ETV Bharat / sports

UEFA Champions League: এতিহাদে ইতিহাস ম্যান সিটির, সিলভার জাদুতে পর্যুদস্ত রিয়াল - এতিহাদে ইতিহাস ম্যান সিটির

বের্নান্দো সিলভা, ম্যানুয়েল আকাঞ্জিদের দাপটে উড়ে গেল রিয়াল মাদ্রিদ । 5-1 গোলের এগ্রিগেটে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি ।

UEFA Champions League
সিলভার জাদুতে পর্যুদস্ত রিয়াল
author img

By

Published : May 18, 2023, 11:31 AM IST

Updated : May 18, 2023, 11:53 AM IST

ম্যাঞ্চেস্টার, 18 মে: 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী ৷' ঘরের মাঠে প্রথম লেগে আটকে যাওয়ার পর মঙ্গলবার সেমিফাইনালের ফিরতি লেগের আগে হুঙ্কার দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি ৷ কিন্তু মাঠের পেপ গুয়ার্দিয়োলার সঙ্গে মস্তিষ্কের লড়াইয়ে এঁটে উঠতে পারলেন না লস ব্ল্যাঙ্কোস'কে অতীতে ইউরোপ সেরা করা কোচ ৷ 14 বারের চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে দু'বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যান সিটি ৷

2020-21 মরশুমের পর ফের ইউরোপ সেরা হওয়ার সর্বোচ্চ মঞ্চে ম্যাঞ্চেস্টার সিটি। সেমি ফাইনালের ফিরতি লেগে অনবদ্য পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিল পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা। দুই লেগ মিলিয়ে 5-1 গোলে জিতে ইস্তানবুলের বিমানের টিকিট নিশ্চিত করে ফেলল 'দ্য সিটিজেন্স' । প্রথম লেগ 1-1 গোলে ড্র হওয়ার পর এদিন ঘরের মাঠে অ্যাডভান্টেজ ছিল ম্যান সিটিই । ঘরের মাঠের জনসমর্থনকে কাজে লাগাল 2022-23 ইংলিশ প্রিমিয়র লিগ জয়ের অন্যতম দাবিদাররা। বের্নান্দো সিলভা, ম্যানুয়েল আকাঞ্জিদের দাপটে উড়ে গেল বেঞ্জেমা, মদ্রিচদের ছন্দ । অর্থাৎ, প্রথমবার ইউরোপ সেরার স্বাদ পাওয়া থেকে একধাপ দূরে 'স্কাই ব্লুজ' ৷

খেলা শুরুর 23 মিনিটেই দলকে এগিয়ে দেন বের্নান্দো সিলভা । 37 মিনিটে ফের রিয়ালের জালে বল জড়ান পর্তুগিজ মিডফিল্ডার । জোড়া গোলে এদিনের নায়ক রোনাল্ডোর সতীর্থই। মাঝে রিয়াল খেলায় ফিরলেও দ্বিতীয়ার্ধের 76 মিনিটে করা ম্যানুয়েল আকাঞ্জির গোলের পরই ম্যাচ কার্যত শেষ হয়ে যায় । 91 মিনিটের গোলে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন জুলিয়ান আলভারেজ ।

এই নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্রিটিশ ক্লাব। 2020-21 মরশুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিটির । ফলে এবার না-পাওয়া কাপ ক্যাবিনেটে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে পেপের ছেলেদের কাছে । 11 জুলাই ইস্তামবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটি । সেমি ফাইনালে মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে ফাইনালে উঠেছে তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা ।

আরও পড়ুন: এটিকে বিদায়ে সরকারি সিলমোহর, বোর্ডের সর্বসম্মতিতে পয়লা জুন থেকে মোহনবাগান 'সুপার জায়ান্টস'

ম্যাঞ্চেস্টার, 18 মে: 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী ৷' ঘরের মাঠে প্রথম লেগে আটকে যাওয়ার পর মঙ্গলবার সেমিফাইনালের ফিরতি লেগের আগে হুঙ্কার দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি ৷ কিন্তু মাঠের পেপ গুয়ার্দিয়োলার সঙ্গে মস্তিষ্কের লড়াইয়ে এঁটে উঠতে পারলেন না লস ব্ল্যাঙ্কোস'কে অতীতে ইউরোপ সেরা করা কোচ ৷ 14 বারের চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে দু'বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যান সিটি ৷

2020-21 মরশুমের পর ফের ইউরোপ সেরা হওয়ার সর্বোচ্চ মঞ্চে ম্যাঞ্চেস্টার সিটি। সেমি ফাইনালের ফিরতি লেগে অনবদ্য পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিল পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা। দুই লেগ মিলিয়ে 5-1 গোলে জিতে ইস্তানবুলের বিমানের টিকিট নিশ্চিত করে ফেলল 'দ্য সিটিজেন্স' । প্রথম লেগ 1-1 গোলে ড্র হওয়ার পর এদিন ঘরের মাঠে অ্যাডভান্টেজ ছিল ম্যান সিটিই । ঘরের মাঠের জনসমর্থনকে কাজে লাগাল 2022-23 ইংলিশ প্রিমিয়র লিগ জয়ের অন্যতম দাবিদাররা। বের্নান্দো সিলভা, ম্যানুয়েল আকাঞ্জিদের দাপটে উড়ে গেল বেঞ্জেমা, মদ্রিচদের ছন্দ । অর্থাৎ, প্রথমবার ইউরোপ সেরার স্বাদ পাওয়া থেকে একধাপ দূরে 'স্কাই ব্লুজ' ৷

খেলা শুরুর 23 মিনিটেই দলকে এগিয়ে দেন বের্নান্দো সিলভা । 37 মিনিটে ফের রিয়ালের জালে বল জড়ান পর্তুগিজ মিডফিল্ডার । জোড়া গোলে এদিনের নায়ক রোনাল্ডোর সতীর্থই। মাঝে রিয়াল খেলায় ফিরলেও দ্বিতীয়ার্ধের 76 মিনিটে করা ম্যানুয়েল আকাঞ্জির গোলের পরই ম্যাচ কার্যত শেষ হয়ে যায় । 91 মিনিটের গোলে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন জুলিয়ান আলভারেজ ।

এই নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্রিটিশ ক্লাব। 2020-21 মরশুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সিটির । ফলে এবার না-পাওয়া কাপ ক্যাবিনেটে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে পেপের ছেলেদের কাছে । 11 জুলাই ইস্তামবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটি । সেমি ফাইনালে মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে ফাইনালে উঠেছে তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা ।

আরও পড়ুন: এটিকে বিদায়ে সরকারি সিলমোহর, বোর্ডের সর্বসম্মতিতে পয়লা জুন থেকে মোহনবাগান 'সুপার জায়ান্টস'

Last Updated : May 18, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.