ETV Bharat / sports

নিয়মের জাঁতাকলে TTFI-এর যুগ্ম সচিব পদ থেকে সরলেন মান্তু - Bengal State Table Tennis Association joint secretary

TTFI এর সচিব এম পি সিং মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসার মুলতান সিংকে মেইল করে মান্তুর সরে যাওয়ার কথা জানান ৷ তবে মান্তু একা নন, আরও দুই পদাধিকারী হরেশ শীতলদাস সাঙ্গাতানি ও ত্রিদিব দুভাবও নিজেদের পদ থেকে সরে গেছেন ৷

মান্তু ঘোষ
মান্তু ঘোষ
author img

By

Published : Aug 20, 2020, 3:36 PM IST

Updated : Aug 20, 2020, 7:32 PM IST

শিলিগুড়ি, 20 অগাস্ট : নিয়মের বেড়াজালে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া বা TTFI-র যুগ্ম সচিবের পদ থেকে সরে যেতে হল মান্তু ঘোষ এবং আরও দুই পদাধিকারীকে ৷ মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসারকে তাঁদের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন TTFI-এর সচিব এম পি সিং ৷

TTFI-এর সচিব এম পি সিং মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসার মুলতান সিংকে মেইল করে মান্তুর পদ থেকে সরে যাওয়ার কথা জানান ৷ মান্তুর সঙ্গে সহসভাপতির পদ থেকে হরেশ শিতলদাস সাঙ্গাতানি ও আর এক যুগ্ম সচিব ত্রিদিব দুভাবও পদ থকে সরে গেছেন ৷ যদিও এই তিনটি পদে নতুন করে কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি ৷ আশা করা হচ্ছে লকডাউন পরিস্থিতির উন্নতি হলে এই পদগুলিতে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে ৷

TTFI
TTFI এর সচিব এম পি সিং-এর মেইল

আরও পড়ুন :- লিয়ঁকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ

এই বিষয়ে মান্তুকে ফোন করা হলে তাঁর স্বামী সুব্রত রায় ফোন ধরেন ৷ তিনি বলেন, ‘‘টেকনিকাল কিছু সমস্যায় এই ঘটনা ঘটেছে । তবে রাজ্যের সংগঠনের পদাধিকারী হিসেবে থাকছে মান্তু । তাছাড়া মান্তু গত কয়েক বছরে কী কী করেছে তার রেকর্ড রয়েছে ।’’ তবে মান্তুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে যুগ্ম সচিবের পদে দু’বারের টার্মে মোট 8 বছরের মেয়াদ শেষ করেছেন মান্তু ৷ তাই বাধ্যতামূলকভাবে তাঁকে 4 বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হবে ৷

শিলিগুড়ি, 20 অগাস্ট : নিয়মের বেড়াজালে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া বা TTFI-র যুগ্ম সচিবের পদ থেকে সরে যেতে হল মান্তু ঘোষ এবং আরও দুই পদাধিকারীকে ৷ মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসারকে তাঁদের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন TTFI-এর সচিব এম পি সিং ৷

TTFI-এর সচিব এম পি সিং মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের সেকশন অফিসার মুলতান সিংকে মেইল করে মান্তুর পদ থেকে সরে যাওয়ার কথা জানান ৷ মান্তুর সঙ্গে সহসভাপতির পদ থেকে হরেশ শিতলদাস সাঙ্গাতানি ও আর এক যুগ্ম সচিব ত্রিদিব দুভাবও পদ থকে সরে গেছেন ৷ যদিও এই তিনটি পদে নতুন করে কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি ৷ আশা করা হচ্ছে লকডাউন পরিস্থিতির উন্নতি হলে এই পদগুলিতে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে ৷

TTFI
TTFI এর সচিব এম পি সিং-এর মেইল

আরও পড়ুন :- লিয়ঁকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ

এই বিষয়ে মান্তুকে ফোন করা হলে তাঁর স্বামী সুব্রত রায় ফোন ধরেন ৷ তিনি বলেন, ‘‘টেকনিকাল কিছু সমস্যায় এই ঘটনা ঘটেছে । তবে রাজ্যের সংগঠনের পদাধিকারী হিসেবে থাকছে মান্তু । তাছাড়া মান্তু গত কয়েক বছরে কী কী করেছে তার রেকর্ড রয়েছে ।’’ তবে মান্তুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে যুগ্ম সচিবের পদে দু’বারের টার্মে মোট 8 বছরের মেয়াদ শেষ করেছেন মান্তু ৷ তাই বাধ্যতামূলকভাবে তাঁকে 4 বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হবে ৷

Last Updated : Aug 20, 2020, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.