ETV Bharat / sports

EPL 2023-24: কষ্টার্জিত জয়ে প্রিমিয়র লিগ অভিযান শুরু ম্যান ইউ'য়ের - ম্যান ইউ

একমাত্র গোলে উলভসের বিরুদ্ধে ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেল ম্যান ইউ ৷ প্রিমিয়ার লিগ জায়ান্টদের হয়ে একমাত্র গোল ডিফেন্ডার রাফায়েল ভারানের ৷

EPL 2023 24
সৌজন্যে ম্যান ইউ টুইটার
author img

By

Published : Aug 15, 2023, 10:12 AM IST

ম্যাঞ্চেস্টার. 15 অগস্ট: প্রিমিয়র লিগ শুরুর মাত্র এক সপ্তাহ আগে কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলেন লোপেতেগুই ৷ তড়িঘড়ি প্রাক্তন বোর্নমাউথ কোচ গ্যারি ও'নেইলকে কোচের পদ নিয়োগ করে উলভারহ্যাম্পটন ৷ সবমিলিয়ে খানিকটা টালমাটাল পরিস্থিতিতে থাকা অপেক্ষাকৃত ছোট ক্লাবটির বিরুদ্ধে সোমবার প্রিমিয়র লিগ অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

এরিক টেন হ্য়াগের দলের জয় সহজ হবে মনে করা হলেও বাস্তবটা হল ঠিক উলটো ৷ একমাত্র গোলে উলভসের বিরুদ্ধে ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেল ম্যান ইউ ৷ প্রিমিয়ার লিগ জায়ান্টদের হয়ে একমাত্র গোল ডিফেন্ডার রাফায়েল ভারানের ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ওয়ান বিশাকার পাস থেকে বিপক্ষ রক্ষণের ডেডলক খোলেন ফরাসি ডিফেন্ডার ৷

একটিমাত্র গোল ছাড়া দু'টি দলের মধ্য়ে এদিন পার্থক্য বিশেষ কিছু নেই ৷ বরং কোনও কোনও ক্ষেত্রে হোম টিম ম্যান ইউকে টেক্কা দিল অ্যাওয়ে টিম ৷ এদিন রেড ডেভিলদের গোল লক্ষ্য করে 23টি শট নেয় উলভস ৷ পরিসংখ্যান বলছে, 2005 সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে কোনও সফরকারী দল গোল লক্ষ্য করে এত শট নেয়নি ৷

আরও পড়ুন: পোচেত্তিনোর অভিষেক, সিজন ওপেনারে লিভারপুলের কাছে আটকে গেল চেলসি

ইন্টার মিলান থেকে চলতি মরশুমে ম্যান ইউয়ে যোগ দেওয়া শট স্টপার আন্দ্রে ওনানাকে সবসময় ব্যস্ত রাখেন উলভস আক্রমণভাগের ফুটবলাররা ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে গোলের খুব কাছে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি পাবলো সারাবিয়া, ম্যাথিউজ কুনহারা ৷ অন্যদিকে ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া টেন হ্য়াগের দলকে গোল পেতে অপেক্ষা করতে হয় 75 মিনিট পর্যন্ত ৷ আগামী 19 অগস্ট টটেনহ্যামের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ম্যান ই

ম্যাঞ্চেস্টার. 15 অগস্ট: প্রিমিয়র লিগ শুরুর মাত্র এক সপ্তাহ আগে কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলেন লোপেতেগুই ৷ তড়িঘড়ি প্রাক্তন বোর্নমাউথ কোচ গ্যারি ও'নেইলকে কোচের পদ নিয়োগ করে উলভারহ্যাম্পটন ৷ সবমিলিয়ে খানিকটা টালমাটাল পরিস্থিতিতে থাকা অপেক্ষাকৃত ছোট ক্লাবটির বিরুদ্ধে সোমবার প্রিমিয়র লিগ অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

এরিক টেন হ্য়াগের দলের জয় সহজ হবে মনে করা হলেও বাস্তবটা হল ঠিক উলটো ৷ একমাত্র গোলে উলভসের বিরুদ্ধে ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেল ম্যান ইউ ৷ প্রিমিয়ার লিগ জায়ান্টদের হয়ে একমাত্র গোল ডিফেন্ডার রাফায়েল ভারানের ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ওয়ান বিশাকার পাস থেকে বিপক্ষ রক্ষণের ডেডলক খোলেন ফরাসি ডিফেন্ডার ৷

একটিমাত্র গোল ছাড়া দু'টি দলের মধ্য়ে এদিন পার্থক্য বিশেষ কিছু নেই ৷ বরং কোনও কোনও ক্ষেত্রে হোম টিম ম্যান ইউকে টেক্কা দিল অ্যাওয়ে টিম ৷ এদিন রেড ডেভিলদের গোল লক্ষ্য করে 23টি শট নেয় উলভস ৷ পরিসংখ্যান বলছে, 2005 সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে কোনও সফরকারী দল গোল লক্ষ্য করে এত শট নেয়নি ৷

আরও পড়ুন: পোচেত্তিনোর অভিষেক, সিজন ওপেনারে লিভারপুলের কাছে আটকে গেল চেলসি

ইন্টার মিলান থেকে চলতি মরশুমে ম্যান ইউয়ে যোগ দেওয়া শট স্টপার আন্দ্রে ওনানাকে সবসময় ব্যস্ত রাখেন উলভস আক্রমণভাগের ফুটবলাররা ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে গোলের খুব কাছে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি পাবলো সারাবিয়া, ম্যাথিউজ কুনহারা ৷ অন্যদিকে ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া টেন হ্য়াগের দলকে গোল পেতে অপেক্ষা করতে হয় 75 মিনিট পর্যন্ত ৷ আগামী 19 অগস্ট টটেনহ্যামের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ম্যান ই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.