ETV Bharat / sports

Manchester Derby: হ্যালান্ড-ফডেনের জোড়া হ্যাটট্রিকে ম্যাঞ্চেস্টার ডার্বিতে চূর্ণ ইউনাইটেড - English Premier League

প্রিমিয়র লিগের (English Premier League) ইতিহাসে তৃতীয় দল হিসেবে এক ম্যাচে জোড়া হ্যাটট্রিকের নজির গড়ল ম্যান সিটি ৷ সাইডলাইনে বসেই হ্যালান্ড-ফডেনের দাপট দেখলেন সিআর সেভেন (CR7) আর হতাশায় হাত-পা ছুড়লেন ৷

Manchester Derby
হ্যালান্ড-ফডেনের জোড়া হ্যাটট্রিকে ম্যাঞ্চেস্টার ডার্বিতে চূর্ণ ইউনাইটেড
author img

By

Published : Oct 2, 2022, 10:23 PM IST

ম্যাঞ্চেস্টার, 2 অক্টোবর: ডার্বির আগে ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ (Erik ten Hag) জানিয়েছিলেন, আর্লিং হ্যালান্ড (Erling Haaland) নয়, তাঁরা খেলতে নামছেন ম্যান সিটির বিরুদ্ধে ৷ চাপ কাটানোর দাওয়াই হিসেবে টেন হ্যাগ কথাটি বলেছিলেন কি না জানা নেই, তবে রবিবাসরীয় ইতিহাদে নরওয়েন স্ট্রাইকারের হ্যাটট্রিকেই চূর্ণ হল লাল ম্যাঞ্চেস্টার ৷ হ্যালান্ডের পাশাপাশি হ্যাটট্রিক এল ফিল ফডেনের (Phil Foden) পা থেকেও ৷ সিটির জোড়া ফলায় হাফ ডজন গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল রোনাল্ডোহীন ইউনাইটেড ৷

মরশুমের প্রথম ডার্বিতে 'স্কাই ব্লুজ' জিতল 6-3 গোলে (Man City beat Man Utd by 6-3 in Manchester Derby) ৷ শেষদিকে পরিবর্ত হিসেবে নেমে মার্কাস রাশফোর্ড (Marcus Rashford) জোড়া গোল না-করলে লজ্জা আরও বাড়ত ইউনাইটেডের ৷ প্রিমিয়র লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে এক ম্যাচে জোড়া হ্যাটট্রিকের নজির গড়ল ম্যান সিটি ৷ সাইডলাইনে বসেই হ্যালান্ড-ফডেনের দাপট চাক্ষুস করলেন আর হতাশায় হাত-পা ছুড়লেন সিআর সেভেন ৷

ম্যাচের চতুর্থ মিনিটে ফডেনের মাধ্যমে এদিন গোলবর্ষণ শুরু করে ম্যান সিটি ৷ প্রথমার্ধে সিটি 4-0 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের দেওয়াল লিখন কার্যত স্পষ্ট হয়ে যায় ৷ জোড়া গোল আসে ফডেন এবং হ্যালান্ডের পা থেকে ৷ দ্বিতীয়ার্ধে 64 মিনিটে হ্যালান্ড এবং 72 মিনিটে ফডেন হ্যাটট্রিক সম্পন্ন করতেই হাফডজন গোলের বৃত্ত সম্পূর্ণ হয় ৷ 56 মিনিটে অ্যান্হনি ম্যাথিউজ এক গোল ফিরিয়ে দিলেও তখন ডার্বিতে সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের প্রহর গুনছিন লাল ম্যাঞ্চেস্টার ৷

আরও পড়ুন: ইস্টবেঙ্গল নকআউটে পৌঁছলে মিরাকল হবে, জানালেন কনস্ট্যানটাইন

শেষপর্যন্ত যদিও নয়া সেই রেকর্ড তৈরি হয়নি ৷ পরিবর্ত হিসেবে 84 এবং 91 মিনিটে জোড়া গোল করে ইউনাইটেডের লজ্জা কিছুটা কমান রাশফোর্ড ৷ ডার্বি জিতে 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল 'স্কাই ব্লুজ' ৷

ম্যাঞ্চেস্টার, 2 অক্টোবর: ডার্বির আগে ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ (Erik ten Hag) জানিয়েছিলেন, আর্লিং হ্যালান্ড (Erling Haaland) নয়, তাঁরা খেলতে নামছেন ম্যান সিটির বিরুদ্ধে ৷ চাপ কাটানোর দাওয়াই হিসেবে টেন হ্যাগ কথাটি বলেছিলেন কি না জানা নেই, তবে রবিবাসরীয় ইতিহাদে নরওয়েন স্ট্রাইকারের হ্যাটট্রিকেই চূর্ণ হল লাল ম্যাঞ্চেস্টার ৷ হ্যালান্ডের পাশাপাশি হ্যাটট্রিক এল ফিল ফডেনের (Phil Foden) পা থেকেও ৷ সিটির জোড়া ফলায় হাফ ডজন গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল রোনাল্ডোহীন ইউনাইটেড ৷

মরশুমের প্রথম ডার্বিতে 'স্কাই ব্লুজ' জিতল 6-3 গোলে (Man City beat Man Utd by 6-3 in Manchester Derby) ৷ শেষদিকে পরিবর্ত হিসেবে নেমে মার্কাস রাশফোর্ড (Marcus Rashford) জোড়া গোল না-করলে লজ্জা আরও বাড়ত ইউনাইটেডের ৷ প্রিমিয়র লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে এক ম্যাচে জোড়া হ্যাটট্রিকের নজির গড়ল ম্যান সিটি ৷ সাইডলাইনে বসেই হ্যালান্ড-ফডেনের দাপট চাক্ষুস করলেন আর হতাশায় হাত-পা ছুড়লেন সিআর সেভেন ৷

ম্যাচের চতুর্থ মিনিটে ফডেনের মাধ্যমে এদিন গোলবর্ষণ শুরু করে ম্যান সিটি ৷ প্রথমার্ধে সিটি 4-0 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের দেওয়াল লিখন কার্যত স্পষ্ট হয়ে যায় ৷ জোড়া গোল আসে ফডেন এবং হ্যালান্ডের পা থেকে ৷ দ্বিতীয়ার্ধে 64 মিনিটে হ্যালান্ড এবং 72 মিনিটে ফডেন হ্যাটট্রিক সম্পন্ন করতেই হাফডজন গোলের বৃত্ত সম্পূর্ণ হয় ৷ 56 মিনিটে অ্যান্হনি ম্যাথিউজ এক গোল ফিরিয়ে দিলেও তখন ডার্বিতে সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের প্রহর গুনছিন লাল ম্যাঞ্চেস্টার ৷

আরও পড়ুন: ইস্টবেঙ্গল নকআউটে পৌঁছলে মিরাকল হবে, জানালেন কনস্ট্যানটাইন

শেষপর্যন্ত যদিও নয়া সেই রেকর্ড তৈরি হয়নি ৷ পরিবর্ত হিসেবে 84 এবং 91 মিনিটে জোড়া গোল করে ইউনাইটেডের লজ্জা কিছুটা কমান রাশফোর্ড ৷ ডার্বি জিতে 8 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল 'স্কাই ব্লুজ' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.