লন্ডন, 5 মে : হতে পারে ফুটবলের অন্যতম কলঙ্কিত অধ্যায় এটি ৷ কিন্তু নিঃসন্দেহে দিয়েগো মারাদোনার বর্ণময় কেরিয়ারের সবচেয়ে চর্চিত ঘটনা 'হ্যান্ড অফ গড' ৷ লন্ডনে রেকর্ড অর্থে বিকোল 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রয়াত ফুটবল রাজপুত্রের বিতর্কিত সেই গোলের জার্সি (Hand of God shirt sets auction record) ৷ প্রায় 68 কোটি টাকায় বিক্রি হয়েছে সেই জার্সি ৷ যদিও ক্রেতার নাম জানানো হয়নি ৷
নিলামকারী সংস্থার (Sotheby) অনুমান ছিল 4 মিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যে বিকোতে পারে এই জার্সি ৷ সংস্থার এক আধিকারিক নিলাম প্রসঙ্গে জানিয়েছেন, খেলাধুলোর ইতিহাসে হ্যান্ড অফ গড যেমন আইকনিক মুহূর্ত, এই জার্সিও তেমনই অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক হয়ে থেকে যাবে ৷
উল্লেখ্য, মেক্সিকো সিটিতে 1986 বিশ্বকাপের ওই সেমিফাইনালে ফুটবলের রাজপুত্র আরও একটি গোল করেছিলেন ৷ গোটা ইংল্যান্ড দলটাকে নিজেদের অর্ধে টেনে দুর্গের শেষ প্রহরী পিটার শিলটনকে পরাস্ত করেছিলেন তিনি ৷ 2002 বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা যাকে 'শতকের সেরা গোল' আখ্যা দিয়েছিল ৷
আরও পড়ুন : মৃত্যুর পরও বিতর্কে মারাদোনা, দু’দশক আগের ধর্ষণের অভিযোগে সরব যুবতী
সেই ম্যাচেই প্রথম গোল রেফারির চোখ এড়িয়ে গিয়েছিল ৷ ইংল্যান্ডের দাবি ছিল, হাত দিয়ে গোলে বল ঠেলেছেন মারাদোনা ৷ ফুটবলের রাজপুত্র অবশ্য তা অস্বীকার না করে পরে বলেছিলেন, ‘‘শুধু হাতই নয়, বলে খানিকটা মাথাও ছুঁয়েছিলেন তিনি ৷’’ ওই ম্যাচের পর ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বিনিময় করেন আর্জেন্টাইন তারকা ৷ প্রায় সাড়ে তিন দশক জার্সির মালিক ছিলেন হজ ৷
পরে তাঁর কাছ থেকে জার্সি নিয়ে তা নিজেদের সংগ্রহশালায় রেখেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ দু'দশক পর জার্সি বিক্রি করার সিদ্ধান্ত নেন হজ ৷ তারপরেই 20 এপ্রিল থেকে ঐতিহাসিক জার্সিটির নিলাম শুরু হয় ৷