice as WC cup final ends 2-2 at the end of 90 minutes) ৷ এক মিনিটের ব্যবধানে দু'টি গোল করে খেলার মোড় একাই ঘুরিয়ে দিলেন জিদানের দেশের তরুণ তুর্কি ৷

প্রথমার্ধে বিপক্ষের গোল লক্ষ্য করে একটিও শট না-নিতে পারা ফ্রান্স দ্বিতীয়ার্ধে ম্য়াচে ফিরল দারুণভাবে ৷ বলের অধিকার পুনরুদ্ধার করে আলবিসেলেস্তে-কে ফরাসিরা বোঝাল ট্রফি ধরে রাখতে মরিয়া তারাও ৷ তবে সবকিছু করেও গোল আসছিল না ৷ অন্যদিকে মেসির হাতে ট্রফি উঠছে ধরে নিয়ে যখন বুয়েনস আইরসে উৎসবের মাত্রা আরও তীব্র হচ্ছে, তখনই লুসেইলে ফরাসি বিপ্লব ৷ যার নায়ক হিসেবে ফের আবির্ভূত হলেন কিলিয়ান এমবাপে ৷ মাত্র ঊনিশেই বিশ্বকাপ জিতেও খিদে এখনও কমেনি তাঁর, বোঝালেন প্য়ারিস স্যঁ জ্যঁ তারকা ৷

আরও পড়ুন: ক্যাসিয়াসের সঙ্গে বিশ্বকাপ ট্রফি উন্মোচন দীপিকার

79 মিনিটে পরিবর্ত মুয়ানিকে বক্সে ওটামেন্ডি ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স ৷ মেসিকে প্রত্যুত্তর দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এমবাপে ৷ সেই গোলের সেলিব্রেশন ফিকে না-হতেই ফের গোল ফরাসি স্ট্রাইকারের ৷ কোম্যানের থেক বল পেয়ে দুর্ধর্ষ সাইডভলিতে 2-2 করে যান এমবাপে ৷ সেইসঙ্গে 7 গোল করে গোল্ডেন বুট জয়ের পথে মেসিকে টপকে যান বছর তেইশের স্ট্রাইকার ৷

Last Updated : Dec 18, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.