লন্ডন, 16 জুলাই: মার্কেটা ভন্ড্রোসোভা ৷ শনিবার রাতের পর থেকে চেক প্রজাতন্ত্রের 19 বছরের এই তরুণী টেনিস তথা ক্রীড়া জগতে আজ পরিচিত মুখ ৷ অথচ 24 ঘণ্টা আগেও সেভাবে তাঁকে কেউ চিনত না ৷ শনিবার রাতে উইম্বলডনের সেন্টার কোর্টে অন্স জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে কেবল উইম্বলডনের নতু ৷ সেই সঙ্গে উইম্বলডনের ইতিহাসে প্রথম মহিলা অবাছাই প্রতিযোগী হিসেবে খেতাব জিতলেন ৷ এটি তাঁর কেরিয়ারের প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম খেতাব ৷
শনিবার উইম্বলডনের ফাইনালে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই তিউনিশিয়ার অন্স জাবেউরকে মার্কেটা ভন্ড্রোসোভা হারান 6-4, 6-4 ব্যবধানে ৷ ব্যাকহ্যান্ড ভলিতে উইনিং শট নেওয়ার পর কোর্টের মধ্যেই শুয়ে পড়েন তিনি ৷ চোখে ছিল আনন্দের অশ্রু ৷ আর গ্যালারিতে খুশির কান্নায় ভাসছিলেন তাঁর বোন ৷ ফাইনাল সার্ভের আগে সেই মুহূর্ত ভেসে ওঠে উইম্বলডন সেন্টার কোর্টের জায়ান্ট স্ক্রিনে ৷ আর দিদির জয় আসতেই আনন্দে লাফিয়ে ওঠেন তিনি ৷ মার্কেটা ভন্ড্রোসোভা এই টুর্নামেন্টের প্রথম দশ দূরের কথা, কোনও সেরা বা বাছাই খেলোয়াড়ের মধ্যে ছিলেন না ৷
ভন্ড্রোসোভা মহিলা টেনিস খেলোয়াড়দের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 42 নম্বরে রয়েছেন ৷ রোজওয়াটার ওয়াটার ডিস ভেন্যুতে গত বছর দর্শক হিসেবে এসেছিলেন ৷ আর গতবছরেই তাঁর বাঁ-হাতের কবজিতে দু’বার অস্ত্রোপচার করা হয় ৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 42 নম্বর হওয়ায় তাঁর কোনও স্পনসর ছিল না ৷ ফলে সম্পূর্ণ নিজের খরচেই উইম্বলডনে অংশগ্রহণ করেন ভন্ড্রোসোভা ৷ সেখান থেকে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতে ইতিহাস তৈরি করলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড় ৷
-
The sisterly bond is strong 🥰🥹#Wimbledon pic.twitter.com/wLYvJ3flwe
— Wimbledon (@Wimbledon) July 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The sisterly bond is strong 🥰🥹#Wimbledon pic.twitter.com/wLYvJ3flwe
— Wimbledon (@Wimbledon) July 15, 2023The sisterly bond is strong 🥰🥹#Wimbledon pic.twitter.com/wLYvJ3flwe
— Wimbledon (@Wimbledon) July 15, 2023
আরও পড়ুন: উইম্বলডনের প্রবেশ পথে আটকে দেওয়া হয়েছিল আটবারের চ্যাম্পিয়ন ফেডেরারকে
আর ম্যাচ শেষে অল ইংল্যান্ড ক্লাবের নতুন রানি জানালেন, ‘‘আমি জানি না ঠিক কী ঘটছে ! এটা একটা অসাধারণ অনুভূতি আমার কাছে ৷ একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, টেনিস সেরা !’’ আর মাত্র 19 বছরে চোট সারিয়ে টেনিস কোর্টে ফিরে আসা নিয়ে মার্কেটা ভন্ড্রোসোভা বলেন, ‘‘কামব্যাক করা কখনই সহজ হয় না ৷ আপনি জানতেও পারেন না কী আশা করা হচ্ছে ৷ আমি শুধু চেয়েছিলাম এই স্তরে ফিরে এসে আবারও পারফর্ম করতে ৷’’ আর সেই বক্সটা টিক করে, সেরার খেতাব জয় মার্কেটা ভন্ড্রোসোভার কাছে স্বপ্নের মতো ৷ যে যাত্রাপথে ভন্ড্রোসোভার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর বোন ৷ তাই নিজের বক্তব্যে বোনের কথাও উল্লেখ করলেন তিনি ৷