ETV Bharat / sports

Manika Batra : ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন কোচ সৌম্যদীপ, বিস্ফোরক মনিকা বাত্রা - টেবিল টেনিস

অলিম্পিকসে জাতীয় কোচকে অমান্য করার জন্য মণিকাকে শোকজ নোটিশ ধরিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন ৷ সেই শোকজের জবাব যে এতটা ভয়ঙ্কর হবে তা ভাবা যায়নি ৷

Manika Batra
Manika Batra
author img

By

Published : Sep 3, 2021, 9:45 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর : বাংলার প্রাক্তন টেবিল টেনিস তারকা তথা কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মণিকা বাত্রা ৷ অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্যায়ে কোচ সৌম্যদীপ রায় তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন ! তাই টোকিও অলিম্পিকসের আসরে সৌম্যদীপকে কোচ হিসেবে মানতে পারেননি । অলিম্পিকস সিঙ্গলসের ম্যাচের সময় সৌম্যদীপের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন মণিকা । শুক্রবার ভারতীয় দলের কোচের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনলেন দিল্লির টিটি তারকা মণিকা বাত্রা ।

অলিম্পিকসে জাতীয় কোচকে অমান্য করার জন্য মণিকাকে শোকজ নোটিশ ধরিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন ৷ সেই শোকজের জবাব যে এতটা ভয়ঙ্কর হবে তা ভাবা যায়নি ৷ বিশ্বের 56 নম্বর প্যাডলারের উত্তর কার্যত নড়িয়ে দিয়েছে ভারতীয় টেবিল টেনিসের ভিত । নোটিশের জবাবে মনিকা বলেছেন, "শেষ মুহূর্তে কোচ ঢুকে পড়ায় বাড়তি ঝামেলা সৃষ্টি হয়েছিল । তা এড়াতে আমি জাতীয় কোচকে ছাড়াই ম্যাচে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

আরও পড়ুন : Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69

টেবিল টেনিস ফেডারেশনের সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া শোকজের উত্তরে কর্তারা রীতিমতো স্তম্ভিত । মনিকা আরও বলেছেন, "2021 সালের মার্চ মাসে দোহাতে টোকিয়ো অলিম্পিকসের যোগ্যতা অর্জনের ম্যাচে সৌম্যদীপ রায় তাঁর ছাত্রী সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আমাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন । হোটেলের ঘরে এসে প্রায় কুড়ি মিনিট কথা হয়েছিল । তার প্রমাণও রয়েছে । যা কর্তৃপক্ষের সামনে পেশ করব । এই ঘটনা আদতে গড়াপেটার নামান্তর ।" মণিকার এই অভিযোগের ভিত্তিতে সৌম্যদীপকে একাধিকবার ফোন করা হলেও তার উত্তর দেননি । তবে সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সৌম্যদীপের প্রতিক্রিয়ার মেলার পরই এই বিষয়ে তাঁরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন ।

কলকাতা, 3 সেপ্টেম্বর : বাংলার প্রাক্তন টেবিল টেনিস তারকা তথা কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মণিকা বাত্রা ৷ অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্যায়ে কোচ সৌম্যদীপ রায় তাঁকে ম্যাচ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন ! তাই টোকিও অলিম্পিকসের আসরে সৌম্যদীপকে কোচ হিসেবে মানতে পারেননি । অলিম্পিকস সিঙ্গলসের ম্যাচের সময় সৌম্যদীপের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন মণিকা । শুক্রবার ভারতীয় দলের কোচের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনলেন দিল্লির টিটি তারকা মণিকা বাত্রা ।

অলিম্পিকসে জাতীয় কোচকে অমান্য করার জন্য মণিকাকে শোকজ নোটিশ ধরিয়েছিল টেবিল টেনিস ফেডারেশন ৷ সেই শোকজের জবাব যে এতটা ভয়ঙ্কর হবে তা ভাবা যায়নি ৷ বিশ্বের 56 নম্বর প্যাডলারের উত্তর কার্যত নড়িয়ে দিয়েছে ভারতীয় টেবিল টেনিসের ভিত । নোটিশের জবাবে মনিকা বলেছেন, "শেষ মুহূর্তে কোচ ঢুকে পড়ায় বাড়তি ঝামেলা সৃষ্টি হয়েছিল । তা এড়াতে আমি জাতীয় কোচকে ছাড়াই ম্যাচে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

আরও পড়ুন : Eng vs Ind : হেডিংলিয়ের পর লন্ডন, পিচের মাঝে চলে গেলেন জারভো 69

টেবিল টেনিস ফেডারেশনের সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া শোকজের উত্তরে কর্তারা রীতিমতো স্তম্ভিত । মনিকা আরও বলেছেন, "2021 সালের মার্চ মাসে দোহাতে টোকিয়ো অলিম্পিকসের যোগ্যতা অর্জনের ম্যাচে সৌম্যদীপ রায় তাঁর ছাত্রী সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আমাকে ম্যাচ ছাড়তে বলেছিলেন । হোটেলের ঘরে এসে প্রায় কুড়ি মিনিট কথা হয়েছিল । তার প্রমাণও রয়েছে । যা কর্তৃপক্ষের সামনে পেশ করব । এই ঘটনা আদতে গড়াপেটার নামান্তর ।" মণিকার এই অভিযোগের ভিত্তিতে সৌম্যদীপকে একাধিকবার ফোন করা হলেও তার উত্তর দেননি । তবে সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সৌম্যদীপের প্রতিক্রিয়ার মেলার পরই এই বিষয়ে তাঁরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.