ম্যাঞ্চেস্টার, 4 নভেম্বর: ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটির বিরুদ্ধে 0-3 গোলে পরাজয় স্বীকার করতে হয়েছে ইউনাইটেডকে ৷ কিন্তু, সেই হারের লেশমাত্র প্রভাব পড়ল না ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকার মার্কস ব়্যাশফোর্ডের উপর ৷ ডার্বি ম্যাচ হারের পরেরদিন সোজা একটি নাইটক্লাবে চলে যান তিনি ৷ যা মেনে নিতে পারছেন না দলের ম্যানেজার এরিক টেন হাগ ৷ তাঁর কথায়, সিটির বিরুদ্ধে এত বড় হারের পর মার্কসের নাইটক্লাবে যাওয়াটা মেনে নেওয়া যায় না ৷
জানা গিয়েছে, মঙ্গলবার 26 বছর পূরণ করেছেন ইংল্যান্ডের জাতীয় দলের এই তারকা ফুটবলার ৷ ম্যাঞ্চেস্টার ডার্বিতে হারের পরের দিন একটি নাইটক্লাবে যান তিনি ৷ সেখানে তাঁর জন্মদিনের পার্টি ছিল ৷ ম্যাঞ্চেস্টারের ওই নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে পার্টি করেন তিনি ৷ গত মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে 30 গোল করেছিলেন মার্কস ব়্যাশফোর্ড ৷ এর পরেই এ বছর নতুন করে 5 বছরের চুক্তিতে সই করানো হয় ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারকে ৷ কিন্তু, এই মরশুমে ম্যান ইউয়ের হয়ে 14টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি ৷ যে 14টি ম্যাচে মাত্র 1টি গোল করেছেন তিনি ৷
আরও পড়ুন: ম-এ মেসি, ম-এ ম্যাজিক! শ্রেষ্ঠত্বের সংজ্ঞা বদলে লিও'ই রাজা
এ নিয়ে শুক্রবার সাংবাদিকরা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজারকে প্রশ্ন করলে এরিক টেন হাগ বলেন, ‘‘হ্যাঁ, বিষয়টি নিয়ে আমি অবগত ৷ এ নিয়ে আমি ওর সঙ্গে কথা বলেছি ৷ আমি ওকে বলেছি, এটা মানা যায় না ৷ ও এর জন্য ক্ষমা চেয়েছে, এটুকুই ব্যস ৷ এর পর বাকিটা আভ্যন্তরীণ বিষয় ৷’’ যদিও, ‘আভ্যন্তরীণ বিষয়’, এই কথাটি একাধিকবার বলতে শোনা যায় এরিক টেনকে ৷ যদিও, ব়্যাশফোর্ডের এই কাজের জন্য পরবর্তী ম্যাচে, তারকা স্ট্রাইকারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা ? এই প্রশ্নে বিষয়টি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে এড়িয়ে যান ম্যান ইউ ম্যানেজার ৷